সিপাহী জলা জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা করে কথা গুলো বলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। নলছড় কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়া জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা করে মন্ত্রী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন পাঠ্যক্রমে নিজেকে যুক্ত করার আহ্বান রাখেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনার তথা নলছড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জুগিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক দিক দিয়ে তাদের বিকাশ ঘটানো একান্ত প্রয়োজন। তবেই আগামী ৪৭ সালের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ নেয়, তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন কারীদের পুরস্কৃত করা হয়।
সিপাহী জলা জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা করে কথা গুলো বলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। নলছড় কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়া জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা করে মন্ত্রী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন পাঠ্যক্রমে নিজেকে যুক্ত করার আহ্বান রাখেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনার তথা নলছড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জুগিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক দিক দিয়ে তাদের বিকাশ ঘটানো একান্ত প্রয়োজন। তবেই আগামী ৪৭ সালের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ নেয়, তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন কারীদের পুরস্কৃত করা হয়।
- শহরের উপকণ্ঠে নৃশংসভাবে খুন।অভিযুক্ত নেত্রীর ছেলে সহ চারজন।আমতলি থানাধীন বাবুল চৌমুহনীর পশ্চিম দূর্গাপূরের সুব্রত চৌধুরীকে তার বাড়ির সামনে খুন করা হয়।অভিযুক্তদের নাম নিন্টু চক্রবর্তী,শঙ্কু চক্রবর্তী এবং প্রিয়তোষ চৌধুরী।চতুর্থ জনের পরিচয় জানা যায়নি।1
- Post by User16261
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- Post by Bangla news1
- पश्चिम बंगाल मुर्शिदाबाद मे बाबरी मस्जिद - 2 निर्माण स्थल पर पहला जुमा पढ़ा गया , जुमे की नमाज़ मे लगभग 7000 से ज़्यादा लोगो ने हिस्सा लिया , जुमे की नमाज के बाद मुसलमानो ने देश मे शांति और अमन की दुआ मांगी , जुमे की नमाज़ के बाद मस्जिद के निर्माण के लिए लगाई गयी सभी पेटियों मे 1 करोड़ से ज़्यादा चंदा आया, जो अपने आप मे एक रिकॉर्ड है ,1
- just chilled company Kolkata AC fridge washing machine micro oven geyser chimany All Electronics Repair & Home Service WhatsApp & Call Us ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- বিশালগড়ে হুন্ডাই গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৪** বিশালগড় অফিসটিলা এলাকায় একটি হুন্ডাই গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই রাস্তা থেকে ছিটকে পাশের কৃষিজমিতে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে আসা হুন্ডাই গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই যাত্রীবাহী অটোটিকে ধাক্কা মারে বলে জানান তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।1
- বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচালো সালার থানার পুলিশ উদ্ধার হলো ৫ টি তাজা সকেট বোমা1
- প্রতি বছরের মতো এবারও মালদার আইহো ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় শ্রীশ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো আরাধনা হয়ে গেল মহা ধুমধামে। যাকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাকঢোল, পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পুজোয় সামিল হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ অন্যান্যরা।1