Shuru
Apke Nagar Ki App…
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন সুগার কারবারিরা। ঠিক এই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহদিপুর এলাকায় হানা দিয়ে দুই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকাও। রবিবার পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Malda News
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন সুগার কারবারিরা। ঠিক এই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহদিপুর এলাকায় হানা দিয়ে দুই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকাও। রবিবার পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1
- নলহাটিতে বিভিন্ন বুথে ‘উন্নয়নের সংলাপ’—উপস্থিত বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং!!1
- BLO শিক্ষক হামিমুল ইসলামের রহস্যমৃত্যু, স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার1
- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বীরভূমের রামপুরহাট শহরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রবিবার সন্ধ্যে নাগাদ রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব, এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট শহর বিজেপির নেতাকর্মীরা। প্রসঙ্গত শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি পাশ করার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তা উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর গাড়ি আসতেই হামলা চালানো হয়। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, ১২-১৫ জন গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। হামলাকারীদের সঙ্গে পেট্রল-ডিজেল ছিল বলেও তিনি দাবি করেন।1
- Master Shahid Saddique jindabad Amra 2026 Mla dekta chai Amra Master shaihd siddque Mamata Banerjee jindabad Abhishek Banerjee jindabad Joy Bangla1
- সাত দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সোনাফি : মেয়েকে ফিরে পেতে অসহায় মায়ের করুণ আকুতি1
- ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন সুগার কারবারিরা। ঠিক এই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহদিপুর এলাকায় হানা দিয়ে দুই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকাও। রবিবার পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।1
- ফারাক্কা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর কর্ণধার তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ কি প্রতিক্রিয়া দিলেন1
- রাজনীতির ঊর্ধ্বে ভালোবাসার পিকনিক, হলদিআড়া আম বাগানে মতিউর হোসেন প্রামানিকের ডাকে হাজির বিধায়ক জাকির হোসেন1