Shuru
Apke Nagar Ki App…
বালুরঘাট: পারিশ্রমিক বকেয়া, চাকরি অনিশ্চিত—ডেপুটেশন জমা দিয়ে ক্ষোভ প্রকাশ জল জীবন মিশন কর্মীদের, সাড়া না মিললে বৃহত্তর আন্দোলনের চাপ।
Hili News Bangla
বালুরঘাট: পারিশ্রমিক বকেয়া, চাকরি অনিশ্চিত—ডেপুটেশন জমা দিয়ে ক্ষোভ প্রকাশ জল জীবন মিশন কর্মীদের, সাড়া না মিললে বৃহত্তর আন্দোলনের চাপ।
More news from Maldah and nearby areas
- এবার মালদা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত দাবীদারদের ফিরিয়ে দিল হবিবপুর থানায় পুলিশ। এই উপলক্ষে বুধবার হবিবপুর থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখান থেকেই থানার পুলিশ আধিকারিকরা এক এক করে মোট ৩০জন দাবীদারের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন। স্বভাবতই পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান মোবাইল প্রাপকরা।1
- ফারাক্কাঃ SIR ইস্যুতে ফরাক্কা বিডিও অফিসের ভিতরে ভাঙচুর, SiR ইস্যুতে রামের নাম শুনে ডকুমেন্ট না লাগলেও রহিমের নাম শুনে ১৪ গুষ্টির ডকুমেন্ট চাইছে! ফরাক্কায় বিস্ফোরক অভিযোগ বিধায়ক মনিরুল ইসলামের1
- জীবিত মানুষকে মৃত ঘোষণা করায় নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জি1
- আজ গঙ্গাসাগর মেলায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সলিড ওয়েস্টেজ ম্যানেজমেন্ট, বায়ো-টয়লেট, ভ্রাম্যমাণ টয়লেট ও সার্বিক পরিচ্ছন্নতার পরিদর্শনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।1
- কুমারগ্রামের বিভিন্ন স্থানে আবগারি বিভাগ, পুলিশ ও আরপিএফের সম্মিলিত অভিযানে বাজেয়াপ্ত চোলাই, উপকরণ ও সরঞ্জাম1
- বিজেপির পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলার অভিযোগ, তল্লীগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির1
- বালুরঘাট: মাহিনগরে সবুজ সাথীর পর্ব সমাপ্ত, ৭০০ শিক্ষার্থীর হাতে সাইকেল।1
- আজ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেমুয়া এনএইচ রোড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জংলি পীর বাবার মেলা। ভোর থেকেই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই মেলায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে উপস্থিত হয়ে জংলি পীর বাবার থানে প্রদীপ জ্বালান এবং মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে এই জংলি পীর বাবার মেলায়। মেলা উপলক্ষে এলাকাজুড়ে বসে বিভিন্ন অস্থায়ী দোকান—খেলনা, মিষ্টি, খাবারসহ নানা সামগ্রীর পসরা। মেলাই আগত সকলের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া ব্যবস্থা। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নজরদারির ব্যবস্থা ছিল I মকর সংক্রান্তির এই দিনে জংলি পীর বাবার মেলা আবারো প্রমাণ করলো সম্প্রীতি ও বিশ্বাসই এই উৎসবের আসল শক্তি।1
- পূর্ব নারারথলিতে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান, পুড়িয়ে নষ্ট করা হল বহু গাঁজা গাছ1