মা হলেন গায়িকা-বিধায়ক অদিতি মুন্সী, পুত্র হলো নাকি কন্যা? বিয়ের সাত বছরের মাথায় অদিতি মুন্সী-দেবরাজ চক্রবর্তীর ঘরে এল নতুন অতিথি। নতুন বছরের শুরুতেই খবর দিলেন অদিতি মুন্সী-দেবরাজ চক্রবর্তী। রবিবার সকালে মা হয়েছেন গায়িকা-বিধায়ক। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। ঘনিষ্ঠ সূত্রের খবর, মা এবং সদ্যোজাত সন্তান দু'জনেই ভালো আছেন। বিয়ের সাত বছরের মাথায় অদিতি-দেবরাজের ঘরে এল নতুন অতিথি। মাঝে বেশ কিছু দিন অদিতিকে প্রকাশ্যে সে ভাবে দেখা যায়নি। জানা গিয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। সকাল ১০টা নাগাদ শহরের বেসরকারী এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। ২০১৮ সালে অদিতি-দেবরাজের বিয়ে হয়। বিয়ের পর রাজনীতিতে হাতেখড়ি হয় অদিতির। ২০২১ সালে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন জয়ী হয় বিধায়ক হন অদিতি। গানের অনুষ্ঠান, গানের স্কুলের পাশাপাশি বিধায়কের দায়িত্বও সামলাচ্ছেন অদিতি। এ তার সঙ্গেই জুড়ল মায়ের ভূমিকা।
মা হলেন গায়িকা-বিধায়ক অদিতি মুন্সী, পুত্র হলো নাকি কন্যা? বিয়ের সাত বছরের মাথায় অদিতি মুন্সী-দেবরাজ চক্রবর্তীর ঘরে এল নতুন অতিথি। নতুন বছরের শুরুতেই খবর দিলেন অদিতি মুন্সী-দেবরাজ চক্রবর্তী। রবিবার সকালে মা হয়েছেন গায়িকা-বিধায়ক। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। ঘনিষ্ঠ সূত্রের খবর, মা এবং সদ্যোজাত সন্তান দু'জনেই ভালো আছেন। বিয়ের সাত বছরের মাথায় অদিতি-দেবরাজের ঘরে এল নতুন অতিথি। মাঝে বেশ কিছু দিন অদিতিকে প্রকাশ্যে সে ভাবে দেখা যায়নি। জানা গিয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। সকাল ১০টা নাগাদ শহরের বেসরকারী এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। ২০১৮ সালে অদিতি-দেবরাজের বিয়ে হয়। বিয়ের পর রাজনীতিতে হাতেখড়ি হয় অদিতির। ২০২১ সালে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন জয়ী হয় বিধায়ক হন অদিতি। গানের অনুষ্ঠান, গানের স্কুলের পাশাপাশি বিধায়কের দায়িত্বও সামলাচ্ছেন অদিতি। এ তার সঙ্গেই জুড়ল মায়ের ভূমিকা।
- হুগলির শেওড়াফুলিতে গোপাল ঠাকুরের পিকনিক!1
- অর্কেস্ট্রারকা শর্ট ভিডিও দেখো আওয়াজ কুচভি নেহি আখ্যা দিয়েছে ফলো কারকে লাইক করো ভাই কো1
- জেটিয়া থানার বড়সড় সাফল্যের খতিয়ান শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জেটিয়া থানার যৌথ অভিযানে পাল্লাদহ থেকে কলকাতাগামী WB 15 B 4022 দশ চাকা পাটবোঝাই ট্রাক থেকে আনুমানিক ৫২ কেজি গাজা সমেত দশ চাকার ট্রাক সমেত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। ধৃতরা হলেন ৭০ বছরের বনগাঁর বাসিন্দা তপন বালা, ৩৭ বছরের আলিপুরদুয়ারের বাসিন্দা কাজল সরকার, ৫২ বছরের মধ্যমগ্রামের বাসিন্দা শিব চন্দ্র রায় দের 20(b)(ii)(C) NDPS ACt, কেস রুজ্জু করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠালো জেটিয়া থানার পুলিশ।3
- Post by Mominali laskar2
- চম্পাহাটির হাড়ালে বাজি বিস্ফোরণ স্থল পরিদর্শনে কংগ্রেস প্রতিনিধি দল, প্রশাসনের উদাসীনতার অভিযোগ1
- আরামবাগ গ্রন্থমেলা নাট্যোৎসব শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #আরামবাগ #Hooghly #arambagh #arambaghmela #arambaghbookfair News Arambagh Town1
- মালদা জেলার মধ্যে হরিশপুর থানার পাশেই দাখিল কলোনি গ্রামে এ গ্রামে কেউ সাহায্য করনেওয়ালা নয় যত লোক আছে সব সাহিত্য লেনেওয়ালা তো প্লিজ কেউ যদি ভালো লেগে থাকে পিকচারটা দেখে তোর সাহায্য করার হাত বাড়িয়ে আমার সঙ্গে যোগাযোগ করো।1
- Post by Mominali laskar5
- Post by News Arambagh Town1