Shuru
Apke Nagar Ki App…
বহরমপুরে স্কুল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট খেলতে যাবে নদীয়ায় আন্ডার ১৭ ক্রিকেট টিম তার প্রস্তুতি ম্যাচ
Nabendu Bhattacharya
বহরমপুরে স্কুল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট খেলতে যাবে নদীয়ায় আন্ডার ১৭ ক্রিকেট টিম তার প্রস্তুতি ম্যাচ
More news from Nadia and nearby areas
- বজরংবালি পূজার উদ্বোধনে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল1
- ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় যথেষ্ট উন্নতি ঘটাতে এবং পরিক্ষায় ভালো ফল লাভ করতে, এক অতুলনীয় ও অত্যাবশ্যক প্রশিক্ষণ~ 'স্টাডি-স্কিল ডেভেলপমেন্ট' কোর্স ! এছাড়াও বিভিন্ন মানসিক সমস্যার প্রকৃত সমাধানের জন্য রয়েছে আলাদা চিকিৎসা বিভাগ। লেখাপড়ায় এবং বিভিন্ন পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য লাভ করতে— প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য একান্ত প্রয়োজনীয় এক বিশেষ প্রশিক্ষণ! 'স্টাডি-স্কিল ডেভেলপমেন্ট' কোর্স করে সবার সেরা হয়ে ওঠো। ছাত্র ছাত্রীগণ শিখে নাও মেমোরী টেকনিক — লার্নিং টেকনিক, এবং মনকে শক্তিশালী করে তোলার উপায়, এবং পরীক্ষার সময় টেনশন-ফ্রী থাকার উপায়! তারপর বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করে তুমি তোমার স্কুলের মধ্যে, এমনকি তোমার এলাকার মধ্যে সেরা হয়ে ওঠো। আপনি কি আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত? আগের পরীক্ষার রেজাল্ট দেখে সন্তুষ্ট নন? অনেক প্রাইভেট টিউটর রেখেও আশানুরূপ ফল হচ্ছেনা? লেখাপড়া ঠিকমতো মনে রাখা এক বড় সমস্যা। এখানে শেখানো হয়— কী টেকনিকে লেখাপড়া করলে, সবকিছু পরিস্কার মনে থাকবে। এছাড়া, পরীক্ষার সময় জানা বিষয়ও টেনশনের ফলে মনে পড়েনা। এখানে শেখানো হয়—পরীক্ষার সময় কি ভাবে টেনশন মুক্ত থেকে, যথাযথ উত্তর দিয়ে পরীক্ষায় চরম সাফল্য লাভ করা যায়। এছাড়াও জেনে নিন— চঞ্চলতা, অস্থিরতা, ক্রোধ-উত্তেজনা থেকে মুক্তির উপায়, আগ্রহ ও মনোযোগ বৃদ্ধির উপায়, আর ব্রেইনকে সক্রিয় ও শক্তিশালী করে তোলার উপায়। আজকের এই দ্রুতগতির যুগে— তীব্র প্রতিযোগিতায়— অতিসাধারণ হয়ে থাকলে চলবে না, হতে হবে এক্সপার্ট বা অসাধারণ! পরীক্ষায় অনেক বেশি নম্বর পেতে চাও? এবার, এই অতুলনীয় প্রশিক্ষণ নিয়ে -হয়ে ওঠো সবার সেরা। প্রশিক্ষণ দিচ্ছেন- বিশিষ্ট লেখক, গবেষক, মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ— সুমেরু রায়। প্রশিক্ষক সম্পর্কে বিশদভাবে জানতে চাইলে, গুগল সার্চ করুন। শিক্ষা দানের মাধ্যম বাংলা। সপ্তাহে দুই দিন করে, এক মাসের কোর্স ফি ৬ (ছয়) হাজার টাকার পরিবর্তে এখন মাত্র ৩ (তিন) হাজার টাকা নেওয়া হচ্ছে। অ্যাডমিশন নিতে চাইলে, অগ্রীম ৩ (তিন) হাজার টাকা ডোনেশন হিসেবে জমা দিয়ে সিট বুকিং করুন। আসন সংখ্যা সীমিত। স্থান: কালনা, পূর্ব বর্ধমান। হাওড়া থেকে ট্রেনে কাটোয়া লাইনে দুই ঘন্টার পথ। এছাড়াও আপনি অথবা কোনো সংস্থা যদি আপনাদের এলাকায় এই বিশেষ প্রশিক্ষণের জন্য ছাত্রশিবিরের আয়োজন করতে আগ্রহী থাকেন, তাহলে যোগাযোগ করুন। ধন্যবাদ বিশদভাবে জানতে হোয়াটসঅ্যাপ করুন: 82505 93951 এছাড়াও এই নম্বরে কল করুন: 8538805751 এছাড়াও, আপনি কি আপনার সন্তানের আচরণ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন? আমাদের এখানে আলাদাভাবে সাইকোথেরাপি ও হিপ্নোথেরাপির মাধ্যমে বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীর দ্বারা ছাত্র ছাত্রীদের আচরণগত সমস্যা, মানসিক সমস্যার জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা আছে। পাবেন বয়ঃসন্ধিকালের কঠিণ সমস্যার সহজ সমাধান। যারা লেখাপড়ায় মনোযোগী নয়, দুষ্টুমি বুদ্ধি, বা বিকৃত বুদ্ধি, অবাধ্য, ও অনিষ্টকারী, ঝগড়া ও মারামারি করতে উৎসাহ বেশি, এবং যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, নেশা আসক্তি রয়েছে, এছাড়াও, বিশেষ মানসিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন। চিকিৎসা কেন্দ্রের ঠিকানা: প্রধান ডায়াগনস্টিক সেন্টার। আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের পাশে। কালনা, নতুন বাসস্ট্যান্ড এর নিকট।1