Shuru
Apke Nagar Ki App…
হাওড়া ডোমজুড়ের রাজাপুরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
JBP NEWS BANGLA
হাওড়া ডোমজুড়ের রাজাপুরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কাঁসাই নদীর ভেতর থেকে বালিচাপা অবস্থায় উদ্ধার হলো এক নিখোঁজ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা–কেশপুর সীমান্ত এলাকায়। মৃত যুবকের নাম শিশির মল্লিক (২৯)। তিনি কেশপুর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মিরপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিশ্বনাথপুরে একটি মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন শিশির। খেলা দেখা শেষে আর বাড়ি ফেরেননি তিনি। এরপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। পরিবারের তরফে কেশপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় এবং বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে খোঁজ শুরু হয়। এরই মধ্যে তিন দিন আগে কাঁসাই নদীতে জাল ফেলার সময় জেলের জালে একটি সাইকেল উঠে আসে। সেই সাইকেলটি শিশিরের বলেই চিহ্নিত করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় অস্বস্তি ও গুঞ্জন আরও জোরালো হয়। সোমবার দুপুরে ডেবরা–কেশপুর সীমান্তবর্তী কাঁসাই নদীর একটি অংশে দুটি কুকুরকে বালির মধ্যে আঁচড় কাটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সঙ্গে সঙ্গে কেশপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করলে নিশ্চিত হয়, সেটি নিখোঁজ যুবক শিশির মল্লিকেরই দেহ। পুলিশ জানিয়েছে, দেহটি বালির নিচে পুঁতে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশিরকে খুন করে দেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে কেশপুর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের দাবি, ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক!1
- বালিগড়ি আলোর দিশারি ক্লাবের উদ্যোগে জোড়া বাইকের ফুটবল টুর্নামেন্ট।1
- Post by RAHUL Naseema9
- দাসপুরের একই মঞ্চ থেকে বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি1
- Post by Bapi Naskar1
- बांग्लादेश में बर्बरता: हिंदू विधवा से गैंगरेप कर पेड़ से बांधा, रूह कंपा देगी झेनाइदह की ये घटना!1
- দূয়ারে পশু চিকিৎসক ভ্রাম্যমাণ চিকিৎসালয় নিয়ে হাজির হবেন ফোন করলেই 1962 নাম্বারে পরিষেবা মিলছে গ্রামবাসীদের জন্য বলাগড়ে1
- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কুল্টিকরী গ্রামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল এক বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপ। জানা গেছে ওই গ্রামের রাজকুমার বারিক প্রতিদিনকার মতো সোমবার রূপনারায়ণ নদীতে জাল পাতেন। মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন ওই বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপটি জালে আটকে পড়েছে।অনুমান করা হয়েছে কচ্ছপের ওজন প্রায় ৫০ কেজি।সেটিকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমান।ফুল সিঁদুর দিয়ে তার পুজো করেন।পরে বনদপ্তর এসে সেটি উদ্ধার করে পুনরায় রূপনারায়ণের জলে মুক্ত করে।1