Shuru
Apke Nagar Ki App…
ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।
Avijit Mondal
ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কায় বিক্ষোভ বিজেপি নেতৃত্বের।1
- পেটের দায়ে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে যাওয়াই শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে দুমাস আটকে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালিয়াচকের সন্তান আমির শেখ বলে এক যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আবার কালিয়াচকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়, মালদা সফরে এসে আমির শেখের সাথে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ তার প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- হিন্দু–মুসলিম ‘দুটি কুসুম’-এর জীবন্ত নজির ভগবানগোলার বাজিতপুরে1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- দক্ষিণ দিনাজপুর: লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল এক বিরল বন্যপ্রাণী ভাম বেড়ালকে ঘিরে যাকে ইংরেজিতে সিভেট ক্যাট বলে । বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চকভৃগু এলাকার ১৩ নং ওয়ার্ডের এক বাসিন্দা প্রথমে প্রাণীটিকে শিয়াল ভেবে উদ্ধার করেন। শীতের তীব্র ঠান্ডার কারণে জড়োসড়ো হয়ে পড়েছিল বন্যপ্রাণীটি। পরদিন সকালে ওই বাসিন্দারা লক্ষ্য করেন, এটি শিয়াল নয়, অন্য রকমের একটি বন্যপ্রাণী। এরপর প্রাণীটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি তাদের হাতে একাধিকবার কামড় দেয়। এর জেরে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হয়। ঘটনার পরই খবর দেওয়া হয় বনদপ্তর ও একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে। খবর পেয়ে বনদপ্তর এবং উদ্ধারকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাম বেড়ালটিকে উদ্ধার করে বালুরঘাট বনদপ্তরে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে বন্যপ্রাণীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। হঠাৎ এই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে উদ্ধার হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাম বেড়ালটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড়ও জমে যায়। বনদপ্তরের মতে, অন্যান্য বন্যপ্রাণীর ধাওয়া খেয়েই সম্ভবত ভাম বেড়ালটি লোকালয়ে ঢুকে পড়েছিল। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট খবরে খবর।4
- হিলি: দুই দিনব্যাপী লোকনাথ মহামিলন উৎসব, ভক্তদের ঢল1
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1