কলকাতায় I PAC - এর দপ্তরে E.D. হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব গাঙ্গুলী সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল পড়েযায়,তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। এই ঘটনার পরেই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল।
কলকাতায় I PAC - এর দপ্তরে E.D. হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব গাঙ্গুলী সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল পড়েযায়,তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। এই ঘটনার পরেই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল।
- সাগর থানা পুলিশের বড় সাফল্য1
- সল্টলেকের আই প্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে : ভরতপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা1
- নাম ভুল ও ডবল নাম সংক্রান্ত সন্দেহে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং নির্বাচন কমিশনের1
- রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর-ফরিদপুরের জেমুয়া এলাকায় দলীয় পতাকা নিয়ে মিছিল করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। আইএসএফ নেতৃত্বের দাবি, সব ধর্মের মানুষ তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তৃণমূল-বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতির ডাক দিচ্ছেন। অন্যদিকে, তৃণমূল ও বিজেপি দুই দলই আইএসএফকে কটাক্ষ করতে ছাড়েনি। ভোটের লড়াইয়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।1
- বেথুয়াডহরীতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাছে বেঁধে রাখলো জনতা উদ্ধার পুলিশের1
- 🙏😘♥️ sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur1
- পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৭ তারিখ) রাত আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড এবং একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল।বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবক কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং এই অনুপ্রবেশে কারা তাঁকে সহযোগিতা করেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে মালদা থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ভারতে এসেছিল। যদিও বিষয়টির সত্যতা যাচাই করতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।1
- ইডি-সিবিআই হানার প্রতিবাদে ভগবানগোলায় আটটি অঞ্চলজুড়ে তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন1