Shuru
Apke Nagar Ki App…
১৯৬৬ সালের ১২ সেপ্টেম্বর নাড়াজোলের রাজপরিবারের তরফে তৎকালীন রানী অঞ্জলি খান এবং অমিয় কৃষ্ণ খান তাঁদের রাজবাড়ির একাংশ দান করেন। প্রতিষ্ঠা হয় নাড়াজোল রাজ কলেজ। কলেজের জন্য রামদাসপুরের কার্তিক পাহাড়ি প্রথম দাতা হিসেবে এক হাজার টাকা দান করেছিলেন। রাজবাড়ির সেই বাড়ি ছেড়ে আজ কলেজ নিজের জমিতে নিজের ভবনে। শুরু হয়েছে কলেজের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন।
Soumen Misra
১৯৬৬ সালের ১২ সেপ্টেম্বর নাড়াজোলের রাজপরিবারের তরফে তৎকালীন রানী অঞ্জলি খান এবং অমিয় কৃষ্ণ খান তাঁদের রাজবাড়ির একাংশ দান করেন। প্রতিষ্ঠা হয় নাড়াজোল রাজ কলেজ। কলেজের জন্য রামদাসপুরের কার্তিক পাহাড়ি প্রথম দাতা হিসেবে এক হাজার টাকা দান করেছিলেন। রাজবাড়ির সেই বাড়ি ছেড়ে আজ কলেজ নিজের জমিতে নিজের ভবনে। শুরু হয়েছে কলেজের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাটারি,ঝাঁটা, লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়কের! পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া চন্দ্রকোনার বৈকন্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে, তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি কাটারি, দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলীর পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ( তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ)1
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড1
- জেলার সব থানায় ফুটবলের জোয়ার, শুরু জেলা পুলিশের ‘জার্মান কাপ’1
- দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা2
- *মেদিনীপুরে হাজির রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, যোগদান ৫০ জনের* বিধানসভা নির্বাচনের প্রাক্কলে মেদিনীপুর শহরে হাজির হলো রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাঙামাটির একটি আবাসনে তাঁদের একটি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দলের সাংসদ রাজেশ ভার্মা। এছাড়াও, উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি মহম্মদ রফিক আলি শেখ, জেলা সভাপতি সোমনাথ পাণ্ডে প্রমুখ। এদিন পুরুলিয়া সহ বিভিন্ন জেলার প্রায় ৫০ জন কর্মী বিভিন্ন দল ছেড়ে লোক জনশক্তি পার্টিতে যোগদান করেন। দলের সাংসদ রাজেশ ভার্মা বলেন, 'আমরা বাংলায় ক'টি আসনে প্রার্থী দেব, সেটা বড় কথা নয়। কিন্তু, এরাজ্যে এনডিএ সরকার গড়তে হবে। এনডিএ-কে শক্তিশালী করতেই আমরা এখানে এসেছি। এরাজ্যের মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষের পাশে নেই, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য আছেন।'1
- পিংলায় বিরোধীদের কড়া বার্তা—ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতির তীব্র হুঁশিয়ারি।1
- ২০২৬ প্রাইমারি গেমসে আবারো রাজ্য champion বাংলার তথা গোঘাটের গর্ব সাওরাগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু1
- পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ওড়িশা থেকে ফিরে আসা ফেরিওয়ালারা1