Shuru
Apke Nagar Ki App…
সিধাই মোহনপুর এর খবর
Tapas debnath
সিধাই মোহনপুর এর খবর
More news from Sepahijala and nearby areas
- মঙ্গলবার শ্রীমন্তপুর বিওপিতে বীরত্বের গাঁথা স্বরূপ আবরণ উন্মোচিত হলো শহীদ কনস্টেবল ঘনাকান্ত নাথের স্মৃতিসৌধ। এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিএফএফ গকুলনগর সেক্টর হেডকোয়াটারের DIG ভি কে কসানা। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফ ৮১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা ,শ্রীমন্তপুর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুমিল ভোরা সহ কাস্টমস ও শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থল বন্দরের আধিকারিকরা। এদিন প্রথমে বিএসএফ আধিকারিকরা শহীদ জোয়ানের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ এবং আবক্ষ মূর্তির আবরন উন্মোচন করে পুষ্পার্ঘ অর্পণ এবং সেলামী জানান।উল্লেখ্য 9 জুলাই 1989 তারিখে ভারতীয় সীমান্ত রাখি বাহিনীর কনস্টেবল জি কে নাথ অন্যান্য সদস্যদের সাথে রাতের নাকা ডিউটিতে যোগ দেন।10 জুলাই 1989 তারিখে, যখন ডিউটিরত দলটি গোমতী নদীর ধারে বিওপিতে ফিরে আসছিল, তখন জি কে নাথ 4 জন চোরাকারবারীকে ভারতের প্রায় 200 গজ ভেতরে মাথায় পাচার সামগ্রী নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে দেখেন। তিনি দলটিকে সতর্ক করেন। কমান্ডারের নির্দেশ পেয়ে, সিকিউরিটি জি কে নাথ এবং অন্য একজন কনস্টেবল গোমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা আখ-খেতের মধ্য দিয়ে চোরাকারবারীদের ধাওয়া করেন। চোরাকারবারীরা তাদের মাথার বোঝা ফেলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১০০ মিটার প্রশস্ত গোমতী নদী তীব্র স্রোতে প্রবাহিত হচ্ছিল।ঘনাকান্ত নাথ, নিজের জীবনের পরোয়া না করে, নিরস্ত্র অবস্থায় এবং জালের সরঞ্জামগুলি খুলে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সীমান্ত পিলার নং 2083/8-S এবং সীমান্ত পিলার নং 2083/9-S এর মধ্যে চোরাকারবারীদের ধরার জন্য তাড়া চালিয়ে যান। তিনি নিজের নিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবহেলা করে বিপদের মুখোমুখি হয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, উপস্থিতি এবং সাহসের পরিচয় দেন। সাহসিকতার সাথে পাচারকারীদের তাড়া করার সময়, যখন সেনানিবাসের সদস্য ঘনকান্ত নাথ নদীর অপর তীর থেকে প্রায় ২০ গজ দূরে ছিলেন, তখন তিনি হঠাৎ নিখোঁজ হন এবং নদীতে ডুবে যান।পরে বাংলাদেশ রাইফেলস এর সাথে যোগাযোগ করা হয়। তারা তার মৃতদেহ বাংলাদেশ থেকে উদ্ধার করে পরবর্তী সময় বিএসএফের হাতে হস্তান্তর করে। মাত্র দু বছরের চাকুরী জীবনে জাতির জন্য তাঁর সর্বোচ্চ ত্যাগের জন্য তাকে সালামি জানিয়ে তার বীরগাথা স্মরণীয় করে রাখতে তার আবক্ষ মূর্তি স্থাপিত করা হয় শ্রীমন্তপুর বি ও পি তে।1
- বড়োমা এর মন্দিরে ব্যাপক ভীড় বড়দিন এর আগে1
- পূর্বপরিকল্পনা অনুযায়ী হুমায়ুন কবির, গতকাল 22/12/25 এ আনুষ্ঠানিকভাবে মঞ্চে তার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন, গতকাল দুপুরে। নাম "জনতা উন্নয়ন পার্টি", তিনি সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন! সেই সঙ্গে ঘোষণা করলেন, ১০ জন প্রার্থীর নাম, বিভিন্ন ভোট কেন্দ্রে। তালিকায় রয়েছে তৃণমূলেরও কয়েকজন নেতা-নেত্রীর নাম। নিজে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।.... সঙ্গে রইল মুর্শিদাবাদ বেলডাঙ্গায় তার মঞ্চে বক্তৃতার অংশ বিশেষ। #হুমায়ুনকবির #জনতাউন্নয়নপার্টি #অনুপমসরকারচক্রবর্তীরএডিটিং #HumayunKabir #JanataUnnayanParty #AnupamSarkarChakrabortysEditing1
- ভরতপুর-২ নম্বর ব্লকের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো1
- পঞ্চায়েত ভবনে আক্রান্ত প্রধান,পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে প্রধানকে মারধর করার অভিযোগ।1
- valo কড়েছে 👍👍1
- Post by Gouranga Majumder1
- জ্যাংড়া হাতিয়াড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য চৈতালী চক্রবর্তীর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো নিউ টাউনে।1
- B plan1