Shuru
Apke Nagar Ki App…
হুগলি জেলার গোঘাট থানার শ্যামবাজার পঞ্চায়েতের পান্ডু গ্রাম বেনাপুকুর শীতলা প্রাথমিক বিদ্যালয় এর আজকে ছিল নবীন বরণ ও প্রাক্তনীদের বিদায়ী সম্ভাষণ সেখানে দাঁড়িয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন
Chinmoy Pal
হুগলি জেলার গোঘাট থানার শ্যামবাজার পঞ্চায়েতের পান্ডু গ্রাম বেনাপুকুর শীতলা প্রাথমিক বিদ্যালয় এর আজকে ছিল নবীন বরণ ও প্রাক্তনীদের বিদায়ী সম্ভাষণ সেখানে দাঁড়িয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বাঁকুড়া: মমতার ফাইলে কেলেঙ্কারি নিয়ে কি বলছেন বাঁকুড়ার কংগ্রেস নেতা?1
- ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের হরিরামপুরে প্রতীকী পথ অবরোধ হল রবিবারের সন্ধ্যেতে। অবরোধকারীদের থেকে জানা গেছে শনিবার চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে এই অবরোধ। জানা গেছে রবিবার সন্ধ্যায় ঘাটাল ব্লকের সুলতানপুরে ঘাটাল-আরামবাগ রাজ্যসড়কেও টায়ার জ্বালিয়ে পথঅবরোধ বিক্ষোভে সামিল হয় বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির অন্য নেতারা।প্রায় আধঘন্টা চলার পর অবরোধ উঠে স্বাভাবিক হয় যানচলাচল।ছাড়াও দাসপুরের হরিরামপুরে ঘাটাল-মেদিনীপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা।প্রসঙ্গত,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় জনসভা করে ফেরার পথে চন্দ্রকোণা রোডে তার কনভয় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হয় তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের হাতে।এমনই অভিযোগে শুভেন্দু অধিকারী সোজা চলে যান চন্দ্রকোণা রোড পুলিশ ফাঁড়িতে।ফাঁড়ির অফিসার ইন চার্জ অর্থাৎ আইসি র রুমের ভিতরে অবস্থানে বসে পড়েন।দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর লিখিত অভিযোগ জানিয়ে ফিরে যান।3
- ক্ষীরপাই, ঘাটাল ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ড নিয়ে দুই দিনের সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। ৭ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান বিকাশ দাস। মঞ্চটি তৃণমূল নেতা প্রয়াত সুজয় পাত্রের নামে উৎসর্গ করা হয়েছে।1
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড1
- চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে বসে রইলেন ছয় ঘন্টা রাজ্যের বিরোধী দলনেতা , পশ্চিম মেদিনীপুরে1
- চন্দ্রকোনায় কনভয়ে হামলার প্রতিবাদে ডেবরা–বালিচক রাজ্য সড়ক অবরোধ বিজেপির। পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে শনিবার রাতে চন্দ্রকোনায় বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দলদাস পুলিশের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি নিয়ে কনভয়ে হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় ডেবরা–বালিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টি-র নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। বিক্ষোভস্থলে উপস্থিত থেকে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির ডেবরা বিধানসভার কনভেনার কাশীনাথ বোস বলেন, “তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। এমন নিন্দনীয় ঘটনার ভাষা নেই। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” দীর্ঘ সময় ধরে রাজ্য সড়ক অবরোধ করে অবস্থান চলে বিজেপির কর্মী-সমর্থকদের। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অবরোধ তুলে নেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।1
- শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আরামবাগে বিজেপির বিক্ষোভ #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #আরামবাগ #Hooghly #বিজেপি #BJPNEWS #arambagh News Arambagh Town1
- লোকসংস্কৃতি উৎসব ও মেলা ২০২৬, রক্তদান শিবির। রক্ত সংগ্রহ করলেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার। গত ৩রা জানুয়ারি লোকসংস্কৃতি উৎসব ও মেলা শুরু হয়েছিল। মেলাটি ২১ বাৎসর পূর্ণ করল।1
- রাতের অন্ধকারে মাটি কেটে তা পাচারের অভিযোগ তুলে ট্রাক্টর জেসিবি আটকে মাটি কাটা বন্ধ করলো গ্রামবাসীরা। ঘটনা দাসপুর থানার রসুলপুর গ্রামের৷ গ্রামের মাইতি পাড়ায় বৃদ্ধা সন্ধ্যা দাসের সরকারি বাড়ি ভাঙা হচ্ছে এবং সেই বাড়ির সামনের অংশের মাটি কেটে পাচারের অভিযোগ সরাসরি দাসপুর ১ গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। রবিবারের রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। তবে গ্রাম পঞ্চায়েত সদস্যা অর্পিতা আদকের স্বামী তারকনাথ আদকের সাফ জবাব এই মাটি কাটার সমস্ত ছাড়পত্র তাঁর কাছে আছে। যদিও গ্রামবাসীরা আরও জানান নথিপত্র গুলি ২০২৫ সালের নভেম্বর মাসের। তাদের আরও অভিযোগ আগেও এই গ্রামের রাস্তা দিয়ে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে গিয়ে গ্রামের কংক্রিটের রাস্তা ভেঙেছে এই ব্যক্তি।1