Shuru
Apke Nagar Ki App…
বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি হোমে কেউ পনেরো বছরের বেশি, কেউ বা দশ বছরের বেশি হোমের আবাসিক। প্রত্যেকেই বিশেষ চাহিদা সম্পন্ন । কেউ আদালতের নির্দেশে হোমে ঠাঁই পেয়েছেন। আবার কেউ আবার জেলা শিশু কল্যাণ কমিটির নির্দেশে হোমে রয়েছেন। রামপুরহাট এক সংস্থার ওই হোমের আবাসিকদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে আগামী ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে আট জন আবাসিককে। তাঁদের কোনও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জন্য চিন্তায় হোম কর্তৃপক্ষ।
LOCAL VOICE
বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি হোমে কেউ পনেরো বছরের বেশি, কেউ বা দশ বছরের বেশি হোমের আবাসিক। প্রত্যেকেই বিশেষ চাহিদা সম্পন্ন । কেউ আদালতের নির্দেশে হোমে ঠাঁই পেয়েছেন। আবার কেউ আবার জেলা শিশু কল্যাণ কমিটির নির্দেশে হোমে রয়েছেন। রামপুরহাট এক সংস্থার ওই হোমের আবাসিকদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে আগামী ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে আট জন আবাসিককে। তাঁদের কোনও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জন্য চিন্তায় হোম কর্তৃপক্ষ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে ভরতপুর পঞ্চায়েত প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্যরা1
- মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরল চোর। খেলো চড়-থাপ্পর। শনিবার উত্তেজনা দুর্গাপুর ফরিদপুর থানার নতুনডাঙা বনগ্রাম বাজারে। অভিযুক্তকে আটক করল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, লাগাতার এই বাজার এলাকা থেকে মোবাইল মানিব্যাগ চুরি যাচ্ছিল। তারা পুলিশের কাছে জানিয়েছিলেন। পুলিশ কিনারা করতে পারছিল না। শনিবার ফের চুরি করতে এসে স্থানীয়রা ধরে ফেলে দুষ্কৃতিকে। তারপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষের অভিযোগ,"আমার মোবাইল চুরি গেছিল কয়েকদিন আগে। সেই মোবাইলে অনলাইন মারফত টাকাও তুলে নেওয়া হয়েছিল। একজন চোর ধরা পরল। আমার ফোনটিও যাতে উদ্ধার হয় সেই আবেদন করব।" পুলিশ পুরো ঘটনা ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে।2
- বেথুয়াডহরী মাতঙ্গিনী স্কুল পাড়ার থেকে একটি বেত আচড়া সাপ উদ্ধার1
- দুর্গাপুরে তিন নম্বর প্লেট নিয়ে ধরা পড়ল পণ্যবাহী ট্রাক, উত্তেজনা গোল পার্ক এলাকায়।দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় একটি পণ্যবাহী ট্রাককে ঘিরে। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ।ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী যান চলাচল হয় এবং পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি হয়ে উঠেছে।শনিবার কলোনির স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরে চালককে হাতেনাতে আটক করেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে দেয়।স্থানীয়দের প্রশ্ন একটি ট্রাক অথচ একাধিক নম্বর প্লেট, কীভাবে সম্ভব? জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব-ট্রাফিকের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি আটক করা হয়। এক ট্রাফিক আধিকারিক জানান, নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।1
- মালদা:---- আজ ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। এই বিষয় জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার কি বলেন শুনুন1
- सेल आईएसपी स्कूलों के निजीकरण के डॉ सुकांत मजूमदार के जवाब पर तृणमूल का कटाक्ष, भाजपा को बताया फायदे की राजनीति करने वाला बर्नपुर : हाल ही में भाजपा के पूर्व प्रदेश अध्यक्ष और वर्तमान केंद्रीय शिक्षा राज्य मंत्री डॉ सुकांत मजूमदार भाजपा के कार्यक्रम में भाग लेने आसनसोल आए थे। उस दिन उन्होंने आसनसोल स्थित पार्टी के जिला कार्यालय में एक संवाददाता सम्मेलन में विभिन्न मुद्दों पर बात की। उस संवाददाता सम्मेलन में एक पत्रकार ने उनसे बर्नपुर सेल आईएसपी द्वारा चलाए जा रहे पांच स्कूलों के निजीकरण के बारे में पूछा। जवाब में उन्होंने कहा कि स्कूल चलाना सेल आईएसपी का काम नहीं है। जहां तक मेरी जानकारी है, इस्को कारखाने का काम इस्पात निर्माण करना है। बर्नपुर सेल आईएसपी के इस फैसले के विरुद्ध आसनसोल नगर निगम संख्या 78 के तृणमूल कांग्रेस पार्षद अशोक रुद्र सहित अभिभावकों ने मोर्चा खोल रखा है। वहीं इस बारे में केंद्रीय शिक्षा राज्य मंत्री डॉ सुकांत मजूमदार ने कहा कि उनके पास कोई दूसरा काम नहीं है। तृणमूल कांग्रेस के शासन में बंगाल में शिक्षा का क्या हुआ, यह कोई नहीं जानता. 8,000 स्कूल बंद हो गए हैं। वहीं नरेंद्र मोदी के नेतृत्व में पूरे देश के शिक्षा प्रणाली को दुनिया में अलग पहचान मिली है। केंद्रीय शिक्षा राज्य मंत्री के इस टिप्पणी से इस्पात नगरी बर्नपुर में हलचल मच गया है। तृणमूल कांग्रेस ने इस पर कड़ी प्रतिक्रिया दी है। आईएसपी द्वारा बर्नपुर में चलाए जा रहे स्कूलों के निजीकरण के विरोध मे पहले से विरोध कर रहे पार्षद अशोक रुद्र ने केंद्रीय शिक्षा राज्य मंत्री के इस टिप्पणी को बहुत दुर्भाग्यपूर्ण बताया। अशोक रुद्र ने इस संदर्भ में कहा कि लंबे समय से सेल आईएसपी इन स्कूलों को चला रहा है। लेकिन अचानक इन स्कूलों का निजीकरण करने की पहल की गई है और नए विद्यार्थियों के दाखिले रोक दिए गए हैं। उनके अनुसार, इससे यह साफ़ होता है कि भाजपा लोगों के हितों के बारे में नहीं सोचती। वे सिर्फ़ मुनाफ़े के बारे में सोचते हैं। उन्होंने सवाल किया, अगर स्कूल चलाना सेल आईएसपी की ज़िम्मेदारी नहीं है, तो इतने सालों से ये स्कूल क्यों चलाए जा रहे थे? तृणमूल कांग्रेस के पार्षद ने यह भी याद दिलाया कि पहले भी आसनसोल में स्कूल बंद करने का फैसला रेलवे ने लिया था। फिर आंदोलन की वजह से रेलवे अधिकारियों को अपना फैसला बदलना पड़ा और स्कूल खुले रखने का फैसला किया गया। उन्होंने साफ किया कि सेल आईएसपी के स्कूल किसी भी हालत में बंद नहीं होने दिए जाएंगे और उनका निजीकरण भी मंजूर नहीं किया जाएगा। हालांकि, अगर भविष्य में किसी भी वजह से निजीकरण होता है, तो उन्होंने यह भी मांग की कि गरीब और पिछड़े वर्ग के विद्यार्थियों के लिए विशेष सुविधाएं पक्की की जाएं। नहीं तो, उन्होंने चेतावनी दी कि इससे भी बड़ा आंदोलन किया जाएगा।1
- গরীব মানুষের ত্রাতা স্বাস্থ্য সাথী কার্ড। সেই কার্ড ভারতবর্ষের অনন্য নজির।সেই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়ছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল।২৮বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে হাসপাতালের প্রশংসা করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার দুর্গাপুরের কাশীরাম মাঠে বিধান নগরের বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধন হয়। চলবে তিনদিন ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত প্রমূখ। পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মূল্য কতখানি আমরা অনেকেই বুঝিনা। কিন্তু চোখের সামনে দেখতে পাই অসহায় গরীব মানুষ পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে। আমার অনেক আত্মীয়ও এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অনেক বেসরকারি হাসপাতাল এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে সচেষ্ট থাকেনা। কিন্তু এই প্রকল্পকে রূপায়ণের জন্য সমস্ত বেসরকারি হাসপাতালকে একইভাবে যোগদান করা দরকার। তবে শিল্পাঞ্চল দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল থেকে ফিরে যাইনি স্বাস্থ্য সাথী কার্ড-র মাধ্যমে পরিষেবা নিতে এসে কোন রোগী।1
- সামডিতে পাড়ায় সংলাপ অনুষ্ঠান:- সালানপুর:-আজ অর্থাৎ শনিবার থেকে সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় উন্নয়নের পাঁচালির পাড়ায় সংলাপ।যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম মুক্তাইচন্ডী পাহাড়ে পুজো দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।তারপর তিনি পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের কাছে 15বছর ধরে রাজ্য সরকারের দ্বারা উন্নয়ন মূলক কাজ গুলি তুলে ধরেন।পাশাপাশি পাড়ার মানুষের সমস্যার কথা গুলি শুনেন এবং সমাধানের আশ্বাসদেন।এদিন তিনি জানান উন্নয়ননের পাঁচালি পাড়ায় সংলাপ অনুষ্ঠানে আজ সামডি অঞ্চলে করা হচ্ছে।রাজ্যের উন্নয়ন মূলক কাজ ও প্রকল্প গুলি এলাকার মানুষদের সামনে অবগত করা হচ্ছে।মানুষ সমস্ত সুবিধা গুলি ঠিকমত পাচ্ছে কি না তা দেখা হচ্ছে।তাছাড়া এখনো পাড়ায় ছোট ছোট কিছু সমস্যা রয়েছে তা তাদের মুখে শোনা হচ্ছে।আগামী দিনে চেষ্টা করা হবে যাতে সমস্যা গুলি সমাধান করা যায়। তাছাড়া এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল সহ আরো অনেকে।1
- ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।2