তেহট্টের বালিউড়ায় সিপিআইএমের দলীয় কার্যালয় উদ্বোধন, একাধিক দাবিতে পথসভা lতেহট্টের বালিউড়ায় সিপিআইএমের উদ্যোগে দলীয় কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি একাধিক দাবিতে পথসভার আয়োজন করা হয়। তেহট্ট দক্ষিণ এশিয়া কমিটির সদস্যদের উদ্যোগে ‘কমরেড সাহাবুদ্দিন মন্ডল স্মৃতি ভবন’ নামে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় এদিন। কার্যালয় উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় পথসভা। সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য— কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেললাইন স্থাপন, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমির সঠিক চিহ্নিতকরণ, সারের কালোবাজারি বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য কমিটির সদস্য কলতান দাসগুপ্ত সহ দলের একাধিক নেতা-কর্মী। প্রথমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়, এরপর পথসভার মাধ্যমে বিভিন্ন দাবি তোলা হয়।
তেহট্টের বালিউড়ায় সিপিআইএমের দলীয় কার্যালয় উদ্বোধন, একাধিক দাবিতে পথসভা lতেহট্টের বালিউড়ায় সিপিআইএমের উদ্যোগে দলীয় কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি একাধিক দাবিতে পথসভার আয়োজন করা হয়। তেহট্ট দক্ষিণ এশিয়া কমিটির সদস্যদের উদ্যোগে ‘কমরেড সাহাবুদ্দিন মন্ডল স্মৃতি ভবন’ নামে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় এদিন। কার্যালয় উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় পথসভা। সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য— কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেললাইন স্থাপন, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমির সঠিক চিহ্নিতকরণ, সারের কালোবাজারি বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য কমিটির সদস্য কলতান দাসগুপ্ত সহ দলের একাধিক নেতা-কর্মী। প্রথমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়, এরপর পথসভার মাধ্যমে বিভিন্ন দাবি তোলা হয়।
- ব্রিগেড সভা নিয়ে অপূর্ব সরকার এর মন্তব্য পালটা জবাব দিলেন হুমায়ন কবির1
- Post by Jayanta Biswas1
- সাত দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সোনাফি : মেয়েকে ফিরে পেতে অসহায় মায়ের করুণ আকুতি1
- গতকাল 10/01/26 শনিবারে, বিভিন্ন জায়গার সঙ্গে কৃষ্ণনগর সাপুরিয়া পাড়াতেও হলো পৌষ কালী পূজা। সেই সঙ্গে পথের ধারে চেয়ার টেবিল পেতে, সন্ধ্যা থেকে হয়েছে প্রসাদ খাওয়ানো। মেনু ছিল- খিচুড়ি, আলুর দম, টমেটোর চাটনি ও একটি করে নলেন গুড়ের রসগোল্লা। আমিও বসে প্রসাদ খেলাম। রইল হোম-যজ্ঞ চলাকালীন পূজার ভিডিও। #পৌষকালী #PoushKali #অনুপমসরকারচক্রবর্তীরভিডিওগ্রাফি #AnupamSarkarChakrabortysVideography1
- দীর্ঘ ৩৪ বছরের অবহেলা কাটিয়ে অবশেষে মোহাম্মদপুরে রাস্তা, উপনির্বাচনের বয়কটের পর মিলল সুরাহা1
- হুমায়ুন কবির অভিষেক ব্যানার্জি ওপেন চ্যালেঞ্জ দিলেন মুর্শিদাবাদের যেখানে সভা করবে ৪৮ ঘন্টার মধ্যে হুমায়ুন কবির সভা করবেন সেখানে #news #bangla #news #open_challenge #MamataBanerjee #kolkata #hilightseveryonefollowers2025 #Murshidabad1
- সাত সকালেই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর মোদীয়ান কলেজ মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মহম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল এক ট্রাক্টর চালক। তবে গাড়ি চালকের অসাধারণতার কারণে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছাই মল্লারপুর থানার পুলিশ।মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যাক্তির নাম কাঞ্চন মির্ধা( ৩২)। বাড়ি মহম্মদ বাজার থানা এলাকায়।1
- ভগবানগোলায় বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির দ্বিতীয় সম্মেলন, মাসিক প্রশিক্ষণের আশ্বাস বিধায়ক রিয়াদ হোসেনের সরকার1