SIR-হিয়ারিংয়ে গিয়ে মৃত্যু বৃদ্ধের। বীরভূমের রামপুরহাটে শুনানি কেন্দ্রে মৃত্যু। SIR-হিয়ারিংয়ে গিয়ে মৃত্যু বৃদ্ধের। বীরভূমের রামপুরহাটে শুনানি কেন্দ্রে মৃত্যু। এসআইআর শুনানিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম কাঞ্চন কুমার মন্ডল বয়স আনুমানিক ৭৫ বছর । তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, শুনানির নোটিস পেয়ে শনিবার তিনি বীরভূমের রামপুরহাট -১ ব্লক অফিসে গিয়েছিলেন। সাইকেল থেকে নামতেই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নোটিস পেয়ে তিনি চিন্তায় ছিলেন। সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনাকে ঘিরে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ব্লক অফিস চত্বরে ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঞ্চনকুমার মণ্ডল নির্ধারিত শুনানির সময়ের আগেই ব্লক অফিসে পৌঁছেছিলেন। সাইকেল নিয়ে তিনি অফিস চত্বরে ঢোকার পর আচমকাই অসুস্থ বোধ করেন।
SIR-হিয়ারিংয়ে গিয়ে মৃত্যু বৃদ্ধের। বীরভূমের রামপুরহাটে শুনানি কেন্দ্রে মৃত্যু। SIR-হিয়ারিংয়ে গিয়ে মৃত্যু বৃদ্ধের। বীরভূমের রামপুরহাটে শুনানি কেন্দ্রে মৃত্যু। এসআইআর শুনানিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম কাঞ্চন কুমার মন্ডল বয়স আনুমানিক ৭৫ বছর । তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, শুনানির নোটিস পেয়ে শনিবার তিনি বীরভূমের রামপুরহাট -১ ব্লক অফিসে গিয়েছিলেন। সাইকেল থেকে নামতেই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নোটিস পেয়ে তিনি চিন্তায় ছিলেন। সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনাকে ঘিরে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ব্লক অফিস চত্বরে ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঞ্চনকুমার মণ্ডল নির্ধারিত শুনানির সময়ের আগেই ব্লক অফিসে পৌঁছেছিলেন। সাইকেল নিয়ে তিনি অফিস চত্বরে ঢোকার পর আচমকাই অসুস্থ বোধ করেন।
- রবিবার হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর রামপুরহাট স্টেশন এবং সংলগ্ন এলাকা পরিদর্শন যেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন নতুন রেল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং স্টেশনের সামগ্রিক পরিকাঠামো, বিশেষত তারাপীঠের তীর্থযাত্রীদের সুবিধার বিষয়গুলি পর্যবেক্ষণ করেন, যা স্টেশনটিকে একটি গুরুত্বপূর্ণ জংশন হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে নলহাটিতে বিজেপির বিক্ষোভ1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- সাত দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সোনাফি : মেয়েকে ফিরে পেতে অসহায় মায়ের করুণ আকুতি1
- ভগবানগোলায় বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির দ্বিতীয় সম্মেলন, মাসিক প্রশিক্ষণের আশ্বাস বিধায়ক রিয়াদ হোসেনের সরকার1
- सोशल मीडिया पर एक बच्चे का मज़ेदार वीडियो वायरल हो रहा है, जिसमें उसके एक्सप्रेशन पर यूज़र्स ने लिखा, अब होगी पूरी फैमिली की फील्डिंग सेट।वीडियो को ह्यूमर और रिएक्शन मीम के तौर पर खूब शेयर किया जा रहा है। #Viral #TrendingReels #InternetBuzz #FunnyVideo #MemeCulture #Reels1
- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বীরভূমের রামপুরহাট শহরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রবিবার সন্ধ্যে নাগাদ রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব, এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট শহর বিজেপির নেতাকর্মীরা। প্রসঙ্গত শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি পাশ করার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তা উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর গাড়ি আসতেই হামলা চালানো হয়। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, ১২-১৫ জন গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। হামলাকারীদের সঙ্গে পেট্রল-ডিজেল ছিল বলেও তিনি দাবি করেন।1