Shuru
Apke Nagar Ki App…
বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপির পরিবর্তন সভা ধেলাতবামু অঞ্চলে
Subrata Mandal
বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপির পরিবর্তন সভা ধেলাতবামু অঞ্চলে
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপির পরিবর্তন সভা ধেলাতবামু অঞ্চলে1
- পুঞ্চা :কুয়ো থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ1
- I PAC অফিসে ED অভিযান, প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহা।1
- কাশিপুরে সৌর চালিত পানীয় জলের প্রকল্পের উদ্বোধনে বিধায়ক1
- আইপ্যাক (I-PAC) অফিস এবং তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক তল্লাশির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম জেলার শিলদা। বৃহস্পতিবার বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শিলদাতে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ধরণের হানা চালানো হচ্ছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শিলদার রাজপথে আয়োজিত এই মিছিলে তৃনমূলের অসংখ্য নেতা-কর্মী পা মেলান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় মাহাত, বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু, বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার,পূর্ত কর্মাধ্যক্ষ হেমলেট মান্ডি, শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা হুঁশিয়ারি দেন যে, ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের জয়যাত্রা থামানো যাবে না। সামনের দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব।1
- Post by Amjad Khan1
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্যজুড়ে শুরু হয় ইডি হানার প্রতিবাদ। আইপ্যাক (I-PAC) ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) হানার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের নডিহা এলাকায় বিকেলে চারটে নাগাদ এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কলকাতার সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, “আজ বিকাল ৪টে থেকে সব ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করা হবে।” তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েই পাড়া ব্লকের নডিহা অঞ্চলের রাওতোড়া মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উমাপদ বাউরী, পাড়া ব্লক সভাপতি মনোজ সাহা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহ-সভাপতি সেখ হাসিবুর রহমান, মহিলা নেত্রী সীমা বাউরি সহ আরও বহু দলীয় নেতা-কর্মী। মিছিল চলাকালীন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে, আর এর বিরুদ্ধেই রাজ্যজুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন জোরদার করা হয়েছে।1
- বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট ডেপুটেশন কংগ্রেসের1