Shuru
Apke Nagar Ki App…
নন্দীগ্রামে ১ও২নং ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের শুভ সূচনা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির মানবিক প্রয়াস সেবাশ্রয় আজ শুধু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সীমাবদ্ধ নেই, তা সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং আগামীকাল নন্দীগ্রামের এক ও দুই নম্বর ব্লকের সূচনা হয়েছে, অধিকারী পরিবার যাই করে নিক অভিষেক ব্যানার্জির মহান প্রয়াস আটকাতে পারবেনা কখনো, এবং মাননীয় সংসদ জানিয়েছে, ভবিষ্যতে অধিকারী পরিবারকেও সেবাস্রয় ক্যাম্পে আসতে হবে।
Shantanu Sadhukhan
নন্দীগ্রামে ১ও২নং ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের শুভ সূচনা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির মানবিক প্রয়াস সেবাশ্রয় আজ শুধু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সীমাবদ্ধ নেই, তা সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং আগামীকাল নন্দীগ্রামের এক ও দুই নম্বর ব্লকের সূচনা হয়েছে, অধিকারী পরিবার যাই করে নিক অভিষেক ব্যানার্জির মহান প্রয়াস আটকাতে পারবেনা কখনো, এবং মাননীয় সংসদ জানিয়েছে, ভবিষ্যতে অধিকারী পরিবারকেও সেবাস্রয় ক্যাম্পে আসতে হবে।
More news from Purba Bardhaman and nearby areas
- রাজ কুমার ঘোষ। কালনা। পূর্ব বর্ধমান নিঃশর্ত দাবি তে SIR সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে। যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের নাম সেই ভাবেই রাখতে হবে। SIR এর নামে মানুষকে হয়রানি করা চলবে না। এই সমস্ত দাবি নিয়ে এদিন শুক্রবার সকলে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে সামিল হলেন স্থানীয়ও এলাকার মানুষজনেরা। ভারতের নাগরিক সমাজ ও সকল মুসলিম সমাজের মানুষ এদিন এই রেল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। জিআরপি আরপিএফ এর বাধা অতিক্রম করে এদিন রেল অবরোধ চালায় মানুষজন। শুক্রবার ৭. ৫০ থেকে ৮. ০২ পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকায় এলাকার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা জিআরপি এবং আরপিএফ। পরবর্তী সময়ে তাদের আশ্বাসে রেল অবরোধ সরিয়ে নেয় তারা।1
- মেদিনীপুর কলেজিয়েট স্কুল মঞ্চে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের মধ্যে একা গেল প্রবল উন্মাদনা।1
- শুক্রবার বিকেলে উদ্বোধন হবে ৩৭ তম ঘাটাল শিশু মেলা। উদ্বোধন করবেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব সাথে থাকবেন রুক্মিণী। কিন্তু মেলা উদ্বোধনের আগে থেকে ভাইরাল মেলায় আসা অস্থায়ী এই দ্বিতল রেস্টুরেন্ট।1
- দাসপুরের আজুড়িয়ায় এসে কি বললেন তৃণমূলের সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মী রাজন্যা হালদার1
- মল্লিক পটল চারা নার্সারি . Contact no -83273173011
- আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতি রক্ষার্থে ব্যাঁজা তুঁই অর্থাৎ তীর নিক্ষেপ প্রতিযোগিতা1
- আজ জেলা সফরে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কলেজিয়েট মাঠে হবে জনসভা সেই জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা জুড়ে বাসে করে তৃণমূল কর্মী সমর্থকেরা পাড়ি দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে যার কারণে যাত্রী পরিবহনকারী বাসের সংখ্যা অত্যন্ত কম । ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।1
- ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর পীরতলায় পথ দুর্ঘটনা, আহত ১। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা। বাইকের সাথে সাইলের ধাক্কা। গুরুতর জখম সাইকেল চালক। তাকে উদ্ধার পড়ে পাঠানো হয় হাসপাতালে।1
- কেমন থাকবে আবহাওয়া? এক নজরে দেখে নিন! বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।1