Shuru
Apke Nagar Ki App…
নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন
NEWS TIME 24x7
নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- বীরভূমের রামপুরহাটের ভাঁড়সালা পাড়ায় সন্দেহভাজন ঘোরাফেরা, আগ্নেয়াস্ত্র উদ্ধার1
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1
- বর্তমানে এলাকার রাস্তাঘাট উদ্বোধন প্রসঙ্গে সাংবাদিক বৈঠক : বড়ঞার BJP নেতা মহঃ জালাল উদ্দিন (আফাজ)-র1
- মালদার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে গতদুই দিন আগে মুখ্যমন্ত্রী কলকাতায় ইডির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।তারই অনুকরণ মালদাহে বামগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন।শনিবার দুপুরে পাকুয়াহাট তৃণমূল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় গোটা পাকুয়াহাটএলাকা পরিক্রমা করে রবীন্দ্র মোর এলাকায় পথসভা করেন।ইডি ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীরা একরাশ ক্ষোভ উগরে দেন।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবড়, জয়ধর, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা ব্লক আইএনটিটিইউসি সহ-সভাপতি টিংকু কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা।1
- SIR-হিয়ারিংয়ে গিয়ে মৃত্যু বৃদ্ধের। বীরভূমের রামপুরহাটে শুনানি কেন্দ্রে মৃত্যু। এসআইআর শুনানিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম কাঞ্চন কুমার মন্ডল বয়স আনুমানিক ৭৫ বছর । তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, শুনানির নোটিস পেয়ে শনিবার তিনি বীরভূমের রামপুরহাট -১ ব্লক অফিসে গিয়েছিলেন। সাইকেল থেকে নামতেই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নোটিস পেয়ে তিনি চিন্তায় ছিলেন। সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনাকে ঘিরে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ব্লক অফিস চত্বরে ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঞ্চনকুমার মণ্ডল নির্ধারিত শুনানির সময়ের আগেই ব্লক অফিসে পৌঁছেছিলেন। সাইকেল নিয়ে তিনি অফিস চত্বরে ঢোকার পর আচমকাই অসুস্থ বোধ করেন।1