সম্পুর্ন বিনা খরচে এম্বুলেন্স চলবে নিউটাউনে লোক দেখানো অনেক সমাজসেবা হয়ে থাকে। এবার অন্য চিত্র দেখল নিউটাউনের মানুষ। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের লস্করাইটে ঝাচকচকে একটা অনুষ্ঠান। রাস্তার ধারে শারি দিয়ে কম্বল স্টল করা হয়েছে, সাধারণ মানুষ সহজে এখান থেকে কম্বল নিতে পারে। অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে, কিন্তু এই এম্বুলেন্স এর কোনো ভাড়াই লাগবে না। সব কিছু দায়িত্ব নিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলি লস্কর। একই সঙ্গে রক্তদান শিবিরের শয়ে শয়ে মানুষ রক্তদান করেছেন। হাজার হাজার মানুষের খিচুড়ি বিতরণ। বাহারের কর্মসূচি দেখে বিধায়ক তাপস চ্যাটার্জি তো আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন এখান থেকেও অনেক কিছু শিখলেন,ফ্রিতে অ্যাম্বুলেন্স চালানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাহার যে দায়িত্ব নিয়েছে তাকে আমি কুর্নিশ জানাই,পাশে থাকব। পাশাপাশি যেভাবে কম্বল বিতরণ করা হচ্ছে এক অসাধারণ পন্থা। স্টল করে এত মানুষকে কম্বল দেওয়া অভিনবত্ব আছে এর মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, মন্ত্রী রথীন ঘোষ, দেবরাজ চক্রবর্তী , সুদীপ রাহা, প্রবীর কর, ডাম্পি মন্ডল, আফতাব উদ্দিন,আরাত্রিকা ভট্টাচার্য, রহিমাবিবি সকলেই বাহারের প্রশংসায় পঞ্চমুখ। মন্ত্রী সুজিত বোস আসতে না পারলেও অডিও বার্তায় বাহারকে শুভেচ্ছা জানান।
সম্পুর্ন বিনা খরচে এম্বুলেন্স চলবে নিউটাউনে লোক দেখানো অনেক সমাজসেবা হয়ে থাকে। এবার অন্য চিত্র দেখল নিউটাউনের মানুষ। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের লস্করাইটে ঝাচকচকে একটা অনুষ্ঠান। রাস্তার ধারে শারি দিয়ে কম্বল স্টল করা হয়েছে, সাধারণ মানুষ সহজে এখান থেকে কম্বল নিতে পারে। অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে, কিন্তু এই এম্বুলেন্স এর কোনো ভাড়াই লাগবে না। সব কিছু দায়িত্ব নিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলি লস্কর। একই সঙ্গে রক্তদান শিবিরের শয়ে শয়ে মানুষ রক্তদান করেছেন। হাজার হাজার মানুষের খিচুড়ি বিতরণ। বাহারের কর্মসূচি দেখে বিধায়ক তাপস চ্যাটার্জি তো আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন এখান থেকেও অনেক কিছু শিখলেন,ফ্রিতে অ্যাম্বুলেন্স চালানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাহার যে দায়িত্ব নিয়েছে তাকে আমি কুর্নিশ জানাই,পাশে থাকব। পাশাপাশি যেভাবে কম্বল বিতরণ করা হচ্ছে এক অসাধারণ পন্থা। স্টল করে এত মানুষকে কম্বল দেওয়া অভিনবত্ব আছে এর মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, মন্ত্রী রথীন ঘোষ, দেবরাজ চক্রবর্তী , সুদীপ রাহা, প্রবীর কর, ডাম্পি মন্ডল, আফতাব উদ্দিন,আরাত্রিকা ভট্টাচার্য, রহিমাবিবি সকলেই বাহারের প্রশংসায় পঞ্চমুখ। মন্ত্রী সুজিত বোস আসতে না পারলেও অডিও বার্তায় বাহারকে শুভেচ্ছা জানান।