পাম্প অপারেটর নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী ঘেরাও করলো ভিলেজ সচিব বাবুল দেবনাথ কে। ঘটনা সোমবার দুপুরে জম্পুই জলা আর ডি ব্লকের অন্তর্গত মোহনপুর এ ডি সি ভিলেজে । ক্ষুব্ধ গ্রামবাসীরা দুই বছর হয়েছে মোহনপুর এডিসি ভিলেজ এর ৩ নং ওয়ার্ড উজান লারমা রাজকুমার পাড়া এলাকায় অঙ্গনারী সেন্টারের জায়গায় অর্থাৎ সরকারি জায়গায় একটি পানীয় জলের পাম্প মেশিন বসেছে। সেই মেশিন চালাবার জন্য একজন পাম্প অপারেটরের দরকার। ভিলেজ কমিটির সিদ্ধান্তক্রমে গ্রামবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে লটারির মাধ্যমে গ্রামের দরিদ্র যুবক পীযুষ দেববর্মাকে সিলেকশন করে। ভিলেজ থেকে ব্লকে তার নামে রেজুলেশন পাঠানো হয়। কিন্তু হঠাৎ করে গ্রামবাসীদের না জানিয়ে ভিলেজ এবং ব্লক বিএসি অন্য আরেক যুবক কিশোর দেববর্মা কে সিলেকশন করে রেজুলেশন পাঠিয়ে দে। টেরই মধ্যে আবার পঞ্চায়েত এবং ব্লক বিএসসি কিশোর দেববর্মাকে বাতিল করে অন্য আরেক যুবক অন্য ভিলেজ থেকে অর্থাৎ পেকুয়ার জলা ভিলেজ থেকে গ্রামের চৌধুরী বিজয় দেববর্মাকে সিলেকশন করে। ঘটনা জানতে পেরে সোমবার দিন গ্রামের মানুষ একত্রিত হয়ে ভিলেজ সচিবকে ঘেরাও করে। ভিলেজ সচিব চাপে পড়ে গ্রামবাসীদের জানিয়ে দেয় এতে আমার কোন হাত নেই। আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলেছে, আমি সেই ভাবে করেছি। এই কথা শুনে গ্রামের যুবক সুব্রত দেববর্মা বলে সব যদি উপরওয়ালা ঠিক করে দেয় তাহলে পঞ্চায়েত অথবা ভিলেজের তাহলে কোন দরকার নেই। গ্রামবাসীদের ক্ষোভের আঁচ পেয়ে জম্পুই জলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উভের লুং মোয়ানা ডালং গ্রামের সবাইকে আগামী ২৫ সেপ্টেম্বর ব্লকে ডেকেছেন। পাম অপারেটর নিয়োগের জটিলতা নিরসনে।
পাম্প অপারেটর নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী ঘেরাও করলো ভিলেজ সচিব বাবুল দেবনাথ কে। ঘটনা সোমবার দুপুরে জম্পুই জলা আর ডি ব্লকের অন্তর্গত মোহনপুর এ ডি সি ভিলেজে । ক্ষুব্ধ গ্রামবাসীরা দুই বছর হয়েছে মোহনপুর এডিসি ভিলেজ এর ৩ নং ওয়ার্ড উজান লারমা রাজকুমার পাড়া এলাকায় অঙ্গনারী সেন্টারের জায়গায় অর্থাৎ সরকারি জায়গায় একটি পানীয় জলের পাম্প মেশিন বসেছে। সেই মেশিন চালাবার জন্য একজন পাম্প অপারেটরের দরকার। ভিলেজ কমিটির সিদ্ধান্তক্রমে গ্রামবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে লটারির মাধ্যমে গ্রামের দরিদ্র যুবক পীযুষ দেববর্মাকে সিলেকশন করে। ভিলেজ থেকে ব্লকে তার নামে রেজুলেশন পাঠানো হয়। কিন্তু হঠাৎ করে গ্রামবাসীদের না জানিয়ে ভিলেজ এবং ব্লক বিএসি অন্য আরেক যুবক কিশোর দেববর্মা কে সিলেকশন করে রেজুলেশন পাঠিয়ে দে। টেরই মধ্যে আবার পঞ্চায়েত এবং ব্লক বিএসসি কিশোর দেববর্মাকে বাতিল করে অন্য আরেক যুবক অন্য ভিলেজ থেকে অর্থাৎ পেকুয়ার জলা ভিলেজ থেকে গ্রামের চৌধুরী বিজয় দেববর্মাকে সিলেকশন করে। ঘটনা জানতে পেরে সোমবার দিন গ্রামের মানুষ একত্রিত হয়ে ভিলেজ সচিবকে ঘেরাও করে। ভিলেজ সচিব চাপে পড়ে গ্রামবাসীদের জানিয়ে দেয় এতে আমার কোন হাত নেই। আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলেছে, আমি সেই ভাবে করেছি। এই কথা শুনে গ্রামের যুবক সুব্রত দেববর্মা বলে সব যদি উপরওয়ালা ঠিক করে দেয় তাহলে পঞ্চায়েত অথবা ভিলেজের তাহলে কোন দরকার নেই। গ্রামবাসীদের ক্ষোভের আঁচ পেয়ে জম্পুই জলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উভের লুং মোয়ানা ডালং গ্রামের সবাইকে আগামী ২৫ সেপ্টেম্বর ব্লকে ডেকেছেন। পাম অপারেটর নিয়োগের জটিলতা নিরসনে।
- UUser8687Kailashahar, Unakoti💣on 23 September
- UUser8687Kailashahar, Unakoti💣on 23 September
- পূর্ব লক্ষী বিলে শনি দেবের পূজায়-🙏🌺🙏 প্রথম থেকে_ শেষ পর্যন্ত _কি হলো_ দেখুন 😲❗1
- মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে মৃনাল দেববর্মার শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ রবিবার বিকালে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলার সামগ্রী সহ কম্বল এবং মিষ্টি বিতরণ করেন ফিল্ম জগতে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বলকারী জম্পুইজলা মহকুমার পেকুয়ারজলা গ্রামের কৃতি সন্তান ফিল্ম ডাইরেক্টর মৃণাল দেববর্মা। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মুহূর্তে হঠাৎ মাদ্রাসায় উপস্থিত হন মৃণাল বাবু। গাড়ি করে নিয়ে আসেন বিভিন্ন ধরনের সামগ্রী। মাদ্রাসার ছাত্র শিক্ষক, এলাকার অভিভাবকরা মৃণাল বাবুর এই মানবিক উদ্যোগ দেখে বেজায় খুশি হন। তিনি ফিল্ম জগতে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক ব্যাতিক্রমী নজির গড়তে যাচ্ছেন বলে মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। জাত পাত নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করাই মৃণাল বাবুর মূল লক্ষ্য। সমাজের প্রতিটা ছেলে ও মেয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাক এটাই চাইছেন তিনি। রাজ্যের সব কয়টি ধর্মীয় ও সামাজিক সংগঠন এইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করুক এই কামনা করেন ফিল্ম ডিরেক্টর মৃণাল দেববর্মা। জম্পুইজলা মহকুমার একমাত্র কৌমি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সুশৃংখল পরিবেশ দেখে আপ্লুত হয়ে যান মৃণাল বাবু। মৃনাল বাবুর এই শুভ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক সহ কমিটির কর্মকর্তারা। তিনি রাজ্যের সব ধর্ম ও বর্ণের মানুষকে আর্থিকভাবে এবং বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সহযোগিতা করে থাকেন যা গোটা রাজ্যেই এক অনন্য নজির বলে মনে করেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা অল ইন্ডিয়া মিল্লী কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মাওলানা জাকির হোসাইন আলজলিলী। সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।1
- Post by User16261
- Post by Sanjit Sarkar2
- Post by Iťž Nadia sangbad YouTube1
- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032BHHswjNeEcYbcHvJK873y9KSESr4Los2UEdABAzzHoGnqQ7tjdwimxe6KPGi7Ayl&id=100091295987844&sfnsn=wa1
- দক্ষিণ বাউনিয়া অগ্রণী সংঘের পরিচালনায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।1
- পূর্ব লক্ষী বিলে- শনি পূজার _🙏🙏 Full video in Facebook - Samiran Sutradhar1