Shuru
Apke Nagar Ki App…
বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাটারি,ঝাঁটা, লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়কের! পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া চন্দ্রকোনার বৈকন্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে, তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি কাটারি, দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলীর পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ( তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ)
Soumen Misra
বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাটারি,ঝাঁটা, লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়কের! পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া চন্দ্রকোনার বৈকন্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে, তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি কাটারি, দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলীর পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ( তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ)
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- গড়বেতার ছোট আঙ্গারিয়া দিবসকে সামনে রেখে শহীদ স্মরণসভা তৃণমূলের ৪ঠা জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া দিবস। প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয়।এইদিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এক ঝাঁক নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে এক জোটে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৪ঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় ১১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আর অভিযোগ ওঠে CPIM এর দুষ্কৃতীদের উপর। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা করছে তৃণমূল।1
- প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য গীত গেয়ে ছাত্রছাত্রীরা দেশ ও রাজ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।1
- শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আরামবাগে বিজেপির বিক্ষোভ #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #আরামবাগ #Hooghly #বিজেপি #BJPNEWS #arambagh News Arambagh Town1
- কোতুলপুর: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে কোতুলপুরে সিপিআই(এম)-এর উদ্যোগে ‘বাংলা বাঁচাও’ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। দলীয় নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করা হচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি। মিছিল থেকে ‘বাংলা বাঁচাও’ সহ বিভিন্ন স্লোগান ওঠে। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।1
- বাঁকুড়া: মমতার ফাইলে কেলেঙ্কারি নিয়ে কি বলছেন বাঁকুড়ার কংগ্রেস নেতা?1
- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় গোপীবল্লভপুরে পথে নামল বিজেপি।নয়াগ্ৰাম ৩ নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে রবিবার বিকালে গোপীবল্লভপুর বাজারে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করা হয়। বিরোধী দলনেতার উপর হামলার ঘটনায় ধিক্কার জানিয়ে বিজেপি নেতা কর্মীরা হাতি বাড়ি মোড়ে গোপীবল্লভপুর ফেঁকো রাজ্য সড়ক অবরোধ করেন। বিজেপি নেতা কর্মীরা হুঁশিয়ারি দেন আগামী দিনে এরকম ঘটনা ঘটলে নয়াগ্ৰাম বিধানসভার মানুষ ব্যালট বাক্সে তৃণমূলকে বুঝে নেবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল বিজেপির সভাপতি স্বপন রথ,...2
- গড়বেতার চন্দ্রকোনা রোডে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ, পাল্টা পথ অবরোধ করল বিজেপি দোষীদের গ্রেফতারির দাবিতে পুলিশ বীট হাউসে অবস্থানে বিরোধী দলনেতা স্থানীয় সূত্রে খবর পুরুলিয়ার জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতিদের হামলার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পাল্টা ভিডিও জারি করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ওখানে উপস্থিত ছিল বিজেপিও, সিআরপিএফ জওয়ান বিজেপি নেতা গৌতম কৌড়ীকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি এই ঘটনার জন্য শাসকদলকে দায়ী করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি চন্দ্রকোনা রোডের পুলিশ বিট হাউসে আশ্রয় নেন এবং সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন। শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, “যতক্ষণ না পর্যন্ত এই হামলার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার করা হবে, ততক্ষণ আমার এই অবস্থান বিক্ষোভ চলবে।” ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গেও হামলাকারীদের বচসা বাঁধে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে দাবি করেন বিরোধী দলনেতা। যদিও শাসকদলের পক্ষ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অপরাধীদের গ্রেফতারের দাবিতে অনড় রয়েছেন বিরোধী দলনেতা। চন্দ্রকোনা রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।1
- Post by News Arambagh Town1
- ছন্দে ছন্দে মধুর আনন্দে গুটিগুটি পায়ে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ সগৌরবে একশত বছর অতিক্রম করেলো। সেই উপলক্ষে 10 থেকে 12 জানুয়ারি২০২৬ তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হয়ে গেল। ১০ই জানুয়ারি ২০২৬ সকাল ৮ টায় পতাকা উত্তোলন এবং বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।পরে প্রদীপ প্রোজ্জ্ব্যলন অতিথি বরন এবং নৃত্য গীতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং বরণ ছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোগ্রাহী ভিন্ন স্বাদের সংগীত এবং নৃত্য ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়াও তিন দিন ধরে রয়েছে চলচ্চিত্র এবং দূরদর্শনের শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও কচিকাঁচাদের জন্য রয়েছে ম্যাজিক শো প্রবীণ দের জন্য রয়েছে যাত্রাপালা ও নানান অনুষ্ঠান । স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ আমাদের জানান বেলুড় মঠের মহারাজ স্বামী অচ্যুতানন্দজী প্রদীপ প্রজ্জালন এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ করেন।বিভিন্ন গুণী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠানগুলি বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।3