Shuru
Apke Nagar Ki App…
আইপ্যাক অফিসে ইডির অভিযানের বিরুদ্ধে চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। বিজেপির কেন্দ্রীয় এজেন্সির মদতে তৃণমূলের আইটি সেল অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ছায়া দলুই, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনা এলাকায় এই মিছিল টির আয়োজন করা হয়।
Madhusudan Bhattacharya
আইপ্যাক অফিসে ইডির অভিযানের বিরুদ্ধে চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। বিজেপির কেন্দ্রীয় এজেন্সির মদতে তৃণমূলের আইটি সেল অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ছায়া দলুই, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনা এলাকায় এই মিছিল টির আয়োজন করা হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বাঁকুড়া, জয়পুর: শতবর্ষ পূর্তি ও পূণর্মিলন উৎসব ২০২৬ , প্রস্তুতি তুঙ্গে বৈতল গোপেশ্বরে1
- Post by Krishaksetu bangla1
- মঙ্গলবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বরুণ দায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু হলো দুইজনের মৃতদের নাম পার্থপ্রতিম দেঁড়ে বয়স ৪৪, এবং পরান দিয়াশী ওরফে শ্রীকান্ত বয়স ৪২।আহত বিকাশ পাত্র,জানা গেছে এদিন এরা দুজন মুরগি বোঝাই গাড়ি নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে বাগনানে বাড়িতে ফিরছিল,নবাসনের কাছে বরুণ দায় রাস্তার গাড়ি দাঁড় করানো একটি চার চাকার গাড়ি র পিছনে সরাসরি ধাক্কা মারে। আশপাশের লোকজন বিকট আওয়াজে ছুটে এসে যখনদের উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় নবাসন গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে বাগনান থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।4
- আইপ্যাক (I-PAC) অফিস এবং তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক তল্লাশির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম জেলার শিলদা। বৃহস্পতিবার বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শিলদাতে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ধরণের হানা চালানো হচ্ছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শিলদার রাজপথে আয়োজিত এই মিছিলে তৃনমূলের অসংখ্য নেতা-কর্মী পা মেলান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় মাহাত, বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু, বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার,পূর্ত কর্মাধ্যক্ষ হেমলেট মান্ডি, শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা হুঁশিয়ারি দেন যে, ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের জয়যাত্রা থামানো যাবে না। সামনের দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব।1
- মাকে নিয়ে বিকালবেলা ঘুরতে যাওয়া সময় ক্যামেরা বন্দি করলাম1
- Safe drive, save life1
- শুরু হয়ে গেলো গঙ্গা সাগর মেলা বিবেকানন্দ মূর্তি তে মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে বাবু ঘাটের সাধু বাবা দের এবং তীর্থ যাত্রীদের জন্য ক্যাম্প এর উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়1
- বাঁকুড়া, কোতুলপুর: মাধবপুর থেকে আদ্রা বাজার পর্যন্ত রাস্তা তৈরীর পর।1
- বিনপুর এক নম্বর অঞ্চলের আঁধারিয়া অঞ্চলে ৬ কিলোমিটার প্রতিবাদ মিছিল করে বিনপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তারা চাঁদ হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা।1