“Investing in social protection to secure equitable Blue Transformation in the fisheries sector” আজ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি মহাকুমা খটি মৎস্যজীবি উন্নয়ন সমিতির উদ্যোগে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিশ্ব মৎস্যজীবি দিবস উদযাপিত হলো। মৎস্যজীবি সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়া এই বছরের থিম— “Investing in social protection to secure equitable Blue Transformation in the fisheries sector”। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী মহাশয়, রাজ্য INTTUC সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় উত্তম বারিক মহাশয়, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় পীযূষ কান্তি পন্ডা মহাশয়, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয়া রিজিয়া বিবি মহাশয়া, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতি সভাপতি তথা রাজ্য INTTUC সম্পাদক মাননীয় আমিন সোহেল মহাশয়, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাননীয় জ্যোতির্ময় কর মহাশয়, কাঁথি সাংগঠনিক INTTUC সভাপতি মাননীয় বিকাশ বেজ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মৎস্যজীবি সমাজ আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ। তাঁদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এই মহতী অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।
“Investing in social protection to secure equitable Blue Transformation in the fisheries sector” আজ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি মহাকুমা খটি মৎস্যজীবি উন্নয়ন সমিতির উদ্যোগে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিশ্ব মৎস্যজীবি দিবস উদযাপিত হলো। মৎস্যজীবি সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়া এই বছরের থিম— “Investing in social protection to secure equitable Blue Transformation in the fisheries
sector”। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী মহাশয়, রাজ্য INTTUC সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় উত্তম বারিক মহাশয়, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় পীযূষ কান্তি পন্ডা মহাশয়, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয়া রিজিয়া বিবি মহাশয়া, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতি সভাপতি তথা রাজ্য
INTTUC সম্পাদক মাননীয় আমিন সোহেল মহাশয়, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাননীয় জ্যোতির্ময় কর মহাশয়, কাঁথি সাংগঠনিক INTTUC সভাপতি মাননীয় বিকাশ বেজ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মৎস্যজীবি সমাজ আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ। তাঁদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এই মহতী অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।
- আলমগীর হোসেন বিল্পবী, ধুরইল, মোহনপুর, রাজশাহী।1
- বন্ধুদের সাথে একটু ডান্স 🤟 সিরাজগঞ্জ, সয়দাবাদ, পূর্ব মোহনপুর 😎 DJ party 🎥 Enjoy life 🤘😎😘1
- আল্লামা তারেক মনোয়ার এর তাফসির মাহফিল | ধুরোল বাজার, মোহনপুর, রাজশাহী1
- Allama Tarek Monowar New Waz 2024 -ধুইরল বাজার মোহনপুর ২০/১১/২০২৪ তারেক মনোয়ার নতুন ওয়াজ1
- *পূর্ব মেদিনীপুর* : *এগরা*! বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে তৃণমূল নেতার নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বরদা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল বেরার ছবি দিয়ে বিজেপি দলের সদস্যতায় নাম নথিভুক্তিকরণ হয়েছে। আর তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়েই শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতা গোপাল বেরা দাবি করেছেন যে, তিনি ১৯৯৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সক্রিয়ভাবে ও নিষ্ঠার সাথে তৃণমূল করে আসছেন। কখনো তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আবার কখনো তৃণমূলের এগরা ১ পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ, আবার কখনো জনপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন। টানা প্রায় ২০ বছর তৃণমূলের টিকিটে ভোটে জেতে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধি হয়েছেন। গোপাল বেরা আরও জানান, সুজিত মিশ্র নামে এক ব্যক্তি বিজেপির মেম্বারশিপের একটি কপি স্ক্রিনশট করে তাঁর ছেলের মোবাইলে এবং ফেসবুকে পোস্ট করেছে। আমি কিন্তু কখোনই বিজেপিতে নাম লেখাই নি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিষয়টি নিয়ে আমি আইনের দ্বারস্থ হয়েছি৷ এদিন কুদিতে এ বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ব্লক তৃণমূল নেতৃত্বরা। দলের ব্লক তৃণমূল সহ-সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, এটাই বিজেপির প্রকৃত চরিত্র। তাঁরা বেছে বেছে আমাদের দলের সক্রিয় নেতা ও কর্মীদের তাঁদের দলে সদস্য করাচ্ছে। বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তাঁরা এসব করছে। এগরা ১ ব্লক যুব তৃণমূল সভাপতি শান্তনু নায়ক জানিয়েছেন, কখোনও তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে কুৎসা করছে। আবার কখনও আমাদের বিধায়ক তরুণ কুমার মাইতির বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করছে। এটা ছাড়া আর কোন কিছু ইস্যু নেই তাদের কাছে। ছাব্বিশে বিধানসভা ভোটে আবার ২৫০ আসন নিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। বিজেপি বাংলা থেকে মুছে যাবে। তবে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে একেবারে দেরি করেনি গেরুয়া শিবির। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরুপ দাশ জানিয়েছেন, বিজেপির অনেকেই- কেউ অপেনে, আবার কেউ বা গোপনে আমাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছেন। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। সারা দেশে যে কেউ বিজেপির সদস্য হতেই পারে। কারোর হয়তো ভালো লেগেছে তাই তিনি সদস্য হয়েছেন। আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে এগরা বিধানসভায় তৃণমূল হারবে। তাই তারা এসব নাটক করে বেড়াচ্ছে।1
- 🔴🔴 মোহনপুর থেকে সরাসরি সম্প্রচার আলোচনায় মৌলানা আব্দুল বাছিত ছাহেব1
- #রাজশাহী শহর #মোহনপুর রাজশাহী টিভির সাথে সবাই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ1
- Made by BhawnabB-fb6ju1