Shuru
Apke Nagar Ki App…
নিউ টাউনে শাপুর্জির সামনে শুরু হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা। শীতের মরশুমে বাংলায় শুরু হয়ে গেল পৌষ মেলা। নিউটাউনে শাপূর্জিতে শুরু হয়ে গেল বিরাট পৌষ মেলা ও স্বাস্থ্য মেলা আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবী তপন মন্ডল। আপনি যদি বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা পেতে চান তাহলে আজই চলে আসুন নিউটাউনে স্বাস্থ্য মেলাতে সকলকে আহবান জানালেন তপন মন্ডল।
KHABOR EKON
নিউ টাউনে শাপুর্জির সামনে শুরু হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা। শীতের মরশুমে বাংলায় শুরু হয়ে গেল পৌষ মেলা। নিউটাউনে শাপূর্জিতে শুরু হয়ে গেল বিরাট পৌষ মেলা ও স্বাস্থ্য মেলা আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবী তপন মন্ডল। আপনি যদি বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা পেতে চান তাহলে আজই চলে আসুন নিউটাউনে স্বাস্থ্য মেলাতে সকলকে আহবান জানালেন তপন মন্ডল।
More news from West Bengal and nearby areas
- IPACK অফিসে ED হানার প্রতিবাদে রাজারহাটে নিউটাউনে শহর তৃণমূল কংগ্রেস তৃণমূলের মিছিল।1
- আই প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেইড চলাকালীন হঠাৎ ঢুকলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকলেন। বেরোলেন সবুজ ফাইল নিয়ে। বললেন, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নথিপত্র লুঠ করার চেষ্টা করছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।1
- Safe drive, save life1
- তৃণমূল কংগ্রেসের একাধিক প্রতিবাদ মিছিল মতিয়ার রহমান,উলুবেড়িয়া বৃহস্পতিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসা মূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে একই বিষয়ে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, সহসভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, সুদীপ কুমার বেরা,প্রমুখ। একই ভাবে বাগনান, আমতা সহ একাধিক কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল।2
- ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও তার বাড়িতে ইডি হানার প্রতিবাদে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নৈহাটিতে। নৈহাটি অরবিন্দ রোডে বড়মার মন্দিরের সামনে থেকে শুরু করে এই মিছিল শেষ হয় নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড়ে।3
- বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার তরফে আজ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাদুড়িয়া থানা তে। এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার SP হোসেন মেহেদী রহমান সহ অ্যাডিশনাল SP, SDPO বাদুড়িয়া, CI স্বরূপনগর সহ বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল পরামানিক। সকলের উপস্থিতিতে বাদুড়িয়া থানা চত্বর এলাকা থেকে প্রায় ১০০ গরিব দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়, বসিরহাট পুলিশ জেলার তরফে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ গরিব দুঃস্থ মানুষ।1
- আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির প্রতিবাদে বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগান দেওয়া হয়।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও, তৃণমূলকে ইডি ও সিবিআই দিয়ে রোখা যায়নি যাবেনা সহ বিভিন্ন শ্লোগান তোলেন তৃণমূল নেতা কর্মী সমর্থকরা।👇👇👇1
- মমতা ব্যানার্জিকে বাংলার বাঘিনীর মতো কাজ করেছেন। বললেন তৃণমূল নেতা তপন মন্ডল IPACK দপ্তরের ED, CD হামলার পর ।1