#উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা শহর ৮ নং ওয়ার্ডে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় জয়ন্ত সাহু ও আট নম্বর ওয়ার্ডে সভাপতি তাহির মল্লিক, এগরা১ নং ব্লক এর ব্লক সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী। এগরা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শাহনাজ বেগম #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা। ✊ #উন্নয়নের_সংলাপ,
#উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা শহর ৮ নং ওয়ার্ডে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় জয়ন্ত সাহু ও আট নম্বর ওয়ার্ডে সভাপতি তাহির মল্লিক, এগরা১ নং ব্লক এর ব্লক সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী। এগরা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শাহনাজ বেগম #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা। ✊ #উন্নয়নের_সংলাপ,
- পুষ্প প্রেমীদের জন্য বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝাড়গ্রাম জেলায় ৫ম বার ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন অফ ঝাড়গ্রাম এর পরিচালনায় আগামী ১৮ই জানুয়ারি থেকে ২০ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শুরু হতে চলেছে একক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে জেলা বাসীকে সাদর আমন্ত্রণ। ১৭ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল দুপুর ১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রদর্শনীতে গাছ জমা নেওয়া হবে।1
- মেদিনীপুরের রণসংকল্প সভা থেকে অভিষেকের বার্তা1
- দাসপুরের আজুড়িয়ায় এসে কি বললেন তৃণমূলের সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মী রাজন্যা হালদার1
- মেদিনীপুর কলেজিয়েট স্কুল মঞ্চে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের মধ্যে একা গেল প্রবল উন্মাদনা।1
- শুক্রবার বিকেলে উদ্বোধন হবে ৩৭ তম ঘাটাল শিশু মেলা। উদ্বোধন করবেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব সাথে থাকবেন রুক্মিণী। কিন্তু মেলা উদ্বোধনের আগে থেকে ভাইরাল মেলায় আসা অস্থায়ী এই দ্বিতল রেস্টুরেন্ট।1
- "শিশু সুরক্ষার শুরু সচেতনতা ও শিক্ষার মাধ্যমে। যখন শিশু নির্যাতন ও অনলাইন শোষণের ঘটনা বাড়ছে, তখন সঠিক জ্ঞানই শিশুদের সবচেয়ে বড় সুরক্ষা। Missing Link Trust শিক্ষা, শিল্প ও প্রযুক্তির মাধ্যমে মাঠে নেমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করছে। তাদের MASSp প্রোগ্রামের মাধ্যমে শিশুরা অনিরাপদ পরিস্থিতি চিনতে শেখে, নিজের অধিকার বোঝে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে। স্কুল, পরিবার ও সমাজ একসাথে এগিয়ে এলে তবেই প্রতিটি শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। — মধ্যপূর্ব গুরগুড়িয়া আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক"1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা শহর ৮ নং ওয়ার্ডে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় জয়ন্ত সাহু ও আট নম্বর ওয়ার্ডে সভাপতি তাহির মল্লিক, এগরা১ নং ব্লক এর ব্লক সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী। এগরা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শাহনাজ বেগম #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা। ✊ #উন্নয়নের_সংলাপ,1
- মেদিনীপুরের রণসংকল্প সভা থেকে অভিষেকের দাবি, বিজেপির ২ বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন।1
- উপযুক্ত কারণ ছাড়ায় দফায় দফায় এসআরআই এর নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হচ্ছে গ্রামবাসীদের । এই অভিযোগ তুলে এসআরআই এর শুনানির নোটিশ দিতে আসা বিএলওকে ঘেরাও করে দীর্ঘ দেড় ঘন্টা বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি, বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামের। জানা গিয়েছে, জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ নম্বর বুথে এদিন ৮৪ জনের নামে এসআরআই এর শুনানির নোটিশ দেওয়ার জন্য হাজির হয় বিএলও দিলীপ কুমার মন্ডল। অভিযোগ, নোটিশ দিতে আসা বিএলও এর কাছে নোটিশের কারণ জানতে চাই গ্রামবাসীরা। উপযুক্ত কারণ না জানানোয় উত্তেজিত গ্রামবাসীরা বিএলও কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিএলও গ্রামের যে কয়েকজনকে নোটিশ ধরিয়েছিলেন তারাও বিএলও কে নোটিশ ফিরিয়ে দেন। পরে অবশ্য ঝাড়গ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে গ্রামবাসীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যগত অসঙ্গতি থাকায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও নোটিশ দেওয়ার জন্য গিয়েছিল।1