*ধর্ষনের শিকার ৬ বছরের শিশু,শশুর বাড়ি থেকে গ্রেপ্তার অভিযোগ* মধুপুরের ৬ বছরের নাবালিকা নির্যাতনের শিকার অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে ঘটনার ৪৮ ঘণ্টা পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কৈয়াডেপা এলাকা থেকে শনিবার গভীর রাতে। পরবর্তী সময়ে মধুপুর থানা সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং জানান আগামীকাল বিভিন্ন ধারায় অভিযুক্তদের রবিবার বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে।এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে ৬ বছরের নাবালিকা কন্যা নির্যাতনের পর নাবালিক কন্যার বাড়িতে দফায় দফায় শাসক দলীয় নেতৃত্বরা হাজির হয়।তার একটাই উদ্দেশ্য অভিযুক্ত চণ্ডীচরণ সরকার এবং তার স্ত্রী সরকারি কর্মচারী যার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতে পারবে।কিন্তু মধুপুর থানার পুলিশ তা পাত্তা না দিয়ে তদন্তকারী অফিসার উত্তম পাল মামলা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় তাকে গ্রেফতা করতে তল্লাশি চালিয়ে যাচ্ছিল।শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে চণ্ডীচরণ সরকারকে কৈয়াডেপা এলাকার তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।এদিকে এই ঘটনার পর নাবালিকা কন্যার বাড়িতে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। যদিও সকলেই সেই অভিযুক্তের কঠোর শাস্তি দাবী রেখেছে।
*ধর্ষনের শিকার ৬ বছরের শিশু,শশুর বাড়ি থেকে গ্রেপ্তার অভিযোগ* মধুপুরের ৬ বছরের নাবালিকা নির্যাতনের শিকার অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে ঘটনার ৪৮ ঘণ্টা পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কৈয়াডেপা এলাকা থেকে শনিবার গভীর রাতে। পরবর্তী সময়ে মধুপুর থানা সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং জানান আগামীকাল বিভিন্ন ধারায় অভিযুক্তদের রবিবার বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে।এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে ৬ বছরের নাবালিকা কন্যা নির্যাতনের পর নাবালিক কন্যার বাড়িতে দফায় দফায় শাসক দলীয় নেতৃত্বরা হাজির হয়।তার একটাই উদ্দেশ্য অভিযুক্ত চণ্ডীচরণ সরকার এবং তার স্ত্রী সরকারি কর্মচারী যার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতে পারবে।কিন্তু মধুপুর থানার পুলিশ তা পাত্তা না দিয়ে তদন্তকারী অফিসার উত্তম পাল মামলা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় তাকে গ্রেফতা করতে তল্লাশি চালিয়ে যাচ্ছিল।শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে চণ্ডীচরণ সরকারকে কৈয়াডেপা এলাকার তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।এদিকে এই ঘটনার পর নাবালিকা কন্যার বাড়িতে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। যদিও সকলেই সেই অভিযুক্তের কঠোর শাস্তি দাবী রেখেছে।
- User2925Purulia - Ii, West Bengal🙏on 6 September
- User5091Mohanpur, West Tripura😡on 6 September
- User5091Mohanpur, West Tripura💣on 6 September
- Anima pramanikChandipur, Medinipur East💣on 3 September
- User10194Bankura - I, West Bengal😤on 1 September
- পূর্ব লক্ষী বিল🔥 মহানাম যজ্ঞানুষ্ঠানে 🔥 🙏আপনাদের সবার আমন্ত্রন রইলো 🙏♦️1
- পূর্ব হুরুয়া গ্রামে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত রণজিৎ পাল চৌধুরী এখনো ফেরার। তারই প্রতিবাদে রাস্তায় নামলো এলাকাবাসী। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পূর্ব হুরুয়া গ্রামে।1
- hand wash basin installation ✅📍 Agartala Jail road please support subscribe1
- Post by Gouranga Majumder1
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- Post by Iťž Nadia sangbad YouTube1
- সদ্য ঠান্ডা কোম্পানি কলকাতার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন গিজার চিমনি সকল ইলেকট্রনিক্স মেরামত ও হোম সার্ভিস হোয়াটসঅ্যাপ*আমাদের কল করুন 📞8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- Post by Iťž Nadia sangbad YouTube1