Shuru
Apke Nagar Ki App…
বাঁকুড়া, কোতুলপুর: মাধবপুর থেকে আদ্রা বাজার পর্যন্ত রাস্তা তৈরীর পর।
Reporter Inamul Bhuinya
বাঁকুড়া, কোতুলপুর: মাধবপুর থেকে আদ্রা বাজার পর্যন্ত রাস্তা তৈরীর পর।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- You said: লেখাটা দাও ChatGPT said: এখানে ছবির লেখাটি হুবহু তুলে দিচ্ছি— ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ প্রতিবেশী দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে শুক্রবার সকালে ২৫ নম্বর ওয়ার্ডের অমরাবতী কলোনিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান চালানো হয়। এই অভিযানে মোট দুটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রথম ক্ষেত্রে, অমরাবতী কলোনির একটি হোটেলের অবৈধভাবে নির্মিত স্টোররুম ও বাথরুম পুরসভা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, কোনও অনুমতি ছাড়াই এই নির্মাণ কাজ করা হয়েছিল। অভিযানের সময় কোনও অশান্তিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা। পাশাপাশি নিরাপত্তা রক্ষার জন্য নিউ টাউনশিপ থানার পুলিশ প্রশাসনও মোতায়েন ছিল।3
- ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সিউড়ি রাজনগর রুটে পাকা সড়কে চন্দ্রপুর থানার হীরাখুনি মোড়ের কাছে একটি লরি উল্টে যায়৷ আর তাতেই লরির তলায় চাপা পড়ে ১ ব্যক্তির মৃ*/*/ত্যু ঘটে৷1
- খুঁজে পেলে 9593370056 এই নাম্বারে জানান1
- কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে ঘাটাল জুড়ে তৃণমূলের প্রতিবাদ1
- পুঞ্চা :কুয়ো থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ1
- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচকে মিছিল। ডেবরা ব্লকের ডুঁয়া ১০/২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচক এই মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডুঁয়া ১০/২ অঞ্চলের একাধিক অঞ্চল, বুথ ও ব্লক স্তরের নেতৃত্ব।1
- বাঁকুড়া, কোতুলপুর: মাধবপুর থেকে আদ্রা বাজার পর্যন্ত রাস্তা তৈরীর পর।1
- আবারো বড়সড় সফল্য দুর্গাপুর থানার পুলিশের। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার তিন প্রতিবেশী। উদ্ধার নগদ টাকা সহ চুরি যাওয়া জিনিসপত্র। খুশি বাড়ির মালিক। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ। ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের প্রেম কুমার তালা বন্ধ করে আত্মীয়র বাড়িতে গেছিলেন। চলতি বছরের ৩ তারিখ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির আলমারি ভাঙা। উধাও নগদ কুড়ি হাজার টাকা, সোনা রুপোর অলংকার সহ বাসন পত্র। তারপরেই তিনি দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর নাজমুল হুদার নেতৃত্বে চলে তদন্ত। তদন্তের ভিত্তিতে উঠে আসে এলাকার তিনজনের নাম মনিশ প্রসাদ, ছোট্ট গরাই ও দিলীপ সাউ। তিনজনকেই অন্নপূর্ণা নগর থেকে গ্রেফতার করা হয়। তারপরেই তাদের জেরা করে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র ও নগদ টাকা। পুলিশের সাফল্যে খুশি এলাকার মানুষজন। বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা বলেন,"অত্যন্ত তৎপরতার সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আমাদের পাড়ার। তারা যে চুরি করতে পারে সেটা ভেবেই অবাক লাগছে। তবে পুলিশকে ধন্যবাদ।"1
- শুরু হয়ে গেলো গঙ্গা সাগর মেলা বিবেকানন্দ মূর্তি তে মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে বাবু ঘাটের সাধু বাবা দের এবং তীর্থ যাত্রীদের জন্য ক্যাম্প এর উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়1