logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ফিস দিয়েও মিলছে না মার্কসিট দিনভর বিক্ষোভ কলেজে কলেজের প্রাপ্য ফিস নিয়ম মেনে পরিশোধ করার পরও সেমিস্টারের মার্কশিট না পাওয়া, প্রিন্সিপাল অফিস দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় থাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হলেও বছরের পর বছর কোনো অনুষ্ঠান না হওয়ার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরই প্রতিবাদে আজ কলেজ চত্বরে শুরু হয়েছে ধারাবাহিক বিক্ষোভ ও অবস্থান আন্দোলন। ​অভিযোগ, কলেজে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে অচল অবস্থায়। ছাত্রছাত্রীদের দাবি, সেমিস্টার শেষ হয়ে গেলেও অনেকেই এখনো মার্কশিট পাচ্ছেন না। ​ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে কলেজের টিচার-ইন-চার্জ বামদেব সেনাপতি বলেন, "প্রিন্সিপালের ঘর বন্ধ থাকায় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তবে ইতিমধ্যেই মার্কশিট বিতরণ শুরু হয়েছে এবং সেটি পেলেই স্কলারশিপের প্রক্রিয়া সম্পন্ন হবে। পানীয় জলের অভিযোগ আগে লিখিতভাবে জানানো হয়নি। আমি নিজেও নিজের ঘরে ঢুকতে না পেরে বাইরে বসে কাজ করছি; দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।" ​শিক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অর্থ নিলেও বহু বছর ধরে সেই অনুষ্ঠান হচ্ছে না। এদিন সকাল থেকেই কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসনও নজর রাখছে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে মার্কশিট বিতরণ, প্রশাসনিক কাজ স্বাভাবিক করা এবং অর্থের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

1 day ago
user_ARNAB
ARNAB
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
1 day ago

ফিস দিয়েও মিলছে না মার্কসিট দিনভর বিক্ষোভ কলেজে কলেজের প্রাপ্য ফিস নিয়ম মেনে পরিশোধ করার পরও সেমিস্টারের মার্কশিট না পাওয়া, প্রিন্সিপাল অফিস দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় থাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হলেও বছরের পর বছর কোনো অনুষ্ঠান না হওয়ার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরই প্রতিবাদে আজ কলেজ চত্বরে শুরু হয়েছে ধারাবাহিক বিক্ষোভ ও অবস্থান আন্দোলন। ​অভিযোগ, কলেজে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে অচল অবস্থায়। ছাত্রছাত্রীদের দাবি, সেমিস্টার শেষ হয়ে গেলেও অনেকেই এখনো মার্কশিট পাচ্ছেন না। ​ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে কলেজের টিচার-ইন-চার্জ বামদেব সেনাপতি বলেন, "প্রিন্সিপালের ঘর বন্ধ থাকায় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তবে ইতিমধ্যেই মার্কশিট বিতরণ শুরু হয়েছে এবং সেটি পেলেই স্কলারশিপের প্রক্রিয়া সম্পন্ন হবে। পানীয় জলের অভিযোগ আগে লিখিতভাবে জানানো হয়নি। আমি নিজেও নিজের ঘরে ঢুকতে না পেরে বাইরে বসে কাজ করছি; দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।" ​শিক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অর্থ নিলেও বহু বছর ধরে সেই অনুষ্ঠান হচ্ছে না। এদিন সকাল থেকেই কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসনও নজর রাখছে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে মার্কশিট বিতরণ, প্রশাসনিক কাজ স্বাভাবিক করা এবং অর্থের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • খুঁজে পেলে 9593370056 এই নাম্বারে জানান
    1
    খুঁজে পেলে 9593370056 এই নাম্বারে জানান
    user_News Daspur
    News Daspur
    দাসপুর 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • আজ সকাল থেকেই কলকাতায় আইপ্যাক এর সদর দপ্তরে হানা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। তৃণমূল সুপ্রিয় ভবন মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূলের সাথে নৈতিক যুদ্ধে পেরে না ওঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে একাধিক বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে বাংলার বিভিন্ন জায়গায় চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল , পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরেও হল পথ অবরোধ করে বিক্ষোভ
    1
    আজ সকাল থেকেই কলকাতায় আইপ্যাক এর সদর দপ্তরে হানা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। তৃণমূল সুপ্রিয় ভবন মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূলের সাথে নৈতিক যুদ্ধে পেরে না ওঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে একাধিক বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে বাংলার বিভিন্ন জায়গায় চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল , পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরেও হল পথ অবরোধ করে বিক্ষোভ
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • জলপাইগুড়ি কথা উত্তরবঙ্গের বিশ্বস্ত ম্যানেজমেন্ট কলেজ EIILM KOLKATA JALPAIGURI CAMPUS এই কলেজের আজ HR content এবং YOUNG ENTREPRENEURSHIP award ceremony প্রোগ্রাম অনুষ্ঠিত হলো
    1
    জলপাইগুড়ি কথা উত্তরবঙ্গের বিশ্বস্ত ম্যানেজমেন্ট কলেজ EIILM KOLKATA JALPAIGURI CAMPUS 
এই কলেজের আজ HR content এবং YOUNG  ENTREPRENEURSHIP award ceremony প্রোগ্রাম অনুষ্ঠিত হলো
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে ঘাটাল জুড়ে তৃণমূলের প্রতিবাদ
    1
    কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে ঘাটাল জুড়ে তৃণমূলের প্রতিবাদ
    user_Mijanur
    Mijanur
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • বিজেপির কেন্দ্রীয় এজেন্সির মদতে তৃণমূলের আইটি সেল অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ছায়া দলুই, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনা এলাকায় এই মিছিল টির আয়োজন করা হয়।
    1
    বিজেপির কেন্দ্রীয় এজেন্সির মদতে তৃণমূলের আইটি সেল অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ছায়া দলুই, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ তৃণমূলের  কর্মী সমর্থকরা। আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনা এলাকায় এই মিছিল টির আয়োজন করা হয়।
    user_Madhusudan Bhattacharya
    Madhusudan Bhattacharya
    চন্দ্রকোনা 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • কেন্দ্রের বিজেপি সরকার সম্বন্ধে কি বললেন গোঘাট থানার অন্তর্গত পশ্চিম পাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান
    1
    কেন্দ্রের বিজেপি সরকার সম্বন্ধে কি বললেন গোঘাট থানার অন্তর্গত পশ্চিম পাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Journalist গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • Safe drive, save life
    1
    Safe drive, save life
    user_JBP NEWS BANGLA
    JBP NEWS BANGLA
    Local News Reporter জগৎবল্লভপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    58 min ago
  • ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
    1
    ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে -  দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়।
মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI -   দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.