ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।
ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে
অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।
- মালদার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে গতদুই দিন আগে মুখ্যমন্ত্রী কলকাতায় ইডির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।তারই অনুকরণ মালদাহে বামগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন।শনিবার দুপুরে পাকুয়াহাট তৃণমূল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় গোটা পাকুয়াহাটএলাকা পরিক্রমা করে রবীন্দ্র মোর এলাকায় পথসভা করেন।ইডি ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীরা একরাশ ক্ষোভ উগরে দেন।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবড়, জয়ধর, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা ব্লক আইএনটিটিইউসি সহ-সভাপতি টিংকু কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা।1
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1
- Bhatol ,jahani morer kache ..notun tokan akhane abossoi asbe..1
- নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- হিলি: দুই দিনব্যাপী লোকনাথ মহামিলন উৎসব, ভক্তদের ঢল1
- মালদার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে গতদুই দিন আগে মুখ্যমন্ত্রী কলকাতায় ইডির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।তারই অনুকরণ মালদাহে বামগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন।শনিবার দুপুরে পাকুয়াহাট তৃণমূল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় গোটা পাকুয়াহাটএলাকা পরিক্রমা করে রবীন্দ্র মোর এলাকায় পথসভা করেন।ইডি ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীরা একরাশ ক্ষোভ উগরে দেন।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবড়, জয়ধর, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা ব্লক আইএনটিটিইউসি সহ-সভাপতি টিংকু কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা।1