চরিলামস্থিত লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে 2025-26 শিক্ষা বর্ষের চরিলাম আনন্দমার্গ প্রাইমারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ে গেল। নাচ, গান, আর্ট,হ্যান্ড রাইটিং, শর্ট স্পিচ,রাইমস, আনন্দবানী,শ্লোক, জোকস ইত্যাদি বিভিন্ন বিভাগে স্কুলের 11 টি ক্লাসের অসংখ্য ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। গত কয়েকদিন ধরে স্কুলের মধ্যেই সেই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়ে গেছে। যারা বেস্ট 3 হয়েছে তাদেরকে আজ মঞ্চে পারফরমেন্স করার সুযোগ দেওয়া হয়েছে ও পুরস্কৃত করা হয়েছে। গত সপ্তাহখানেক ধরে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এজন্য সকল শিক্ষক শিক্ষিকা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন স্কুলের চেয়ারম্যান শ্রী চন্দন দেবনাথ। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কাজকর্মে জোর দেওয়া হচ্ছে আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রা ও আমন্ত্রিত শিল্পীদের গান ও দলগত নৃত্য গুলি ছিল মনোরঞ্জনের কেন্দ্রবিন্দু। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি মনোরঞ্জনের জন্য ছিল জাদু প্রদর্শনের ব্যবস্থা।
চরিলামস্থিত লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে 2025-26 শিক্ষা বর্ষের চরিলাম আনন্দমার্গ প্রাইমারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ে গেল। নাচ, গান, আর্ট,হ্যান্ড রাইটিং, শর্ট স্পিচ,রাইমস, আনন্দবানী,শ্লোক, জোকস ইত্যাদি বিভিন্ন বিভাগে স্কুলের 11 টি ক্লাসের অসংখ্য ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। গত কয়েকদিন ধরে স্কুলের মধ্যেই সেই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়ে গেছে। যারা বেস্ট 3 হয়েছে তাদেরকে আজ মঞ্চে পারফরমেন্স করার সুযোগ দেওয়া হয়েছে ও পুরস্কৃত করা হয়েছে। গত সপ্তাহখানেক ধরে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এজন্য সকল শিক্ষক শিক্ষিকা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন স্কুলের চেয়ারম্যান শ্রী চন্দন দেবনাথ। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কাজকর্মে জোর দেওয়া হচ্ছে আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রা ও আমন্ত্রিত শিল্পীদের গান ও দলগত নৃত্য গুলি ছিল মনোরঞ্জনের কেন্দ্রবিন্দু। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি মনোরঞ্জনের জন্য ছিল জাদু প্রদর্শনের ব্যবস্থা।
- TTAADC Haphang ni Wngwi haste having ni lokurok no Bisi kwtal ni Kha Kaham tei hambai yaphar kha1
- Post by Gouranga Majumder1
- Post by Tjfjfdhfg1
- হ্যাপী নিউ ইয়ার মেসেজ ক্লিক করলেই বিপদ হতে পারে ফোন থেকেই একাউন্টের সমস্ত টাকা গায়েব হতে পারে ইয়ার টি আন হ্যাপী হতে পারে ভয়ংকর হোয়াটসঅ্যাপ স্ক্যাম সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন প্রতিবেদন টি পুরোটা দেখুন নতুন বছর শুরুর আগে শুরু পাবলিক নিউজ কতৃক জনস্বার্থে প্রচারিত রিপোর্টর চিরঞ্জীব চ্যাটার্জি1
- ২০০২ এ ভোটার লিস্টের নাম না হয় এক প্রতিবন্ধীর পরিবার হেয়ারিং এ ডাক পেলেন নাকাশিপাড়া বিডিও অফিসে1
- কাঁচরাপাড়া অন্নকূট উৎসব থেকে বিশেষ ঘোষণা করলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ....2
- “এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র” — শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা চাঁপদানির বিধায়ক আরিন্দম গুইন1
- Post by Gouranga Majumder1