logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ইডি-সিবিআই হানার প্রতিবাদে ভগবানগোলায় আটটি অঞ্চলজুড়ে তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন

1 day ago
user_MD ALMIR HOSSAIN
MD ALMIR HOSSAIN
ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
1 day ago

ইডি-সিবিআই হানার প্রতিবাদে ভগবানগোলায় আটটি অঞ্চলজুড়ে তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন

More news from Birbhum and nearby areas
  • বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি হোমে কেউ পনেরো বছরের বেশি, কেউ বা দশ বছরের বেশি হোমের আবাসিক। প্রত্যেকেই বিশেষ চাহিদা সম্পন্ন । কেউ আদালতের নির্দেশে হোমে ঠাঁই পেয়েছেন। আবার কেউ আবার জেলা শিশু কল্যাণ কমিটির নির্দেশে হোমে রয়েছেন। রামপুরহাট এক সংস্থার ওই হোমের আবাসিকদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে আগামী ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে আট জন আবাসিককে। তাঁদের কোনও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জন্য চিন্তায় হোম কর্তৃপক্ষ।
    1
    বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি হোমে কেউ পনেরো বছরের বেশি, কেউ বা দশ বছরের বেশি হোমের আবাসিক। প্রত্যেকেই বিশেষ চাহিদা সম্পন্ন । কেউ আদালতের নির্দেশে হোমে ঠাঁই পেয়েছেন। আবার কেউ আবার জেলা শিশু কল্যাণ কমিটির নির্দেশে হোমে রয়েছেন। রামপুরহাট এক সংস্থার ওই হোমের আবাসিকদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে আগামী ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে আট জন আবাসিককে। তাঁদের কোনও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জন্য চিন্তায় হোম কর্তৃপক্ষ।
    user_LOCAL VOICE
    LOCAL VOICE
    Journalist Rampurhat - I, Birbhum•
    11 hrs ago
  • কোলকাতায় আই প্যাক অফিসে ইডির অভিযান চলাকালীন ইডির কাছ থেকে তথ্য চুরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি। যার অঙ্গ হিসেবে এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে পথ অবরোধ করেন।রাস্তায় টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা তারাশংকর রায় সহ অন্যান্যরা।
    1
    কোলকাতায় আই প্যাক অফিসে ইডির অভিযান চলাকালীন ইডির কাছ থেকে তথ্য চুরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি। যার অঙ্গ হিসেবে এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে পথ অবরোধ করেন।রাস্তায় টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা তারাশংকর রায় সহ অন্যান্যরা।
    user_Malda News
    Malda News
    English Bazar, Maldah•
    12 hrs ago
  • ৮ জানুয়ারি, গাজোল কলকাতায় তৃণমূল কংগ্রেসের আইপ্যাক দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার ঘটনার প্রতিবাদে পথে নামল গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস।
    1
    ৮ জানুয়ারি, গাজোল
কলকাতায় তৃণমূল কংগ্রেসের আইপ্যাক দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার ঘটনার প্রতিবাদে পথে নামল গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস।
    user_Samim Reja
    Samim Reja
    Journalist গাজোল, মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগে রানাঘাট জুড়ে 'গো ব্যাক অভিষেক' পোস্টার
    1
    তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগে রানাঘাট জুড়ে 'গো ব্যাক অভিষেক' পোস্টার
    user_Ranaghat News
    Ranaghat News
    Photographer রানাঘাট ২, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • এক লাখ টাকার উপরে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের নয় শতক জমি বিক্রি করতে হল এবং আরও কিছু জমি লিজ দিতে বাধ্য হলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়া বড়িপুকুর এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে বিদ্যুৎ দফতরের বিল নির্ধারণ পদ্ধতি ও আদায় প্রক্রিয়া নিয়ে। জানা গেছে, কৃষিজীবী বৃদ্ধ বিশান হেমরম ও তাঁর স্ত্রী সীতা বাস্কে প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বকেয়া বিল। অথচ তাঁদের দাবি, এর আগে একাধিকবার বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিল তুলতে পারেননি। বলা হয়েছিল মিটারে সমস্যার কারণে বিল বের করা সম্ভব হচ্ছে না। দশ বছর আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া তাঁদের দু’টি টিনের ঘরে আজও প্লাস্টার নেই, নেই চৌকি বা খাট।এই চরম শীতের রাতেও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমোতে হয় বৃদ্ধ দম্পতিকে। এমনই পরিস্থিতিতে বরাহার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে দফতরের তরফে জানানো হয়, তাঁদের পাঁচ বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৭৩ হাজার টাকা এবং তার উপর সুদ বাবদ আরও ৩৫ হাজার টাকা। সব মিলিয়ে এক লক্ষ সাত-আট হাজার টাকার দাবি করা হয়। অসহায় বৃদ্ধ দম্পতি শেষ পর্যন্ত নয় শতক জমি বিক্রি করে ও কিছু জমি লিজ দিয়ে মঙ্গলবার এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ অফিসে যান। তাঁদের দাবি, দফতর থেকে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা নেওয়া হয়েছে। তবে তাঁদের হাতে থাকা তিনটি রসিদ মিলিয়ে মোট অঙ্ক দাঁড়াচ্ছে ৯৮,৩৪০ টাকা। তাহলে বাকি প্রায় পাঁচ হাজার টাকা গেল কোথায়—তা নিয়েও প্রশ্ন উঠেছে। আরও প্রশ্ন উঠছে, যে বাড়িতে মাত্র দু’টি বাল্ব জ্বলত এবং একটি টিভি চলত, সেখানে পাঁচ বছরের বকেয়া বিল ৭৩ হাজার টাকা কীভাবে হল এবং সুদই বা ৩৫ হাজার টাকা ধার্য করা হল কোন পদ্ধতিতে। মঙ্গলবার এক লক্ষ তিন হাজার টাকা জমা দেওয়ার পরে সেদিন বিকেলেই বিদ্যুত সংযোগ দিয়ে গেছে বাড়িতে। কুমারগঞ্জ বিজেপির পক্ষ থেকে ঘটনাটিকে অমানবিক বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। এ বিষয়ে কুমারগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার নাজমুল হক বলেন, 'আমি বর্তমানে ছুটিতে আছি, অফিসে গিয়ে বিষয়টি খোঁজ নেব।' দক্ষিণ দিনাজপুর জেলার আরেক বিদ্যুৎ আধিকারিক শুভময় সরকার জানান, 'ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'
    4
    এক লাখ টাকার উপরে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের নয় শতক জমি বিক্রি করতে হল এবং আরও কিছু জমি লিজ দিতে বাধ্য হলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়া বড়িপুকুর এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে বিদ্যুৎ দফতরের বিল নির্ধারণ পদ্ধতি ও আদায় প্রক্রিয়া নিয়ে।
জানা গেছে, কৃষিজীবী বৃদ্ধ বিশান হেমরম ও তাঁর স্ত্রী সীতা বাস্কে প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বকেয়া বিল। অথচ তাঁদের দাবি, এর আগে একাধিকবার বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিল তুলতে পারেননি। বলা হয়েছিল মিটারে সমস্যার কারণে বিল বের করা সম্ভব হচ্ছে না।
দশ বছর আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া তাঁদের দু’টি টিনের ঘরে আজও প্লাস্টার নেই, নেই চৌকি বা খাট।এই চরম শীতের রাতেও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমোতে হয় বৃদ্ধ দম্পতিকে। এমনই পরিস্থিতিতে বরাহার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে দফতরের তরফে জানানো হয়, তাঁদের পাঁচ বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৭৩ হাজার টাকা এবং তার উপর সুদ বাবদ আরও ৩৫ হাজার টাকা। সব মিলিয়ে এক লক্ষ সাত-আট হাজার টাকার দাবি করা হয়।
অসহায় বৃদ্ধ দম্পতি শেষ পর্যন্ত নয় শতক জমি বিক্রি করে ও কিছু জমি লিজ দিয়ে মঙ্গলবার এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ অফিসে যান। তাঁদের দাবি, দফতর থেকে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা নেওয়া হয়েছে। তবে তাঁদের হাতে থাকা তিনটি রসিদ মিলিয়ে মোট অঙ্ক দাঁড়াচ্ছে ৯৮,৩৪০ টাকা। তাহলে বাকি প্রায় পাঁচ হাজার টাকা গেল কোথায়—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও প্রশ্ন উঠছে, যে বাড়িতে মাত্র দু’টি বাল্ব জ্বলত এবং একটি টিভি চলত, সেখানে পাঁচ বছরের বকেয়া বিল ৭৩ হাজার টাকা কীভাবে হল এবং সুদই বা ৩৫ হাজার টাকা ধার্য করা হল কোন পদ্ধতিতে। মঙ্গলবার এক লক্ষ তিন হাজার টাকা জমা দেওয়ার পরে সেদিন বিকেলেই বিদ্যুত সংযোগ দিয়ে গেছে বাড়িতে।
কুমারগঞ্জ বিজেপির পক্ষ থেকে ঘটনাটিকে অমানবিক বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। এ বিষয়ে কুমারগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার নাজমুল হক বলেন, 'আমি বর্তমানে ছুটিতে আছি, অফিসে গিয়ে বিষয়টি খোঁজ নেব।' দক্ষিণ দিনাজপুর জেলার  আরেক বিদ্যুৎ আধিকারিক শুভময় সরকার জানান, 'ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'
    user_Jaydip Maitra
    Jaydip Maitra
    Journalist বানসিহারি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • লাইফ সার্টিফিকেট আপডেট করার নামে প্রবীণ নাগরিককে প্রতারণার অভিযোগে ভিনরাজ্যে বসে জালিয়াতি করা এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনাকে ঘিরে কাঁকসা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবুদারদা আহম্মেদ। তার বাড়ি উত্তরপ্রদেশে হলেও বর্তমানে সে মুম্বাইতে বসবাস করছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে প্রযুক্তিগত সূত্র ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে পুলিশ। এরপর মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়।শুক্রবার সন্ধায় নিয়ে আসা হয় অভিযুক্তকে।শনিবার পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।অভিযোগকারী কাঁকসার তপোবনের বাসিন্দা অশোক কুমার রায়। তাঁর অভিযোগ ছিল, নিজেকে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে অভিযুক্ত ফোন করে লাইফ সার্টিফিকেট আপডেট না হলে পেনশন বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখায়। এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়টি বুঝতে পেরে অশোকবাবু কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবেই প্রবীণদের টার্গেট করে এই প্রতারণা চালানো হচ্ছিল।পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
    1
    লাইফ সার্টিফিকেট আপডেট করার নামে প্রবীণ নাগরিককে প্রতারণার অভিযোগে ভিনরাজ্যে বসে জালিয়াতি করা এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনাকে ঘিরে কাঁকসা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবুদারদা আহম্মেদ। তার বাড়ি উত্তরপ্রদেশে হলেও বর্তমানে সে মুম্বাইতে বসবাস করছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে প্রযুক্তিগত সূত্র ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে পুলিশ। এরপর মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়।শুক্রবার সন্ধায় নিয়ে আসা হয় অভিযুক্তকে।শনিবার পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।অভিযোগকারী কাঁকসার তপোবনের বাসিন্দা অশোক কুমার রায়। তাঁর অভিযোগ ছিল, নিজেকে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে অভিযুক্ত ফোন করে লাইফ সার্টিফিকেট আপডেট না হলে পেনশন বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখায়। এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়টি বুঝতে পেরে অশোকবাবু কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবেই প্রবীণদের টার্গেট করে এই প্রতারণা চালানো হচ্ছিল।পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • বাড়ি তৈরিকে কেন্দ্র করে দাদাভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছোট ভাই গুরুতর জখম
    1
    বাড়ি তৈরিকে কেন্দ্র করে দাদাভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছোট ভাই গুরুতর জখম
    user_MD ALMIR HOSSAIN
    MD ALMIR HOSSAIN
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৭ তারিখ) রাত আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড এবং একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল।বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবক কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং এই অনুপ্রবেশে কারা তাঁকে সহযোগিতা করেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে মালদা থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ভারতে এসেছিল। যদিও বিষয়টির সত্যতা যাচাই করতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
    1
    পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৭ তারিখ) রাত আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড এবং একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল।বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবক কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং এই অনুপ্রবেশে কারা তাঁকে সহযোগিতা করেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে মালদা থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ভারতে এসেছিল। যদিও বিষয়টির সত্যতা যাচাই করতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
    user_Malda News
    Malda News
    English Bazar, Maldah•
    17 hrs ago
  • কয়েক দশকের শীতলতম রাত আসছে তাপমাত্রা ছয় ডিগ্রিতে নামতে পারে! বলাগড়ে!! সাবধানে থাকুন জনস্বার্থে প্রচারিত
    1
    কয়েক দশকের শীতলতম রাত আসছে  তাপমাত্রা ছয় ডিগ্রিতে নামতে
পারে!
বলাগড়ে!!
সাবধানে  থাকুন
জনস্বার্থে প্রচারিত
    user_Journalist  Chiranjib  Chatterjee
    Journalist Chiranjib Chatterjee
    Journalist Balagarh, Hooghly•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.