Shuru
Apke Nagar Ki App…
Amjad Khan
More news from Purulia and nearby areas
- Post by Amjad Khan1
- I PAC অফিসে ED অভিযান, প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহা।1
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্যজুড়ে শুরু হয় ইডি হানার প্রতিবাদ। আইপ্যাক (I-PAC) ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) হানার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের নডিহা এলাকায় বিকেলে চারটে নাগাদ এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কলকাতার সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, “আজ বিকাল ৪টে থেকে সব ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করা হবে।” তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েই পাড়া ব্লকের নডিহা অঞ্চলের রাওতোড়া মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উমাপদ বাউরী, পাড়া ব্লক সভাপতি মনোজ সাহা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহ-সভাপতি সেখ হাসিবুর রহমান, মহিলা নেত্রী সীমা বাউরি সহ আরও বহু দলীয় নেতা-কর্মী। মিছিল চলাকালীন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে, আর এর বিরুদ্ধেই রাজ্যজুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন জোরদার করা হয়েছে।1
- বিজেপি বিধায়কের উদ্যোগে কম্বল বিতরণ1
- বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপির পরিবর্তন সভা ধেলাতবামু অঞ্চলে1
- পুঞ্চা :কুয়ো থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ1
- व्यवसाई के कार्यालय, कारखाना में जीएसटी की छापामारी आसनसोल: आसनसोल के हिल व्यू इलाके में स्थित व्यवसायी पीएन सिंह के कार्यालय तथा कारखाने में जीएसटी की तरफ से दबिश डाली गई। गुरुवार की सुबह से ही जीएसटी के अधिकारी उनके कार्यालय में आए थे और उन्होंने अपनी कार्रवाई शुरू की। समझा जा रहा है कि जीएसटी में कुछ विसंगति के आरोपों की जांच के लिए यह अभियान चलाया गया। हालांकि किस मामले में यह जांच की जा रही है इसकी पुष्टि अभी तक नहीं हुई।1
- Post by Amjad Khan1