খো খো খেলায় এবার নজড় কারতে চলেছে মালদহে ছাত্রীরা। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ছাত্রীরা যাছে খো খো খেলায় রাজ্য স্তরে।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহের ১৩ ছাত্রী খো খো খেলায় রাজ্য স্তরের চ্যাম্পিয়ন কেড়ে নেওয়া জোর প্রস্তুতি চলছে মালদহের ছাত্রীদের।খো খো খেলার অ্যাসোসিয়েশনে সদস্য তথা কোচ তাহিদুর রহমান - জানান এবছর খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন শিরোপা জিতে এসেছে মালদহের ছাত্রীরা।এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে মালদহের মোট ১৩ ছাত্রী তার মধ্যে রয়েছে বেসরকারি ওটু পাবলিক স্কুলের চার জন ছাত্রী মোসা:ফারানা খাতুন,আফরিনা আফরোজ, জুবাইদা খাতুন,সৃজনি ঘোষ সহ রয়েছে গোলাপগঞ্জ হাই স্কুল চার জন,আব্বাসগঞ্জ হাই মাদ্রাসাচার জন, বাঙ্গিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।মালদহে থেকে রাজ্য স্তরে খেলার জন্য আগামী ১৬ই জানুয়ারি পাড়ি দিতে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিশাদল ব্লকের ঘাশিপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাঠে।খো খো খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮ ও ১৯ শে জানুয়ারি। এই বিষেয়ে ওটু পাবলিক স্কুল (O2) কর্তৃপক্ষ জানান ওটু পাবলিক স্কুলের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খো খো খেলায় জায়গায় পেয়ে স্কুলের আধিকারিক থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলেই খুশি।খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন্সার হওয়ার পরে এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে। এখন ছাত্রীদের নজর চ্যাম্পিয়ন ট্রফি জিতে আসার।
খো খো খেলায় এবার নজড় কারতে চলেছে মালদহে ছাত্রীরা। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ছাত্রীরা যাছে খো খো খেলায় রাজ্য স্তরে।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহের ১৩ ছাত্রী খো খো খেলায় রাজ্য স্তরের চ্যাম্পিয়ন কেড়ে নেওয়া জোর প্রস্তুতি চলছে মালদহের ছাত্রীদের।খো খো খেলার অ্যাসোসিয়েশনে সদস্য তথা কোচ তাহিদুর রহমান - জানান এবছর খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন শিরোপা জিতে এসেছে মালদহের ছাত্রীরা।এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে মালদহের মোট ১৩ ছাত্রী তার মধ্যে রয়েছে বেসরকারি ওটু পাবলিক স্কুলের চার জন ছাত্রী মোসা:ফারানা খাতুন,আফরিনা আফরোজ, জুবাইদা খাতুন,সৃজনি ঘোষ সহ রয়েছে গোলাপগঞ্জ হাই স্কুল চার জন,আব্বাসগঞ্জ হাই মাদ্রাসাচার জন, বাঙ্গিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।মালদহে থেকে রাজ্য স্তরে খেলার জন্য আগামী ১৬ই জানুয়ারি পাড়ি দিতে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিশাদল ব্লকের ঘাশিপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাঠে।খো খো খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮ ও ১৯ শে জানুয়ারি। এই বিষেয়ে ওটু পাবলিক স্কুল (O2) কর্তৃপক্ষ জানান ওটু পাবলিক স্কুলের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খো খো খেলায় জায়গায় পেয়ে স্কুলের আধিকারিক থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলেই খুশি।খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন্সার হওয়ার পরে এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে। এখন ছাত্রীদের নজর চ্যাম্পিয়ন ট্রফি জিতে আসার।
- পেটের দায়ে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে যাওয়াই শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে দুমাস আটকে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালিয়াচকের সন্তান আমির শেখ বলে এক যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আবার কালিয়াচকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়, মালদা সফরে এসে আমির শেখের সাথে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ তার প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।1
- শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কায় বিক্ষোভ বিজেপি নেতৃত্বের।1
- দক্ষিণ দিনাজপুর: লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল এক বিরল বন্যপ্রাণী ভাম বেড়ালকে ঘিরে যাকে ইংরেজিতে সিভেট ক্যাট বলে । বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চকভৃগু এলাকার ১৩ নং ওয়ার্ডের এক বাসিন্দা প্রথমে প্রাণীটিকে শিয়াল ভেবে উদ্ধার করেন। শীতের তীব্র ঠান্ডার কারণে জড়োসড়ো হয়ে পড়েছিল বন্যপ্রাণীটি। পরদিন সকালে ওই বাসিন্দারা লক্ষ্য করেন, এটি শিয়াল নয়, অন্য রকমের একটি বন্যপ্রাণী। এরপর প্রাণীটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি তাদের হাতে একাধিকবার কামড় দেয়। এর জেরে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হয়। ঘটনার পরই খবর দেওয়া হয় বনদপ্তর ও একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে। খবর পেয়ে বনদপ্তর এবং উদ্ধারকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাম বেড়ালটিকে উদ্ধার করে বালুরঘাট বনদপ্তরে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে বন্যপ্রাণীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। হঠাৎ এই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে উদ্ধার হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাম বেড়ালটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড়ও জমে যায়। বনদপ্তরের মতে, অন্যান্য বন্যপ্রাণীর ধাওয়া খেয়েই সম্ভবত ভাম বেড়ালটি লোকালয়ে ঢুকে পড়েছিল। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট খবরে খবর।4
- চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে নলহাটিতে বিজেপির বিক্ষোভ1
- হিন্দু–মুসলিম ‘দুটি কুসুম’-এর জীবন্ত নজির ভগবানগোলার বাজিতপুরে1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- পেটের দায়ে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে যাওয়াই শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে দুমাস আটকে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালিয়াচকের সন্তান আমির শেখ বলে এক যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আবার কালিয়াচকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়, মালদা সফরে এসে আমির শেখের সাথে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ তার প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।1