Shuru
Apke Nagar Ki App…
নেশার টাকার জন্য সাইকেল চুরি : শ্রীঘরের বদলে যুবককে নেশা মুক্তি কেন্দ্রে পাঠালো ভরতপুর থানা
রাঢ় বাংলা
নেশার টাকার জন্য সাইকেল চুরি : শ্রীঘরের বদলে যুবককে নেশা মুক্তি কেন্দ্রে পাঠালো ভরতপুর থানা
More news from Maldah and nearby areas
- ভারত সরকার সংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় গাজোলে আজ থেকে শুরু হয়ে গেল ৪৯ তম বিষান নাট্য মেলা 2025-26. পাঁচ দিন ধরে চলবে এই নাট্যমেলা.গাজোলে বিষান নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজোল পরিক্রমা করা হয়। নাটকের জন্য হাটুন। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে নাট্যপ্রেমীরা অংশগ্রহণ করেছিলেন।উপস্থিত ছিলেন নাট্য মেলার উদ্বোধক রাজ্য অ্যাকাডেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, বিষান নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গদাধর রায়,সভাপতি প্রদ্যুৎ নারায়ন সরকার,কলকাতা ও আলিপুর দুয়ারের নাট্যকর্মীরা ও পরিচালকরা এই বর্ণনাটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।আজ থেকে বিশাল নাট্য সংস্থার মূল মঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি সারা গাজোল পরিক্রমা করে নাট্য মেলা প্রাঙ্গণে শেষ হয়।1
- ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোমুখপোতা উত্তর বুথে মহিলা বুথ তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন গোমুকপোতা এলাকায়। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ গোমুকপোতা এলাকায় রাজ্যের উন্নয়ন মুখী প্রকল্পের কতা তুলে ধরে মহিলা তৃনমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় এলাকায়।1
- কুনাল ঘোষকে এ কী বললেন হুমায়ুন কবির!!1
- All electronics repair Call & WhatsApp ☎️8️⃣8️⃣2️⃣7️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল BJP র তরফ থেকে এক নম্বর মন্ডলের BJP সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে অটল বিহারী বাজপাইজি র জন্মদিন পালন এবং সুশাসন দিবস পালিত হল, বারুইপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের শহীদ বেদীতে।1
- তুলসী পূজন করলেন বিধায়ক অশোক কুমার লাহিড়ী কামারপাড়ায়।1
- মতুয়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হছে, ভারত বাংলাদেশ সিমান্ত বর্ত্তি গ্রাম মতুয়া মহা সংঘে ধর্মীয় গান ও হরিচাঁদ ও গুরুচাঁদ এর পুজো অর্চনা চলে। মালদহের, বামনগোলা ব্লকে চাঁদপুর অঞ্চলে রাঙামাটি এলাকায় মতুয়া সংগের ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের যে অত্যাচারের শিকার হয়েছে দিপু দাস, সহ পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে এক হওয়া কথা তুলে ধরেন।এই অনুষ্ঠানে বামন গোলা চাঁদপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়।1
- মহাবালা স্পাইরিং ক্লাবের উদ্যোগে পল্লী সংস্কৃতি উৎসব ও মিলন মেলার আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহাবালা এলাকায়। আজ বিকেল ৫ টা নাগাদ এই মেলায় উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল সভাপতি সূর্যকান্ত দলুই এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।1
- সদ্য ঠান্ডা কোম্পানি কলকাতার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন গিজার চিমনি সকল ইলেকট্রনিক্স মেরামত ও হোম সার্ভিস হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের কল করুন ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1