logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

RANIGANJ : रानीगंज के दामोदर तट पर उमड़ा भगवा रंग; VHP का भव्य वनभोज और सांगठनिक बैठक संपन्न REPORT : Faizan Siddiqui

5 hrs ago
user_Md faizan
Md faizan
Electrician রানিগঞ্জ, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
5 hrs ago

RANIGANJ : रानीगंज के दामोदर तट पर उमड़ा भगवा रंग; VHP का भव्य वनभोज और सांगठनिक बैठक संपन्न REPORT : Faizan Siddiqui

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • চতুর্থ বারের জন্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। সাধারণ মানুষকে আহ্বান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর। বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে রবিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে জনসভা হয় তৃণমূলের। সেই জনসভায় যোগদান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় প্রমূখ। বিজেপিকে নিশানা করে মমতা বালা ঠাকুর বলেন,"মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। যখন দেশভাগ হয়েছিল তখন আইনে বলা হয়নি যে ওই দেশ থেকে এই দেশে আসা যাবেনা। তখন আইন ছিল আপনারা ধীরে ধীরে আসুন। ২০১৪ সাল পর্যন্ত যে সরকার ছিল তারা কোন ক্ষতি করেনি। কিন্তু ২০১৪ সালের পর যে সরকার রয়েছে সরকার একটার পর একটা আইন করছে। সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলছে। সংবিধানের লেখা নেই যে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের বঞ্চিত করে দেওয়া হোক। কিন্তু এই সরকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শান্তনু ঠাকুর টাকা নিয়ে সিএএ ফর্ম দিয়েছিল মতুয়া কার্ড দিয়েছিল সেই এখন বলছে ১ লক্ষ ভোট কেটে গেলেও আমার কোন কিছু এসে যায় না। ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের কেউ বিবেচনা করতে হবে তাদের পাশে কে রয়েছে। সেই জন্যই আমাদের হাত শক্ত করতে হবে।"পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,"২০১৯ সালে কেন্দ্রীয় সরকার বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই সব ভুয়ো। যাদের ভোট পেয়ে শান্তনু ঠাকুর সাংসদ হলেন মন্ত্রী হলেন সেই শান্তনু ঠাকুর বলছেন তিনি বৈধ আর বাকিরা অবৈধ।"
    1
    চতুর্থ বারের জন্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। সাধারণ মানুষকে আহ্বান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর। বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে রবিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে জনসভা হয় তৃণমূলের। সেই জনসভায় যোগদান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় প্রমূখ। বিজেপিকে নিশানা করে মমতা বালা ঠাকুর বলেন,"মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। যখন দেশভাগ হয়েছিল তখন আইনে বলা হয়নি যে ওই দেশ থেকে এই দেশে আসা যাবেনা। তখন আইন ছিল আপনারা ধীরে ধীরে আসুন। ২০১৪ সাল পর্যন্ত যে সরকার ছিল তারা কোন ক্ষতি করেনি। কিন্তু ২০১৪ সালের পর যে সরকার রয়েছে সরকার একটার পর একটা আইন করছে। সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলছে। সংবিধানের লেখা নেই যে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের বঞ্চিত করে দেওয়া হোক। কিন্তু এই সরকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শান্তনু ঠাকুর টাকা নিয়ে সিএএ ফর্ম দিয়েছিল মতুয়া কার্ড দিয়েছিল সেই এখন বলছে ১ লক্ষ ভোট কেটে গেলেও আমার কোন কিছু এসে যায় না। ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের কেউ বিবেচনা করতে হবে তাদের পাশে কে রয়েছে। সেই জন্যই আমাদের হাত শক্ত করতে হবে।"পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,"২০১৯ সালে কেন্দ্রীয় সরকার বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই সব ভুয়ো। যাদের ভোট পেয়ে শান্তনু ঠাকুর সাংসদ হলেন মন্ত্রী হলেন সেই শান্তনু ঠাকুর বলছেন তিনি বৈধ আর বাকিরা অবৈধ।"
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • স্বেচ্ছায় রক্তদানে মানবতার নজির,পাড়া থানার দুবড়া তিরংগা ক্লাবের উদ্যোগে শিবির
    1
    স্বেচ্ছায় রক্তদানে মানবতার নজির,পাড়া থানার দুবড়া তিরংগা ক্লাবের উদ্যোগে শিবির
    user_Bidyut Mallik
    Bidyut Mallik
    Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • বাঁকুড়া: মমতার ফাইলে কেলেঙ্কারি নিয়ে কি বলছেন বাঁকুড়ার কংগ্রেস নেতা?
    1
    বাঁকুড়া: মমতার ফাইলে কেলেঙ্কারি নিয়ে কি বলছেন বাঁকুড়ার কংগ্রেস নেতা?
    user_Reporter Inamul Bhuinya
    Reporter Inamul Bhuinya
    Reporter জয়পুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • দিল্লিতে একটি অনুষ্ঠানে পুরুলিয়া আর পি এফ পোষ্টের অফিসার রেল সেবা পুরস্কার পেলেন রেল মন্ত্রীর হাত থেকে, গর্বিত আর পি এফ পোষ্ট পুরুলিয়া।
    1
    দিল্লিতে একটি অনুষ্ঠানে পুরুলিয়া আর পি এফ পোষ্টের অফিসার রেল সেবা পুরস্কার পেলেন রেল মন্ত্রীর হাত থেকে, গর্বিত আর পি এফ পোষ্ট পুরুলিয়া।
    user_Madhu sudan deogharia Deogharia
    Madhu sudan deogharia Deogharia
    Journalist পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • কোতুলপুর: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে কোতুলপুরে সিপিআই(এম)-এর উদ্যোগে ‘বাংলা বাঁচাও’ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। দলীয় নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করা হচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি। মিছিল থেকে ‘বাংলা বাঁচাও’ সহ বিভিন্ন স্লোগান ওঠে। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
    1
    কোতুলপুর: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে কোতুলপুরে সিপিআই(এম)-এর উদ্যোগে ‘বাংলা বাঁচাও’ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
দলীয় নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করা হচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি। মিছিল থেকে ‘বাংলা বাঁচাও’ সহ বিভিন্ন স্লোগান ওঠে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
    user_Koushik Ghosh Reporter
    Koushik Ghosh Reporter
    Journalist কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • রবিবার হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর রামপুরহাট স্টেশন এবং সংলগ্ন এলাকা পরিদর্শন যেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন নতুন রেল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং স্টেশনের সামগ্রিক পরিকাঠামো, বিশেষত তারাপীঠের তীর্থযাত্রীদের সুবিধার বিষয়গুলি পর্যবেক্ষণ করেন, যা স্টেশনটিকে একটি গুরুত্বপূর্ণ জংশন হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে
    1
    রবিবার হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর রামপুরহাট স্টেশন এবং সংলগ্ন এলাকা পরিদর্শন যেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন নতুন রেল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং স্টেশনের সামগ্রিক পরিকাঠামো, বিশেষত তারাপীঠের তীর্থযাত্রীদের সুবিধার বিষয়গুলি পর্যবেক্ষণ করেন, যা স্টেশনটিকে একটি গুরুত্বপূর্ণ জংশন হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে
    user_LOCAL VOICE
    LOCAL VOICE
    Journalist Rampurhat - I, Birbhum•
    3 hrs ago
  • স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
    1
    স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
    user_S kumar
    S kumar
    Photographer বারাবনি, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • প্রস্তুতি তুঙ্গে। পাড়ায় পাড়ায় চলছে প্রচার। সোশ্যাল মিডিয়াতেও ঊর্ধ্ব গগনে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগদানের আমন্ত্রণ। কিন্তু শেষ মুহূর্তে বিজেপির তরফ থেকে ঘোষণা দুর্গাপুরের ধান্ডাবাগ বাগানপাড়ায় বাতিল পরিবর্তন সংকল্প সভা। যাকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এই এলাকায় ১৩ই জানুয়ারি এই কর্মসূচি হওয়ার কথা ছিল বিজেপির। মাঠের চতুর্দিকে দলীয় পতাকা বাধা হয়েছে। গেরুয়া রঙের কাপড় দিয়ে ঘেরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছিল মাঠ। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ১২ এবং ১৩তারিখ বিজেপির রাজ্য সভাপতি দিল্লিতে যাচ্ছেন। যেহেতু তিনি থাকতে পারবেন না সেই জন্য এই সভা আপাতত স্থগিত করা হয়েছে। কিছুদিন পরে আবার এই সভা করা হবে। কটাক্ষ করে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জী বলেন,"বিজেপি বুঝতে পেরেছে তাদের দলের লোক হবে না। সেই জন্য শেষে আমাদের দলীয় পতাকা ড্রেনে ফেলে দিয়েছিল। আর শেষ মুহূর্তে তাদের কর্মসূচিও বাতিল করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছেনা। তারই প্রতিফলন হয়তো এই সভা বাতিল।"
    1
    প্রস্তুতি তুঙ্গে। পাড়ায় পাড়ায় চলছে প্রচার। সোশ্যাল মিডিয়াতেও ঊর্ধ্ব গগনে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগদানের আমন্ত্রণ। কিন্তু শেষ মুহূর্তে বিজেপির তরফ থেকে ঘোষণা দুর্গাপুরের ধান্ডাবাগ বাগানপাড়ায় বাতিল পরিবর্তন সংকল্প সভা। যাকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এই এলাকায় ১৩ই জানুয়ারি এই কর্মসূচি হওয়ার কথা ছিল বিজেপির। মাঠের চতুর্দিকে দলীয় পতাকা বাধা হয়েছে। গেরুয়া রঙের কাপড় দিয়ে ঘেরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছিল মাঠ। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
১২ এবং ১৩তারিখ বিজেপির রাজ্য সভাপতি দিল্লিতে যাচ্ছেন। যেহেতু তিনি থাকতে পারবেন না সেই জন্য এই সভা আপাতত স্থগিত করা হয়েছে। কিছুদিন পরে আবার এই সভা করা হবে। কটাক্ষ করে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জী বলেন,"বিজেপি বুঝতে পেরেছে তাদের দলের লোক হবে না। সেই জন্য শেষে আমাদের দলীয় পতাকা ড্রেনে ফেলে দিয়েছিল। আর শেষ মুহূর্তে তাদের কর্মসূচিও বাতিল করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছেনা। তারই প্রতিফলন হয়তো এই সভা বাতিল।"
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • পুরুলিয়া ২নম্বার ব্লকে গোলামারা অঞ্চলের নব নিযুক্ত অঞ্চল সভাপতি ও দুই সহ সভাপতিকে সম্মর্দ্ধনা দিলো অঞ্চলের কর্মী সমর্থকেরা, সকলকে একসাথে নিয়ে কাজ করার অঙ্গীকার।
    1
    পুরুলিয়া ২নম্বার ব্লকে গোলামারা অঞ্চলের নব নিযুক্ত অঞ্চল সভাপতি ও দুই সহ সভাপতিকে সম্মর্দ্ধনা দিলো অঞ্চলের কর্মী সমর্থকেরা, সকলকে একসাথে নিয়ে কাজ করার অঙ্গীকার।
    user_Madhu sudan deogharia Deogharia
    Madhu sudan deogharia Deogharia
    Journalist পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.