বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম এর ফতেপুরে জলে ডুবে মৃ** ত্যু** এক ব্যক্তির। প্রতিদিনের মতো গতকালও পুকুরে স্নান করতে গেছিলেন। স্থানীয়দের কথা অনুযায়ী আনুমানিক দুপুর তিনটে নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে জলের মধ্যেহৃদরোগে আক্রান্ত হন । অলোক পন্ডিত নামের ব্যক্তি। বয়স আনুমানিক ৬২ বছর। । পুকুরের গভীরতা থাকায় জলের তলায় তলিয়ে যায় তড়িঘড়ি তাকে পুকুরের জল থেকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান কার চিকিৎসকরা শুরু করেন চিকিৎসা। কিন্তুু জলের মধ্যে তলিয়ে যাওয়ার বেশ কিছুটা সময় পাড় হয়ে গিয়েছিল। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা আপ্রান চেষ্টা চালালেও কিছু সময়ের ব্যবধানে মৃ** ত্যু* হয় অলোক পন্ডিতের। কোতুলপুর থানার পুলিশ মৃ**ত দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতনদের পর আজ দেহটি বাড়িতে নিয়ে আসা হয়..... . . . . .
বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম এর ফতেপুরে জলে ডুবে মৃ** ত্যু** এক ব্যক্তির। প্রতিদিনের মতো গতকালও পুকুরে স্নান করতে গেছিলেন। স্থানীয়দের কথা অনুযায়ী আনুমানিক দুপুর তিনটে নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে জলের মধ্যেহৃদরোগে আক্রান্ত হন । অলোক পন্ডিত নামের ব্যক্তি। বয়স আনুমানিক ৬২ বছর। । পুকুরের গভীরতা থাকায় জলের তলায় তলিয়ে যায় তড়িঘড়ি তাকে পুকুরের জল থেকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান কার চিকিৎসকরা শুরু করেন চিকিৎসা। কিন্তুু জলের মধ্যে তলিয়ে যাওয়ার বেশ কিছুটা সময় পাড় হয়ে গিয়েছিল। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা আপ্রান চেষ্টা চালালেও কিছু সময়ের ব্যবধানে মৃ** ত্যু* হয় অলোক পন্ডিতের। কোতুলপুর থানার পুলিশ মৃ**ত দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতনদের পর আজ দেহটি বাড়িতে নিয়ে আসা হয়..... . . . . .
- বিষ্ণুপুর শহরে বাস চলতে দিতে হবে। এই দাবি তুললেন ব্যবসায়ীরা।1
- শীত পড়তেই লালমাটির জেলা বাঁকুড়ার বিষ্ণুপুরে পোড়ামাটির হাট জমে উঠেছে , আর লাভের আশায় শিল্পী থেকে ব্যবসায়ীরা . . .1
- রংপুরে বদরগঞ্জে রবিবার ২৪নভেম্বর বিষ্ণুপুর ইউনিয়ন কচুবাড়ি হাটে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী জননেতা আকরাম আলী সরকার।1
- বাপের বাড়ি থেকে বিষ্ণুপুর চলে এলাম,আসার সময় মা খুব কান্না করছিল,সন্ধ্যে বেলায় গেলাম রাস দেখতে।1
- মণিপুরের বিষ্ণুপুর জেলায় হঠাৎ ভূমিকম্প। জানা গিয়েছে রিখটার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক ছয়। যদিও ভূমিকম্পের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ক্যালকাটা নিউজ ডিজিটাল1
- বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম এর ফতেপুরে জলে ডুবে মৃ** ত্যু** এক ব্যক্তির। প্রতিদিনের মতো গতকালও পুকুরে স্নান করতে গেছিলেন। স্থানীয়দের কথা অনুযায়ী আনুমানিক দুপুর তিনটে নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে জলের মধ্যেহৃদরোগে আক্রান্ত হন । অলোক পন্ডিত নামের ব্যক্তি। বয়স আনুমানিক ৬২ বছর। । পুকুরের গভীরতা থাকায় জলের তলায় তলিয়ে যায় তড়িঘড়ি তাকে পুকুরের জল থেকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান কার চিকিৎসকরা শুরু করেন চিকিৎসা। কিন্তুু জলের মধ্যে তলিয়ে যাওয়ার বেশ কিছুটা সময় পাড় হয়ে গিয়েছিল। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা আপ্রান চেষ্টা চালালেও কিছু সময়ের ব্যবধানে মৃ** ত্যু* হয় অলোক পন্ডিতের। কোতুলপুর থানার পুলিশ মৃ**ত দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতনদের পর আজ দেহটি বাড়িতে নিয়ে আসা হয়..... . . . . .1
- রামপুরে ১ হাজার ক্রেতাকে উপহার দিল জিয়া ফোম এন্ড ফার্ণিচার --------------------- ফেনীর ঐতিহ্যবাহী মেসার্স জিয়া ফোম এন্ড ফার্ণিচারের ৩০ বছর পূর্তি উপলক্ষে ক্রেতা সমাবেশে ১ হাজার ক্রেতাকে উপহার দেয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে ফেনী শহরের রামপুর রোড এলাকায় ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে ক্রেতাদের হাতে উপহার তুলে দেন চট্টগ্রাম আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মহিবুল্লাহ। প্রতিষ্ঠানটির সত্বাধিকারী জিয়াউল হক হায়দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির, রামপুর গালস উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক আবুল হাসেম, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, এনআরবি গ্লোবাল ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, দিলদার ব্রেড এন্ড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী হাজী আবুল কালাম। মেসার্স জিয়া ফোম এন্ড ফার্ণিচারের জিয়াউল হক হায়দার জানান, দীর্ঘ ৩ দশক আমরা সুনামের সাথে ব্যবসা করে আসছি। দীর্ঘ এ পথচলায় ভালো মন্দ অনেক ক্রেতার সাথে আমাদের সম্মিলন হয়েছে। দোকানের ক্রেতা রেজিস্ট্রার থেকে দেখে দেখে আমরা বাছাই করে ১ হাজার ক্রেতাকে সংবর্ধনা ও উপহার দেয়ার জন্য নির্বাচন করেছি। এটি এজন্যই করেছি যে, ক্রেতারা আমাদের সাথে আছে বলেই দিন দিন আমাদের প্রতিষ্ঠান বড় হচ্ছে। ভালো ক্রেতারা সব সময় ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে দেন। কিন্তুু তাদেরকে কেউ মনে রাখেনা। আমরা চেষ্টা করেছি ক্রেতাদের সম্মানীত করতে। তিনি বলেন, ৩ দশক পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য সহজ কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা ও ভিআইপি কাস্টমারের জন্য বিশেষ ছাড়ে ফার্ণিচার সামগ্রী বিক্রি করা হচ্ছে।1
- শান্ত কিন্তু সুন্দর!! কালো মেয়ের নাচ তো আলো করে দিল!!আপনার কাছে কেমন লাগলো!!!নৃত্যে-আদ্রিজা গাঙ্গুলী। বিষ্ণুপুর, বাঁকুড়া ।1