কাঠালিয়ার প্রতিনিধি ঃ--- ১৮ই আগস্ট, সোমবার। গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালিখলা এডিসি ভিলেজের লেদ্রা বাড়ি পাড়ার জঙ্গলে অভিযানে নেমে, বেশ কিছু গাঁজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে। যাত্রাপুর থানার ওসি,সিতি কন্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন সকাল নটায় নার্সারী কাটিং করে আসার পর জানান, ১০ থেকে ১২ টি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে। এতে আনুমানিক তিন লক্ষের উপর গাজার চারা গাছ হবে। তিনি জানান, উনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত, অজয় বরুন সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এস পি ও জোয়ান। সকাল ছয়টার আগেই তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি। অপরদিকে তিনি আরো জানান, এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে। তার কারণ সম্পর্কে তিনি বলেন, আরোক্কা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে।
কাঠালিয়ার প্রতিনিধি ঃ--- ১৮ই আগস্ট, সোমবার। গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালিখলা এডিসি ভিলেজের লেদ্রা বাড়ি পাড়ার জঙ্গলে অভিযানে নেমে, বেশ কিছু গাঁজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে। যাত্রাপুর থানার ওসি,সিতি কন্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন সকাল নটায় নার্সারী কাটিং করে আসার পর জানান, ১০ থেকে ১২ টি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে। এতে আনুমানিক তিন লক্ষের উপর গাজার চারা গাছ হবে। তিনি জানান, উনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত, অজয় বরুন সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এস পি ও জোয়ান। সকাল ছয়টার আগেই তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি। অপরদিকে তিনি আরো জানান, এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে। তার কারণ সম্পর্কে তিনি বলেন, আরোক্কা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে।
- SUBHRANSU DASPolba - Dadpur, Hooghlyc c v5v.on 20 August
- User10109Ambassa, Dhalai💣on 25 August
- XD c v v vv bb vccAmbassa, Dhalai😡on 20 August
- XD c v v vv bb vccAmbassa, Dhalai😡on 20 August
- User6615Dubrajpur, Birbhum💣on 20 August
- Pramod SinghUttar Dinajpur😡on 20 August
- Post by Gouranga Majumder1
- রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান ।1
- ভরতপুর-২ ব্লকে পথশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের সূচনা : তিনটে গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নতুন জোয়ার1
- Post by Artist Satyam1
- বিশেষ সক্ষম যুবক যুবতীর বিবাহ বন্ধনে তোলপাড় নেট দুনিয়া, আশীর্বাদের ঝড় উঠেছে নব দম্পতির জন্য, দেখুন সেই চিত্র1
- বউ ছেলের হাতে মায়ের খুন জগন্নাথপুর1
- রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাঘাটির বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি শুরু হয় দয়ারাম স্কুলের সংলগ্ন তিপ্রা মথা দলের দলীয় অফিসের সামনে থেকে। সেখান থেকে মিছিলটি গোলাঘাটির মোটর স্ট্যান্ড, বাজার, চৌমুহনি পরিক্রমা করে পুনরায় তিপ্রা মথা দলের পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্ব আমতলী গোলাঘাটির এম ডি সি উমাশঙ্কর দেববর্মা ও রাকেশ দেববর্মা জানান, ককবরক ভাষাকে রোমান হরফে লেখার দাবি দীর্ঘদিনের এবং শিক্ষাক্ষেত্রে এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে করা হলে ছাত্রছাত্রীদের উপকার হবে বলে তারা দাবি করেন।1
- ভরতপুরে পথশ্রী প্রকল্পের জয়গান : তালগ্রামে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন1
- Post by Artist Satyam1