Shuru
Apke Nagar Ki App…
BD
Biswagit Das
More news from Sepahijala and nearby areas
- নেশাখোর যুবকের দ্বারা ধারালো দায়ের কোপে আহত স্কুল পড়ুয়া এক যুবক।আহত যুবকের নাম দেবরাজ দেবনাথ।ঘটনা শুক্রবার সকালবেলায় মোহনপুর জগৎপুর এলাকার গোবর্ধন পাড়ায়।লোকজনদের গণপ্রহারে আহত হন দীপক সূত্রধর নামের ঐ নেশাখোর যুবকটিও।দায়ের কোপে আহত দেবরাজ দেবনাথ দ্বাদশ শ্রেণীর ছাত্র।জানা যায় তার প্রতিবেশী দীপক সূত্রধর নামের নেশাখোর যুবকটি প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় তাদের পরিবারকে গালিগালাজ করে থাকেন।শুক্রবার দিন সকালেও সে নেশাগ্রস্ত অবস্থায় বকাবকি করতে থাকলে দেবরাজ দেবনাথ ও তার মা আলপনা দেবনাথ ঘর থেকে বের হয়ে আসলে দীপক ধারালো দা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে যান এবং মা ও ছেলেকে আঘাত করেন।দেবরাজ দেবনাথের কাঁধে এবং হাতে দায়ের কোপ লাগে।আহত হয় তার মা আলপনা দেবনাথও।স্থানীয়রা ছুটে এসে হামলাকারী নেশাগ্রস্ত দীপককে আটকে গণ ধোলাই দেন।পরবর্তীতে স্থানীয়রা উভয়কেই আহত অবস্থায় নিয়ে আসে মোহনপুর কমিউনিটি হেলথ্ সেন্টারে।খবর পেয়ে ছুটে আসেন সিধাই থানার পুলিশ টিম।দীপক সূত্রধর সবসময় নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় তান্ডব চালায় বলে অভিযোগ রয়েছে।সিধাই থানার পুলিশ দীপক সূত্রধর কে আটক করেছে।1
- আমার এই ভিডিও পোস্ট টি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে জাবেন। এবং আপনার মোবাইল থেকে ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জয় গীতা পাঠ ।🙏1
- Post by Artist Satyam2
- just chilled company Kolkata AC fridge washing machine micro oven geyser chimany All Electronics Repair & Home Service WhatsApp & Call 📞 8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- ভাগীরথী নদীর বুকে মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন ভরতপুরের পল্লীশ্রী গ্রামের যুবক1
- বিধায়ক হুমায়ন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে বললেন ফিরহাদ হাকিম1
- বিশ্রামগঞ্জ থানার অভিযানে ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস ধারাবাহিকভাবে চলছে বিশ্রামগঞ্জ থানার গাঁজা ধ্বংস অভিযান। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় গাঁজা বাগান ধ্বংস অভিযান। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা' র নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে গাঁজা বাগান ধ্বংস যজ্ঞ শুরু হয়। পুলিশের সঙ্গে ছিল একাদশ বেটেলিয়ানের টিএস আর জোয়ানরা। বৃহস্পতিবার সকালে প্রথমেই পুলিশ এবং টিএসআর হানা দেয় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লাঠিয়াছড়া ভিলেজ কমিটির দশমুখো এলাকায়। এই এলাকার উঁচু টিলাভূমির উপরে গভীর জঙ্গলের মধ্যে বন দপ্তরের জায়গায় গাঁজা চাষিরা গড়ে তুলে বিশাল বড় গাঁজা বাগান। সমস্ত গাঁজা গাছগুলো পরিণত হয়ে গিয়েছিল। আর অল্প কয়দিন সময় পেলে চাষিরা ফসল ঘরে তুলতে পারতো। এরই মধ্যে হানা দেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর। এরপর পুলিশ হানা দেয় জম্পুইজলা ব্লকের দয়ারামপাড়া ভিলেজ এলাকায়। এই এলাকার গভীর জঙ্গলে বনদপ্তর এর বিশাল জায়গায় গাঁজা চাষ করে চাষিরা। পুলিশ এবং টিএসআর সমস্ত গাঁজা বাগান ধ্বংস করে দেয়। এরপর পুলিশ এবং টিএসআর হানা দেয় লাঠিয়া ছড়া ভিলেজের অশোক কলোনি এলাকার গভীর জঙ্গলে। সেখানেও বন দপ্তরের বেশ কয়েকটি প্লটে গাঁজা বাগান ধ্বংস করে পুলিশ এবং টিএসআর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছেন। তিনি ত্রিপুরাকে নেশা মুক্ত করতে চাইছেন। তিনি ড্রাগ ফ্রি ত্রিপুরার স্বপ্ন দেখেন। এই নেশা মুক্ত অভিযানের অঙ্গ হিসেবে প্রতিদিন আমরা অবৈধ গাঁজা বাগান ধ্বংস করে চলেছি। আজকে বন দপ্তরের সাতটি প্লটে প্রায় ৮০ হাজার পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬০ লক্ষ টাকার উপরে হবে। অবৈধ গাঁজা চাষ না করে ফল এবং সবজি চাষ করে অর্থনৈতিকভাবে স্বয়ম্বর হওয়ার জন্য গাঁজা চাষীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তবে তিনি আরো জানিয়েছেন আগামী দিনেও তাদের এই অভিযান ধারাবাহিকভাবে জারি থাকবে। কোনভাবেই অবৈধ গাঁজা চাষ বিশ্রামগঞ্জ থানা এলাকার কোথাও করা যাবেনা বলে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। বিশ্রামগঞ্জ থানা পুলিশের ধারাবাহিকভাবে গাঁজা ধ্বংস অভিযানে গাঁজা চাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা গাঁজা সুরক্ষা কমিটির নামে গাজা বাগান রক্ষার অনবরত চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বলে সূত্র মারফত খবর।1
- Post by Artist Satyam4
- 6.fuka1