রাজ কুমার ঘোষ। কালনা কালনায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে হঠাৎই ছন্দপতন দেখা দিল অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। প্যারেড চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় ব্যান্ডের সঙ্গীত। মাঠের মধ্যে চলতে চলতেই থেমে যায় বাজনা, তবে ব্যান্ড ছাড়াই নির্ধারিত ছন্দে এগিয়ে যেতে থাকে প্যারেডে অংশগ্রহণকারী দলগুলি। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় শুরু হয় ব্যান্ডের সঙ্গীত। এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে সম্পন্ন হয় প্যারেড। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন এবং কালনার এসডিপিও আফজাল আবরার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশপ্রেমের আবহে উদযাপিত হয় দিনটি। এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক কে জানতে চাওয়া হলে তিনি বলেন টেকনিক্যাল ফল্ড এর কারণে হতেই পারে।
রাজ কুমার ঘোষ। কালনা কালনায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে হঠাৎই ছন্দপতন দেখা দিল অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। প্যারেড চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় ব্যান্ডের সঙ্গীত। মাঠের মধ্যে চলতে চলতেই থেমে যায় বাজনা, তবে ব্যান্ড ছাড়াই নির্ধারিত ছন্দে এগিয়ে যেতে থাকে প্যারেডে অংশগ্রহণকারী দলগুলি। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় শুরু হয় ব্যান্ডের সঙ্গীত। এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে সম্পন্ন হয় প্যারেড। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন এবং কালনার এসডিপিও আফজাল আবরার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশপ্রেমের আবহে উদযাপিত হয় দিনটি। এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক কে জানতে চাওয়া হলে তিনি বলেন টেকনিক্যাল ফল্ড এর কারণে হতেই পারে।
- S*I*R আবহে এক বাং*লা*দে*শী সহ দুই টা*উ*টকে গ্রেফতার করল গাংনাপুর থানার পুলিশ। #highightsシ゚ #নদিয়া #viralnews #BreakingNews Nadia time news live1
- Post by Guriya Paswan1
- হুগলির হিন্দমোটরে এক বহুতলে হঠাৎই আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা! শর্ট সার্কিট থেকে আগুন এমনটাই ধারণা এলাকাবাসীর। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ আধিকারিকরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।1
- বাগ দেবীর আরাধনায় নিউ স্টার ক্লাব1
- মল্লিক পটল চারা সেন্টার.4
- Bengal Asha Worker Protest : উত্তাল শিয়ালদহ স্টেশন চত্বর! জেলায় জেলায় বিক্ষোভের ছবি, নেপথ্যের কারণ জানেন? #westbengalnews #ashaworkerprotest #sealdah #breakingnews1
- রাজ কুমার ঘোষ কালনা পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার কালনা থানার দুই ব্যক্তি। কালনা শহরের জ্যোতিষ দেবনাথ এবং একজন অত্যন্ত গ্রাম কালনা ২ নম্বর ব্লকের বাদলা পঞ্চায়েতের নোয়ারা গ্রামে র রবি লাল টুডু। জ্যোতিষ বাবু পাচ্ছেন তাঁতের উপর এবং রবি লাল টুডু পাচ্ছেন বিভিন্ন সাহিত্যের চর্চার উপর। আজ এই দুই ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যর পানি সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।। মন্ত্রী বলেন এর আগে বর্ধমান জেলায় কেউ পদ্মশ্রী পেয়েছে বলে তার জানা নেই। এই প্রথম কালনার দুই ব্যক্তি পদ্মশ্রী পাচ্ছেন। এটা খুবই গর্বের বিষয় যে একই থানার মধ্যে দুই ব্যক্তি পদ্মশ্রী উপাধি পাচ্ছেন রবি লাল টুডুর বাড়িতে এসে মন্ত্রী স্বপন দেবনাথ জানান রবিয়ালবাবু আগামী দিনে তার লেখার উপরে আদিবাসী সমাজ তথা ভিম জাতিকেও উদ্বুদ্ধ করবে এই আশা তিনি রাখেন রবি লাল বাবুর উপর।1
- দেখুন কান্ড! ৪০ ফুট ওপরে কদম গাছের ডালে এক যুবক! ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। #highightsシ゚ #viralnews #BreakingNews #নদিয়া #শান্তিপুর1
- Post by Guriya Paswan1