মালদা তে পিঠেপুলি উৎসব পালন করা হল রুপ সনাতন মিলন মন্দিরে। শ্রীচৈতন্য পদধূলি ধন্য রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির। প্রায় পাঁচ শতাধিক পূর্বে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রীচৈতন্যদেব। সেই উপলক্ষে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে জমজমাট মেলা। মঙ্গলবার পিঠে পুলি উৎসব উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে সংকীর্তনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত অংশ নেন পিঠেপুলে উৎসবে। ভগবানকে পিঠেপুলির ভোগ নিবেদন করা হয় এদিন। এই প্রথম ঘটা করে পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয় রূপ সনাতন মিলন মন্দিরে। ভগবানকে ভোগ নিবেদনের পাশাপাশি শতাধিক ভক্তদের পিঠে পুলি ও অন্নপ্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, ও মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সকাল থেকেই পূজার্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে । সংকীর্তনের মেতে ওঠেন ভক্তরা। এদিন প্রায় ১০ রকমের পিঠেপুলির পদ তৈরি করা হয়। তবে ভক্তদের জন্য সারা বছর মন্দিরে যে কোন অনুষ্ঠানে অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন মন্দির কমিটি।
মালদা তে পিঠেপুলি উৎসব পালন করা হল রুপ সনাতন মিলন মন্দিরে। শ্রীচৈতন্য পদধূলি ধন্য রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির। প্রায় পাঁচ শতাধিক পূর্বে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রীচৈতন্যদেব। সেই উপলক্ষে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে জমজমাট মেলা। মঙ্গলবার পিঠে পুলি উৎসব উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে সংকীর্তনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত অংশ নেন পিঠেপুলে উৎসবে। ভগবানকে পিঠেপুলির ভোগ নিবেদন করা হয় এদিন। এই প্রথম ঘটা করে পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয় রূপ সনাতন মিলন মন্দিরে। ভগবানকে ভোগ নিবেদনের পাশাপাশি শতাধিক ভক্তদের পিঠে পুলি ও অন্নপ্রাসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, ও মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সকাল থেকেই পূজার্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে । সংকীর্তনের মেতে ওঠেন ভক্তরা। এদিন প্রায় ১০ রকমের পিঠেপুলির পদ তৈরি করা হয়। তবে ভক্তদের জন্য সারা বছর মন্দিরে যে কোন অনুষ্ঠানে অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন মন্দির কমিটি।
- Malda NewsEnglish Bazar, Maldah👏18 hrs ago
- এই ভিডিওটা কেমন হয়েছে শেয়ার কমেন্ট করে জানাবেন1
- ৯ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ শ্রমিক রিঙ্কু শেখকে ঘিরে চরম উৎকণ্ঠায় পরিবার1
- বাংলা বলায় জেলবন্দি পরিযায়ী শ্রমিকদের বাড়িতে অভিষেক, রাজ্যেই কাজের প্রতিশ্রুতি1
- সিপিএমের রামপুরহাট ১ এরিয়া কমিটির উদ্যোগে রামপুরহাটে বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার রামপুরহাট শহরে।বুধবার ।সকাল ১১-৩০ রামপুরহাট শ্রীফলা মোড় থেকে শুরু হয় বাংলা বাঁচাও যাত্রা গোটা রামপুরহাট শহর পরিক্রমা করার পর রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিএমের রামপুরহাট এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীব মল্লিক সহ সিপিএমের নেতাকর্মীরা।1
- ভরতপুরে ১২ চাকা ট্রাকের ধাক্কায় বাম পা বাদ পড়লো যুবকের1
- আগামীকাল তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নদীয়ার তাহেরপুর নেতাজি পার্ক ময়দানে। প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। মোদির সভায় যে বিশৃঙ্খলা হয়েছে সেদিকের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের দাবি সংঘটিত তৃণমূল কংগ্রেস কোন বিশৃঙ্খলা কে প্রশ্রয় দেয় না, সেক্ষেত্রে দলীয় কর্মী ছাত্র যুব থেকে শুরু করে প্রায় দেড় হাজারেরও বেশি ভলেন্টিয়ার মঞ্চের আশেপাশে থাকবে। এদিন নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা মাঠ পরিদর্শন করেন।1
- অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে ওল্ড মালদা বিধানসভার অন্তর্গত মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সেন্দিয়া মাঠে অনুষ্ঠিত হলো নমঃশূদ্র ও মতুয়া ধর্মীয় মিলন মেলা উৎসব। মালদা জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় মিলন মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত সরকার,মালদা জেলার কনভেনার সৌগত সরকার,জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার ধনঞ্জয় সরকার সহ বিশেষ অতিথিবর্গ | ধর্মিয় আচার-অনুষ্ঠান ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই মেলায় মতুয়া ধর্মের আদর্শ ও ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃত্বরা মতুয়া সম্প্রদায়ের ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নের বার্তা দেন। মেলায় আগত সকল ভক্তদের জন্য দুপুরে খিচুড়ি প্রসাদের বিশেষ আয়োজন করা হয়। ধর্মীয় মিলন মেলাকে কেন্দ্র করে সারাদিন সেন্দিয়া মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।1
- গোপালগঞ্জ নাককাটিতে বড় ভাঙন, তৃণমূল–সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ ৮০টি পরিবার1
- স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভ/য়া/ব/হ দুর্ঘটনায় স্কুল ছাত্রী মৃ///ত্যু লালগোলায়1