ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
- খুঁজে পেলে 9593370056 এই নাম্বারে জানান1
- আজ সকাল থেকেই কলকাতায় আইপ্যাক এর সদর দপ্তরে হানা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। তৃণমূল সুপ্রিয় ভবন মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূলের সাথে নৈতিক যুদ্ধে পেরে না ওঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে একাধিক বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে বাংলার বিভিন্ন জায়গায় চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল , পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরেও হল পথ অবরোধ করে বিক্ষোভ1
- সাতসকালে বাগানের ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার র*/*ক্তা*/ক্ত ও অর্ধ*/*/নগ্ন মৃতদেহ।1
- কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে ঘাটাল জুড়ে তৃণমূলের প্রতিবাদ1
- বিজেপির কেন্দ্রীয় এজেন্সির মদতে তৃণমূলের আইটি সেল অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ছায়া দলুই, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনা এলাকায় এই মিছিল টির আয়োজন করা হয়।1
- কেন্দ্রের বিজেপি সরকার সম্বন্ধে কি বললেন গোঘাট থানার অন্তর্গত পশ্চিম পাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান1
- Safe drive, save life1
- ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।1