বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে আচমকা পুলিশি হানা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে পুলিশি হানা। জা নিয়ে রীতিমতো শোরগোল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলি এলাকা।জানা গিয়েছে ২০১৮ সালের পুরোনো একটি মামলায় প্রিয়াঙ্কু পান্ডে কে আজ নোটিশ দিতে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তখনই বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য বাসিন্দাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। এমন কি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো তর্কাতর্কি থেকে পুলিশের সাথে বাসিন্দাদের সাময়িক হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার আধিকারিকরা। খবর পেয়ে দ্রুত প্রিয়াংগু পান্ডের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে নোটিশ দেখতে চান। যদিও সেই নোটিশ দেখাতে পারেনি পুলিশ কর্তারা। অর্জুন সিং বলেন, প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন।
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে আচমকা পুলিশি হানা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে পুলিশি হানা। জা নিয়ে রীতিমতো শোরগোল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলি এলাকা।জানা গিয়েছে ২০১৮ সালের পুরোনো একটি মামলায় প্রিয়াঙ্কু পান্ডে কে আজ নোটিশ দিতে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তখনই বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য বাসিন্দাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। এমন কি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো তর্কাতর্কি থেকে পুলিশের সাথে বাসিন্দাদের সাময়িক হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার আধিকারিকরা। খবর পেয়ে দ্রুত প্রিয়াংগু পান্ডের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে নোটিশ দেখতে চান। যদিও সেই নোটিশ দেখাতে পারেনি পুলিশ কর্তারা। অর্জুন সিং বলেন, প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন।
- তারকেশ্বরের চাঁদুর বন্ধু মিলন সংঘের ১৪ তম ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাজার হাজার মহিলার সমাগম তারকেশ্বরের সাহাপুর ময়দানে #NewsUpdate #Hooghly #Tarakeswar #tdbangla1
- #christmas #fastival at1
- 200+200 watt amplifier 🔥 হুগলী ভগবতী পুর যাচ্ছে 🥰1
- কারাম এনেঃ || দক্ষিণপাড়া, শ্রীরামপুর, জাঙ্গিপাড়া, হুগলী.1
- হুগলী গ্রামীণ জেলা পুলিশের মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী কামনাশীষ সেন, আই পি এস স্যারের নির্দেশে1
- রেকর্ড গড়বে ১৬ তম হুগলী চুঁচুড়া বইমেলা আশাবাদী উদ্যোক্তারা।AMARKOLKATANEWS1
- পাপ ছাড়েনা বাপকে! বড় সাজা ঘোষণা চন্দননগর আদালতের | Hooghly News Update | Bangla News1
- ঘন কুয়াশার জন্য আপাতত বন্ধ গুপ্তিপাড়া -শান্তিপুর ফেরী ও ভেসেল পারাপার1