Shuru
Apke Nagar Ki App…
MP দের আন্দোলনে পুলিশের আক্রমণ
Reporter Inamul Bhuinya
MP দের আন্দোলনে পুলিশের আক্রমণ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- MP দের আন্দোলনে পুলিশের আক্রমণ1
- হাওড়া বিষ্ণুপুর প্রস্তাবিত রেলপথের এটি কামারপুকুর রেল স্টেশনের ছবি। কোথাও রেলের স্লিপার পাতা হলেও, বেশ কিছুটা অংশই এখনো পড়ে রয়েছে স্লিপার না বসানো অবস্থায়। কিন্তু স্টেশনের সমস্ত কাজ প্রায় শেষের দিকে লাগাতার কাজ চলছে।1
- আরামবাগ - বর্ধমান রাজ্য সড়কে পথ অবরোধ বিজেপির বিস্তারিত দেখুন #newsarambaghtown #arambaghhooghly #আইপ্যাক #আরামবাগ #banglanewslive #মমতাব্যানার্জি #Banglanews #reelsfacebook #BJPNEWS #Hooghly #bjp News Arambagh Town1
- ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়ক। দুর্ঘটনা মানেই ঘাটাল পাঁশকুড়া সড়ক। ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করতেই হয়তো সম্প্রতি ডি এস পি ট্রাফিক টু বা ট্রাফিক ওসি জেলা পুলিশ থেকে নিযুক্ত। এই সড়কে বকুলতলার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক কোন জায়গায়? এখানে আদৌও যান চলাচল নিরাপদ এবং নিয়ম মাফিক? এই বকুলতলা থেকেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ও ঘাটাল মেদিনীপুর সড়ক ৪ ভাগে বিভক্ত হয়েছে। পাঁশকুড়ার দিকে অর্থাৎ দক্ষিণ অংশের ট্রাফিক বিভাজন দেখলে দেখা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে আসা রাস্তাটাকে মাত্র একটা ব্যারিকেড দুভাগে ভাগ করেছে। সামনেই যাত্রী বোঝাই বাস ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করায়। আবার বাম পাশ দিয়েই পাঁশকুড়া থেকে আসা মেদিনীপুর গামী যানবাহনকে পাঠানো হচ্ছে আবার ওদিক থেকে পাঁশকুড়া সড়কে ওঠানো হচ্ছে। এদিকে আবার ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যানবাহন ছুটছে। এবার৷ উত্তর দিকে অর্থাৎ দাসপুরের দিকের ট্রাফিক বিভাজন দেখলে দেখবেন এদিক দিক থেকে মেদিনীপুরের যানবাহনের যাতায়াত ওদিক থেকে ঘাটাল মেদিনীপুর গামী যানবাহনের যাতায়াত এই যাতায়াতকে নাকি কন্ট্রোল করছে এক প্লাস্টিক রেলিং। সেই জোরে ওই জংসনে যাতায়াত আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের হাজার হাজার যানবাহনের। ঘাটালের দিক থেকে যারা মেদিনীপুরের রাস্তা এই বকুলতলায় ধরছেন বা মেদিনীপুরের দিক থেকে এসে দাসপুরের দিকে যারা যাবেন তাঁরা প্রাণ হাতে করে ওই বিভাজনে পা রাখেন। এই বকুলতলার ট্রাফিক কন্ট্রোল কতটা নিরাপদ বা আপনার অভিজ্ঞতা কী বলছে জানাবেন।1
- দাসপুরে পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন, খুশি এলাকাবাসী1
- লাইফ সার্টিফিকেট আপডেট করার নামে প্রবীণ নাগরিককে প্রতারণার অভিযোগে ভিনরাজ্যে বসে জালিয়াতি করা এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনাকে ঘিরে কাঁকসা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবুদারদা আহম্মেদ। তার বাড়ি উত্তরপ্রদেশে হলেও বর্তমানে সে মুম্বাইতে বসবাস করছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে প্রযুক্তিগত সূত্র ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে পুলিশ। এরপর মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়।শুক্রবার সন্ধায় নিয়ে আসা হয় অভিযুক্তকে।শনিবার পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।অভিযোগকারী কাঁকসার তপোবনের বাসিন্দা অশোক কুমার রায়। তাঁর অভিযোগ ছিল, নিজেকে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে অভিযুক্ত ফোন করে লাইফ সার্টিফিকেট আপডেট না হলে পেনশন বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখায়। এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়টি বুঝতে পেরে অশোকবাবু কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবেই প্রবীণদের টার্গেট করে এই প্রতারণা চালানো হচ্ছিল।পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।1
- সাতসকালে বাগানের ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার র*/*ক্তা*/ক্ত ও অর্ধ*/*/নগ্ন মৃতদেহ।1
- বাঁকুড়া, জয়পুর: শতবর্ষ পূর্তি ও পূণর্মিলন উৎসব ২০২৬ , প্রস্তুতি তুঙ্গে বৈতল গোপেশ্বরে1