যাত্রাপুর পুলিশ স্টেশন আপাতত গাজা বাগান নিধন যজ্ঞে মরিয়া। সোমবার সকালবেলায় দেড় ঘন্টার অভিযানে প্রায় দেড় হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছেন এমনটাই অভিমত যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের। এদিন সকাল সাড়ে নটায় একান্ত সাক্ষাৎকারে ওসি জানান, থানা এলাকার এডিসি ভিলেজ মনাইপাথরে দক্ষিণাঞ্চের তৃষ্ণা অভয়ারণ্য এরিয়ায় করুলা ছড়া সংলগ্ন জায়গায় গুজিয়ে উঠা দুইটি প্রট কেটে ধ্বংস করে দেওয়া হয়। তাতে প্রায় দেড় হাজার গাঁজা গাছ শেষ হয়ে যায়। তিনি জানান না, সোমবার সকাল তখন ঘড়ির কাঁটা সাড়ে সাতটা, সঙ্গে তিন সাব ইন্সপেক্টর যেমন, অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত, বিজয় চক্রবর্তী সহ থানার বেশ কিছু পুলিশ স্টাফ ও টিএসআর জোয়ানদের সঙ্গে নিয়ে চড়াই উৎরাই পেরিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানো হয়। শুরু হয় গাঁজা গাছ কাটিং নির্বিঘ্নে। করুলা ছড়া একেবারে জন মানবহীন জায়গা, গজিয়ে উঠা গাঁজা গাছগুলি কেটে তড়িঘড়ি নির্বিঘ্নে থানায় ফিরে আসা হয়। সংবাদ কর্মীকে কাছে পেয়ে তিনি জানান দিতে চান যে, যাত্রাপুর থানা এলাকায় যেন কোন গাছা বাগান না থাকে তার জন্য একেবারে তিনি স্পষ্ট কথাই বলেন। শুধু তাই নয়, আগামী দিনেও যেন এই নেশা জাতীয় অবৈধভাবে গাজা বাগান গড়ে তোলা না হয় তার জন্য উনার ব্যক্তিগত এবং আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে সকলের কাছে আহ্বান রাখেন।
যাত্রাপুর পুলিশ স্টেশন আপাতত গাজা বাগান নিধন যজ্ঞে মরিয়া। সোমবার সকালবেলায় দেড় ঘন্টার অভিযানে প্রায় দেড় হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছেন এমনটাই অভিমত যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের। এদিন সকাল সাড়ে নটায় একান্ত সাক্ষাৎকারে ওসি জানান, থানা এলাকার এডিসি ভিলেজ মনাইপাথরে দক্ষিণাঞ্চের তৃষ্ণা অভয়ারণ্য এরিয়ায় করুলা ছড়া সংলগ্ন জায়গায় গুজিয়ে উঠা দুইটি প্রট কেটে ধ্বংস করে দেওয়া হয়। তাতে প্রায় দেড় হাজার গাঁজা গাছ শেষ হয়ে যায়। তিনি জানান না, সোমবার সকাল তখন ঘড়ির কাঁটা সাড়ে সাতটা, সঙ্গে তিন সাব ইন্সপেক্টর যেমন, অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত, বিজয় চক্রবর্তী সহ থানার বেশ কিছু পুলিশ স্টাফ ও টিএসআর জোয়ানদের সঙ্গে নিয়ে চড়াই উৎরাই পেরিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানো হয়। শুরু হয় গাঁজা গাছ কাটিং নির্বিঘ্নে। করুলা ছড়া একেবারে জন মানবহীন জায়গা, গজিয়ে উঠা গাঁজা গাছগুলি কেটে তড়িঘড়ি নির্বিঘ্নে থানায় ফিরে আসা হয়। সংবাদ কর্মীকে কাছে পেয়ে তিনি জানান দিতে চান যে, যাত্রাপুর থানা এলাকায় যেন কোন গাছা বাগান না থাকে তার জন্য একেবারে তিনি স্পষ্ট কথাই বলেন। শুধু তাই নয়, আগামী দিনেও যেন এই নেশা জাতীয় অবৈধভাবে গাজা বাগান গড়ে তোলা না হয় তার জন্য উনার ব্যক্তিগত এবং আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে সকলের কাছে আহ্বান রাখেন।
- UUser5968Udaipur, Gomati🙏on 16 October
- পূর্ব লক্ষী বিলে শনি দেবের পূজায়-🙏🌺🙏 প্রথম থেকে_ শেষ পর্যন্ত _কি হলো_ দেখুন 😲❗1
- ১৭ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাথালিয়া ঘাট ওয়ারিং বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা তথা তিপ্রামথার সক্রিয় কর্মী ও সিনিয়র নেতা আসি রায় দেববর্মা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রয়াত নেতার বাড়িতে ছুটে যান গোলাঘাটি বিধানসভা এলাকার তিপ্রামথার প্রাক্তন জেলা সভাপতি অমৃত দেববর্মা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান এবং প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন।1
- Post by User16261
- Post by SanPpoint1
- Post by Sanjit Sarkar1
- Post by Iťž Nadia sangbad YouTube1
- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032BHHswjNeEcYbcHvJK873y9KSESr4Los2UEdABAzzHoGnqQ7tjdwimxe6KPGi7Ayl&id=100091295987844&sfnsn=wa1
- পূর্ব লক্ষী বিলে- শনি পূজার _🙏🙏 Full video in Facebook - Samiran Sutradhar1