Shuru
Apke Nagar Ki App…
বীরভূম জেলার সুমন মূখার্জী কাঁপিয়ে দিলো আকাশ আটের মঞ্চ
Reporter Inamul Bhuinya
বীরভূম জেলার সুমন মূখার্জী কাঁপিয়ে দিলো আকাশ আটের মঞ্চ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সোনামুখী বিধানসভা পাত্রসায়ের ব্লকের কাঁটা দীঘি অঙ্গনওয়াড়ী কেন্দ্র ৩১ নং অবস্থায় দেখুন।1
- গ্রামবাংলায় চীনা মুরগি দেখা মিলল।1
- বিষ্ণুপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২1
- হুগলির খানাকুলের পূর্ব রাধানগরের নদী গভীর না করে বাইরে থেকে মাটি এনে তাই বাঁধ তৈরি দাবিতে রাস্তায় টায়ার জালিয়ে গ্রামবাসীদের অবরোধ1
- কলেজের প্রাপ্য ফিস নিয়ম মেনে পরিশোধ করার পরও সেমিস্টারের মার্কশিট না পাওয়া, প্রিন্সিপাল অফিস দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় থাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হলেও বছরের পর বছর কোনো অনুষ্ঠান না হওয়ার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরই প্রতিবাদে আজ কলেজ চত্বরে শুরু হয়েছে ধারাবাহিক বিক্ষোভ ও অবস্থান আন্দোলন। অভিযোগ, কলেজে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে অচল অবস্থায়। ছাত্রছাত্রীদের দাবি, সেমিস্টার শেষ হয়ে গেলেও অনেকেই এখনো মার্কশিট পাচ্ছেন না। ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে কলেজের টিচার-ইন-চার্জ বামদেব সেনাপতি বলেন, "প্রিন্সিপালের ঘর বন্ধ থাকায় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তবে ইতিমধ্যেই মার্কশিট বিতরণ শুরু হয়েছে এবং সেটি পেলেই স্কলারশিপের প্রক্রিয়া সম্পন্ন হবে। পানীয় জলের অভিযোগ আগে লিখিতভাবে জানানো হয়নি। আমি নিজেও নিজের ঘরে ঢুকতে না পেরে বাইরে বসে কাজ করছি; দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।" শিক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অর্থ নিলেও বহু বছর ধরে সেই অনুষ্ঠান হচ্ছে না। এদিন সকাল থেকেই কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসনও নজর রাখছে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে মার্কশিট বিতরণ, প্রশাসনিক কাজ স্বাভাবিক করা এবং অর্থের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।1
- মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মৃত্যু আরপিএফ জওয়ানের। মৃত আরপিএফ জওয়ানের নাম অলক কুমার কুন্ডু (৫০)। ভিড়িঙ্গি টিএন স্কুলের সংলগ্ন এলাকার বাসিন্দা। হাওড়ার কাশীপুরে পোস্টিং ছিলেন। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে বাইক নিয়ে বেনাচিতি বাজারে যাচ্ছিলেন। তখনই একটি মোটর ভ্যানের পিছনে ধাক্কা মারে ওই আরপিএফ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা।1
- বাঁকুড়া,বিষ্ণুপুর: সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার দুই বিষ্ণুপুরে1
- আজ ৭ ই জানুয়ারি'২৬ *নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ *পাট্টা প্রাপকদের অবিলম্বে রেকর্ড প্রদান*রেকর্ডভুক্ত জমির পুনরায় পাট্টা দেওয়া বন্ধ সহ ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের সীমাহীন দুর্নীতি বন্ধের দাবিতে-কোতুলপুর ব্লক ভূমিও ভূমি রাজস্ব দপ্তর ও বিডিও দপ্তরের মেইন গেইট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়।1
- বিজেপি ও তৃণমূল সরকারের পার্থক্য ও বুঝিয়ে দিলেন গোঘাট ২ নং ব্লকের শিক্ষা কর্মাধ্যক্য দেবাশীষ দত্ত মহাশয়ের1