Shuru
Apke Nagar Ki App…
বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের
কলকাতা টিভি নিউজ
বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নলহাটিতে বিভিন্ন বুথে ‘উন্নয়নের সংলাপ’—উপস্থিত বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং!!1
- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বীরভূমের রামপুরহাট শহরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রবিবার সন্ধ্যে নাগাদ রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব, এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট শহর বিজেপির নেতাকর্মীরা। প্রসঙ্গত শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি পাশ করার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তা উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর গাড়ি আসতেই হামলা চালানো হয়। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, ১২-১৫ জন গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। হামলাকারীদের সঙ্গে পেট্রল-ডিজেল ছিল বলেও তিনি দাবি করেন।1
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1
- পেটের দায়ে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে যাওয়াই শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে দুমাস আটকে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালিয়াচকের সন্তান আমির শেখ বলে এক যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আবার কালিয়াচকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়, মালদা সফরে এসে আমির শেখের সাথে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ তার প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।1
- Post by Jayanta Biswas1
- গতকাল 10/01/26 শনিবারে, বিভিন্ন জায়গার সঙ্গে কৃষ্ণনগর সাপুরিয়া পাড়াতেও হলো পৌষ কালী পূজা। সেই সঙ্গে পথের ধারে চেয়ার টেবিল পেতে, সন্ধ্যা থেকে হয়েছে প্রসাদ খাওয়ানো। মেনু ছিল- খিচুড়ি, আলুর দম, টমেটোর চাটনি ও একটি করে নলেন গুড়ের রসগোল্লা। আমিও বসে প্রসাদ খেলাম। রইল হোম-যজ্ঞ চলাকালীন পূজার ভিডিও। #পৌষকালী #PoushKali #অনুপমসরকারচক্রবর্তীরভিডিওগ্রাফি #AnupamSarkarChakrabortysVideography1
- রাজনীতির ঊর্ধ্বে ভালোবাসার পিকনিক, হলদিআড়া আম বাগানে মতিউর হোসেন প্রামানিকের ডাকে হাজির বিধায়ক জাকির হোসেন1
- ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন সুগার কারবারিরা। ঠিক এই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহদিপুর এলাকায় হানা দিয়ে দুই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকাও। রবিবার পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।1
- মানবতার আলো জ্বালিয়ে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা যিনি দিয়ে গেছেন, সেই রাম ঠাকুরের আদর্শকে সামনে রেখেই আজ এক অনন্য মানবিক কর্মসূচির সাক্ষী থাকল দুর্গাপুর। সিটি সেন্টারের সিধু-কানু স্টেডিয়ামে রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগ্রহ করা হয় মোট ৫৮ ইউনিট রক্ত, যা দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, এই রক্ত ভবিষ্যতে জরুরি চিকিৎসায় বহু রোগীর প্রাণ বাঁচাতে সহায়ক হবে। রাম ঠাকুরের মানবপ্রেম ও সহমর্মিতার দর্শনকে বাস্তবে রূপ দিয়ে এদিনের কর্মসূচিতে আরও এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়। প্রায় দুই বছর আগে গান্ধী মোড় এলাকায় এক দুর্ঘটনায় পা হারানো এক যুবক বর্তমানে শারীরিক অক্ষমতার কারণে ভিক্ষা করে জীবনযাপন করছে। তার দুর্দশার কথা জানতে পেরে রাম ঠাকুর আশ্রমের পক্ষ থেকে ওই যুবককে একটি ট্রাইসাইকেল উপহার দেওয়া হয়। এই ট্রাইসাইকেল শুধু চলাফেরার সহায়ক নয়, বরং স্বনির্ভরতার পথে নতুন করে এগিয়ে যাওয়ার এক আশার বার্তা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, আসানসোল দুর্গাপুর উদয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রমূখ। রাম ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত এই মানবিক উদ্যোগ দুর্গাপুরবাসীর মনে রেখে গেল মানবতার গভীর ছাপ।1