Shuru
Apke Nagar Ki App…
বিনপুর এক নম্বর অঞ্চলের আঁধারিয়া অঞ্চলে ৬ কিলোমিটার প্রতিবাদ মিছিল করে বিনপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তারা চাঁদ হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা।
JHARGRAM NEWS UPDATE
বিনপুর এক নম্বর অঞ্চলের আঁধারিয়া অঞ্চলে ৬ কিলোমিটার প্রতিবাদ মিছিল করে বিনপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তারা চাঁদ হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আইপ্যাক (I-PAC) অফিস এবং তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক তল্লাশির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম জেলার শিলদা। বৃহস্পতিবার বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শিলদাতে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ধরণের হানা চালানো হচ্ছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শিলদার রাজপথে আয়োজিত এই মিছিলে তৃনমূলের অসংখ্য নেতা-কর্মী পা মেলান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় মাহাত, বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু, বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার,পূর্ত কর্মাধ্যক্ষ হেমলেট মান্ডি, শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা হুঁশিয়ারি দেন যে, ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের জয়যাত্রা থামানো যাবে না। সামনের দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব।1
- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচকে মিছিল। ডেবরা ব্লকের ডুঁয়া ১০/২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিচক এই মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডুঁয়া ১০/২ অঞ্চলের একাধিক অঞ্চল, বুথ ও ব্লক স্তরের নেতৃত্ব।1
- ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়ক। দুর্ঘটনা মানেই ঘাটাল পাঁশকুড়া সড়ক। ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করতেই হয়তো সম্প্রতি ডি এস পি ট্রাফিক টু বা ট্রাফিক ওসি জেলা পুলিশ থেকে নিযুক্ত। এই সড়কে বকুলতলার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক কোন জায়গায়? এখানে আদৌও যান চলাচল নিরাপদ এবং নিয়ম মাফিক? এই বকুলতলা থেকেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ও ঘাটাল মেদিনীপুর সড়ক ৪ ভাগে বিভক্ত হয়েছে। পাঁশকুড়ার দিকে অর্থাৎ দক্ষিণ অংশের ট্রাফিক বিভাজন দেখলে দেখা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে আসা রাস্তাটাকে মাত্র একটা ব্যারিকেড দুভাগে ভাগ করেছে। সামনেই যাত্রী বোঝাই বাস ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করায়। আবার বাম পাশ দিয়েই পাঁশকুড়া থেকে আসা মেদিনীপুর গামী যানবাহনকে পাঠানো হচ্ছে আবার ওদিক থেকে পাঁশকুড়া সড়কে ওঠানো হচ্ছে। এদিকে আবার ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যানবাহন ছুটছে। এবার৷ উত্তর দিকে অর্থাৎ দাসপুরের দিকের ট্রাফিক বিভাজন দেখলে দেখবেন এদিক দিক থেকে মেদিনীপুরের যানবাহনের যাতায়াত ওদিক থেকে ঘাটাল মেদিনীপুর গামী যানবাহনের যাতায়াত এই যাতায়াতকে নাকি কন্ট্রোল করছে এক প্লাস্টিক রেলিং। সেই জোরে ওই জংসনে যাতায়াত আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের হাজার হাজার যানবাহনের। ঘাটালের দিক থেকে যারা মেদিনীপুরের রাস্তা এই বকুলতলায় ধরছেন বা মেদিনীপুরের দিক থেকে এসে দাসপুরের দিকে যারা যাবেন তাঁরা প্রাণ হাতে করে ওই বিভাজনে পা রাখেন। এই বকুলতলার ট্রাফিক কন্ট্রোল কতটা নিরাপদ বা আপনার অভিজ্ঞতা কী বলছে জানাবেন।1
- দাসপুরে পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন, খুশি এলাকাবাসী1
- সাতসকালে বাগানের ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার র*/*ক্তা*/ক্ত ও অর্ধ*/*/নগ্ন মৃতদেহ।1
- মানবাজারে বড়পুল গ্রামে ভয়াবহ এক্সিডেন্ট1
- হাওড়া বিষ্ণুপুর প্রস্তাবিত রেলপথের এটি কামারপুকুর রেল স্টেশনের ছবি। কোথাও রেলের স্লিপার পাতা হলেও, বেশ কিছুটা অংশই এখনো পড়ে রয়েছে স্লিপার না বসানো অবস্থায়। কিন্তু স্টেশনের সমস্ত কাজ প্রায় শেষের দিকে লাগাতার কাজ চলছে।1
- বিনপুর এক নম্বর অঞ্চলের আঁধারিয়া অঞ্চলে ৬ কিলোমিটার প্রতিবাদ মিছিল করে বিনপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তারা চাঁদ হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা।1