নেশাবিরোধী অভিযানে ফের সাফল্যঅর্জন করলো রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় লোকজনেরা। রাজ্যসরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়েপরছে শান্তির বাজার থানার পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিকে নেশাকারবারীদের সমস্ত বিবরন জানানোর পরেও নেশাবিরোধী অভিযানে তিনি অনিহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। অবশেষে পুলিশের উপর আস্থাহারিয়ে রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশাবিরোধী অভিযানে নামেন। এলাকার স্থানীয় লোকজনেরা একজোটহয়ে নেশাবিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন। কমিটির নামাকরন করাহয় মহিলা একসান কমিটি। এইকমিটি গঠনকরার কিছুসময়েরমধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশকিছু নেশাবিরোধী অভিযানে সাফল্যঅর্জন করে স্থানীয় লোকজনেরা। এরইমধ্যে বুধবার বীরচন্দ্র নগর এলাকায় অটোচালক রাজু দেবনাথের বাড়ীতে নেশাবিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। এইঅভিযানে প্রচুর পরিমানে নেশাসামগ্রী উদ্ধার করাহয়। নেশাসেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর নেশাকারবারীদের কাছথেকে নেশাসামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা। এইসকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ঘটনার সাথে জরিতদের আটক করতে অক্ষম পুলিশ। পুলিশের এইধরনের কার্যকলাপে দিনির পর দিন পুলিশের উপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা। সকলে চাইছে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার পরিবর্তে অন্য একজন সৎ পুলিশ আধিকারিককে শান্তির বাজারে নিয়েআসাহোক। যাতেকরে রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীতকরে নেশামুক্ত ত্রিপুরা গঠনকরাযায়। এখন দেখারবিষয় রাজ্যসরকার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এইবিষয়ে কিপ্রকার পদক্ষেপগ্রহনকরে।
নেশাবিরোধী অভিযানে ফের সাফল্যঅর্জন করলো রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় লোকজনেরা। রাজ্যসরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়েপরছে শান্তির বাজার থানার পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিকে নেশাকারবারীদের সমস্ত বিবরন জানানোর পরেও নেশাবিরোধী অভিযানে তিনি অনিহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। অবশেষে পুলিশের উপর আস্থাহারিয়ে রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশাবিরোধী অভিযানে নামেন। এলাকার স্থানীয় লোকজনেরা একজোটহয়ে নেশাবিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন। কমিটির নামাকরন করাহয় মহিলা একসান কমিটি। এইকমিটি গঠনকরার কিছুসময়েরমধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশকিছু নেশাবিরোধী অভিযানে সাফল্যঅর্জন করে স্থানীয় লোকজনেরা। এরইমধ্যে বুধবার বীরচন্দ্র নগর এলাকায় অটোচালক রাজু দেবনাথের বাড়ীতে নেশাবিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। এইঅভিযানে প্রচুর পরিমানে নেশাসামগ্রী উদ্ধার করাহয়। নেশাসেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর নেশাকারবারীদের কাছথেকে নেশাসামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা। এইসকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ঘটনার সাথে জরিতদের আটক করতে অক্ষম পুলিশ। পুলিশের এইধরনের কার্যকলাপে দিনির পর দিন পুলিশের উপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা। সকলে চাইছে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার পরিবর্তে অন্য একজন সৎ পুলিশ আধিকারিককে শান্তির বাজারে নিয়েআসাহোক। যাতেকরে রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীতকরে নেশামুক্ত ত্রিপুরা গঠনকরাযায়। এখন দেখারবিষয় রাজ্যসরকার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এইবিষয়ে কিপ্রকার পদক্ষেপগ্রহনকরে।
- ভিডিওটিতে গলার আওয়াজ গুলি কার কার❓ চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন 🙏🙏🙏🙏1
- বিভিন্ন দল ত্যাগ করে ১৬ পরিবারে 108 ভোটার Tipra Motha দলে যোগদান করে গন্ধাছড়া গঙ্গানগর এলাকায়1
- বিশালগড় পূর্ব লক্ষীবিলে দুই সর্পের মিলনের দৃশ্য দেখতে স্থানীয়দের ভীড়।1
- দুই সাপের লড়া*ই ঘিরে পূজার্চনা বিশালগড় পূর্ব লক্ষ্মী বিল পালপাড়া এলাকায় সুব্রত পালের বাড়িতে1
- দুই সাপের লড়াই!ঘটনা বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল পালপাড়া এলাকায়।1
- বিশালগড় পূর্ব লক্ষীবিল পালপাড়া এলাকার বাসিন্দা সুব্রত পালের বাড়িতে দুই সর্পের এড়িয়া দখলের লড়াই1
- দুই সাপের লড়াই ঘটনা বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল পালপাড়া এলাকায়।1
- চিকনছড়ায় বৈশাখী মেলায় ভীষণ অবস্থা ❗1