ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ প্রতিবেশী আবারো বড়সড় সফল্য দুর্গাপুর থানার পুলিশের। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার তিন প্রতিবেশী। উদ্ধার নগদ টাকা সহ চুরি যাওয়া জিনিসপত্র। খুশি বাড়ির মালিক। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ। ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের প্রেম কুমার তালা বন্ধ করে আত্মীয়র বাড়িতে গেছিলেন। চলতি বছরের ৩ তারিখ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির আলমারি ভাঙা। উধাও নগদ কুড়ি হাজার টাকা, সোনা রুপোর অলংকার সহ বাসন পত্র। তারপরেই তিনি দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর নাজমুল হুদার নেতৃত্বে চলে তদন্ত। তদন্তের ভিত্তিতে উঠে আসে এলাকার তিনজনের নাম মনিশ প্রসাদ, ছোট্ট গরাই ও দিলীপ সাউ। তিনজনকেই অন্নপূর্ণা নগর থেকে গ্রেফতার করা হয়। তারপরেই তাদের জেরা করে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র ও নগদ টাকা। পুলিশের সাফল্যে খুশি এলাকার মানুষজন। বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা বলেন,"অত্যন্ত তৎপরতার সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আমাদের পাড়ার। তারা যে চুরি করতে পারে সেটা ভেবেই অবাক লাগছে। তবে পুলিশকে ধন্যবাদ।"
ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ প্রতিবেশী আবারো বড়সড় সফল্য দুর্গাপুর থানার পুলিশের। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার তিন প্রতিবেশী। উদ্ধার নগদ টাকা সহ চুরি যাওয়া জিনিসপত্র। খুশি বাড়ির মালিক। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ। ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের প্রেম কুমার তালা বন্ধ করে আত্মীয়র বাড়িতে গেছিলেন। চলতি বছরের ৩ তারিখ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির আলমারি ভাঙা। উধাও নগদ কুড়ি হাজার টাকা, সোনা রুপোর অলংকার সহ বাসন পত্র। তারপরেই তিনি দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর নাজমুল হুদার নেতৃত্বে চলে তদন্ত। তদন্তের ভিত্তিতে উঠে আসে এলাকার তিনজনের নাম মনিশ প্রসাদ, ছোট্ট গরাই ও দিলীপ সাউ। তিনজনকেই অন্নপূর্ণা নগর থেকে গ্রেফতার করা হয়। তারপরেই তাদের জেরা করে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র ও নগদ টাকা। পুলিশের সাফল্যে খুশি এলাকার মানুষজন। বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা বলেন,"অত্যন্ত তৎপরতার সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আমাদের পাড়ার। তারা যে চুরি করতে পারে সেটা ভেবেই অবাক লাগছে। তবে পুলিশকে ধন্যবাদ।"
- লাইফ সার্টিফিকেট আপডেট করার নামে প্রবীণ নাগরিককে প্রতারণার অভিযোগে ভিনরাজ্যে বসে জালিয়াতি করা এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনাকে ঘিরে কাঁকসা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবুদারদা আহম্মেদ। তার বাড়ি উত্তরপ্রদেশে হলেও বর্তমানে সে মুম্বাইতে বসবাস করছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে প্রযুক্তিগত সূত্র ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে পুলিশ। এরপর মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়।শুক্রবার সন্ধায় নিয়ে আসা হয় অভিযুক্তকে।শনিবার পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।অভিযোগকারী কাঁকসার তপোবনের বাসিন্দা অশোক কুমার রায়। তাঁর অভিযোগ ছিল, নিজেকে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে অভিযুক্ত ফোন করে লাইফ সার্টিফিকেট আপডেট না হলে পেনশন বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখায়। এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়টি বুঝতে পেরে অশোকবাবু কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবেই প্রবীণদের টার্গেট করে এই প্রতারণা চালানো হচ্ছিল।পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।1
- RANIGANJ : रानीगंज की ऐतिहासिक 'मूर्ति गली' में सरस्वती पूजा की तैयारियाँ तेज़, शिल्पजगत में छाई रौनक REPORT : Faizan Siddiqui1
- টিনের চাল কেটে ওষুধের দোকানে চুরি। দুর্গাপুরের কনিষ্ক মার্কেটে এ একটি দোকানে চুরি যায় নগদ ২৫ হাজার টাকা সহ বেশ কিছু দামি ওষুধ। ওমান লোপাটের জন্য সিসিটিভির যে হার্ডডিস্ক সেটি নিয়ে যায় দুষ্কৃতীরা। দোকানের যে টিনের চাল সেই টিনের চাল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে। শুক্রবার সকালে দোকান খুলে দোকান মালিক দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তা দেখে সন্দেহ হয় এরপর দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে।1
- छात्रा पर छींटाकशी के बाद बाहरी युवकों ने छात्रों को पीटा, स्कूल में अनुशासन नहीं होने का लोगों ने लगाया आरोप बर्नपुर : हीरापुर थाना अंतर्गत 8 नंबर स्थित स्कूल में बाहरी युवकों पर स्कूल के छात्रों के साथ मारपीट करने का आरोप लगा है। इस घटना से स्कूल के बाहर अफरा तफरी का माहौल रहा। घटना की सूचना मिलते ही मौके पर पहुंची हीरापुर थाना पुलिस ने जांच पड़ताल की। जानकारी के अनुसार 8 नंबर बस्ती इलाके में स्थित महात्मा गांधी हाई स्कूल में गुरुवार को उस वक्त हंगामा मच गया, जब अभिभावकों ने आक्रोश जताते हुए कहा कि इस क्षेत्र के खटाल इलाके कुछ युवक स्कूल के अंदर आए और उन्होंने स्कूल के कुछ छात्रों के साथ मारपीट किया। लोगों के साथ अभिभावकों का आरोप है कि छात्रों को उन युवकों ने बेल्ट से पीटना शुरू कर दिया। पूरा विवाद एक छात्रा से जुड़ा बताया जा रहा है। आरोप है कि एक छात्र द्वारा उक्त छात्रा को छींटाकशी करते हुए मोटी कहा गया, जिसके बाद छात्रा के कहने पर पहुंचे कुछ युवकों ने छात्रों से मारपीट की। वहीं मौके पर पहुंची पुलिस ने भी एक पीड़ित छात्र से घटना की जानकारी ली। दूसरी तरफ अभिभावकों के साथ स्थानीय लोगों का कहना है कि स्कूल में अनुशासन नाम की कोई चीज नहीं है और कभी भी कोई बाहरी व्यक्ति स्कूल में आकर इस तरह की घटना को अंजाम दे सकता है। यह पहली घटना नहीं है कि स्कूल के भीतर जाकर बाहरी लोगों ने मारपीट की घटना की अंजाम दिया हो। हालांकि इस संबंध में स्कूल के प्रधानाध्यापक जैनुल आबेदीन ने से कहा कि उन्हें इस बात का पता नहीं है कि स्कूल के किसी विद्यार्थी को चोट लगी है या नहीं और उन्होंने कहा कि स्कूल परिसर के अंदर कोई हंगामा नहीं हुआ। घटना स्कूल के बाहर घटी है। इसलिए स्कूल के बाहर क्या हुआ है उन्हें इसकी जानकारी नहीं है।1
- MP দের আন্দোলনে পুলিশের আক্রমণ1
- কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল1
- মানবাজারে বড়পুল গ্রামে ভয়াবহ এক্সিডেন্ট1
- রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর-ফরিদপুরের জেমুয়া এলাকায় দলীয় পতাকা নিয়ে মিছিল করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। আইএসএফ নেতৃত্বের দাবি, সব ধর্মের মানুষ তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তৃণমূল-বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতির ডাক দিচ্ছেন। অন্যদিকে, তৃণমূল ও বিজেপি দুই দলই আইএসএফকে কটাক্ষ করতে ছাড়েনি। ভোটের লড়াইয়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।1