“এই মুহূর্তে চাঞ্চলকার ঘটনা।ভয়াবহ বাইক দুর্ঘটনা ডোমকলে—ইলেকট্রিক পোলের ধাক্কায় স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও শালী” এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকল থানার অন্তর্গত জিতপুর নতুনপাড়া এলাকায় ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী ও শালী। জানা গেছে, মৃত যুবকের নাম আলমগীর শেখ। তিনি স্ত্রী ও শালীকে সঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া উপলক্ষে তাঁর খালা-শাশুড়ির বাড়ি জিতপুর নতুনপাড়া গ্রামে গিয়েছিলেন। খাওয়া শেষে সেখান থেকে মামা-শ্বশুরবাড়ি যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। বাইক চালক আলমগীর শেখ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। বাইকের পেছনে বসা স্ত্রী ও শালী প্রচণ্ডভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পুলিশ আলমগীর শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃত আলমগীর শেখের বাড়ি খয়রামারি গ্রামে। তাঁর পিতার নাম শরিফুল শেখ। বর্তমানে তিনি মানিকনগর গ্রামে খালার বাড়িতে বসবাস করতে
“এই মুহূর্তে চাঞ্চলকার ঘটনা।ভয়াবহ বাইক দুর্ঘটনা ডোমকলে—ইলেকট্রিক পোলের ধাক্কায় স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও শালী” এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকল থানার অন্তর্গত জিতপুর নতুনপাড়া এলাকায় ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী ও শালী। জানা গেছে, মৃত যুবকের নাম আলমগীর শেখ। তিনি স্ত্রী ও শালীকে সঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া উপলক্ষে তাঁর খালা-শাশুড়ির বাড়ি জিতপুর নতুনপাড়া গ্রামে গিয়েছিলেন। খাওয়া শেষে সেখান থেকে মামা-শ্বশুরবাড়ি যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। বাইক চালক আলমগীর শেখ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। বাইকের পেছনে বসা স্ত্রী ও শালী প্রচণ্ডভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পুলিশ আলমগীর শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃত আলমগীর শেখের বাড়ি খয়রামারি গ্রামে। তাঁর পিতার নাম শরিফুল শেখ। বর্তমানে তিনি মানিকনগর গ্রামে খালার বাড়িতে বসবাস করতে
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ধুলাগড়ে হাওড়া ধুলাগড়ে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গেছে, রাত আনুমানিক ৯টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড় পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত ক্যামিকেলের গাড়ির ট্যাঙ্কে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ও চলাচলরত একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং সেগুলি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায় বলে জানা গেছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ। পাশাপাশি একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পেট্রোল পাম্পের একেবারে সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সময়মতো দমকল বাহিনী পৌঁছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় এলাকা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।1
- চিলাখানা উচ্চতর বিদ্যালয় ১৯৬৮ সন প্রতিষ্ঠা হয়েছিল সেই উপলক্ষে বর্ণাঢ্য তো শোভাযাত্রা অনুষ্ঠিত হলো1
- चीन ने बिना पटरी चलने वाली ट्रेन तकनीक ART (Autonomous Rail Rapid Transit) विकसित की है। यह ट्रेन सामान्य सड़कों पर चलती है और सेंसर, कैमरा व GPS की मदद से सड़क पर बनी वर्चुअल लाइनों को फॉलो करती है। पारंपरिक ट्राम के मुकाबले यह सस्ती, तेज़ और आसान है। ART बस की लचीलापन और मेट्रो जैसी क्षमता को एक साथ जोड़ती है। #FutureTech #ChinaInnovation #SmartTransport #NextGenTransit #ViralNews #TechExplained #PublicTransport1
- অজ্ঞাত পরিচয় এক মহিলাকে রাস্তায় পেয়ে তাকে সেবা যত্ন করলেন এলাকাবাসী1
- এসএসবির বড় সাফল্য!১৮৬ গ্রাম সন্দেহভাজন মরফিন উদ্ধার, গ্রেপ্তার ২1
- হিলি: দুই দিনব্যাপী লোকনাথ মহামিলন উৎসব, ভক্তদের ঢল1
- Bhatol ,jahani morer kache ..notun tokan akhane abossoi asbe..1
- *ময়নার তৃণমূল নেতাকে লাইটপোস্টে বেঁধে গণপিটুনি,ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের* ময়নার মল্লিকমোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটলো শুক্রবার রাতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত। আতাউর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ।কিন্তু আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলছিল।সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন।ঘটনা জানতে পেরে স্থানীয় লোক ক্ষেপে গিয়ে গণপিটুনি দেয় ওই নেতাকে।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন সেই সময় দেখেন একটি মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছিল।তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সাথে তর্কাতর্কি হয় তাদের।তারপরেই তারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে ওই নেতাকে মারধোর করে।আধা ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।1