Shuru
Apke Nagar Ki App…
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কুল্টিকরী গ্রামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল এক বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপ। জানা গেছে ওই গ্রামের রাজকুমার বারিক প্রতিদিনকার মতো সোমবার রূপনারায়ণ নদীতে জাল পাতেন। মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন ওই বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপটি জালে আটকে পড়েছে।অনুমান করা হয়েছে কচ্ছপের ওজন প্রায় ৫০ কেজি।সেটিকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমান।ফুল সিঁদুর দিয়ে তার পুজো করেন।পরে বনদপ্তর এসে সেটি উদ্ধার করে পুনরায় রূপনারায়ণের জলে মুক্ত করে।
NEWS 24 BANGLA
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কুল্টিকরী গ্রামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল এক বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপ। জানা গেছে ওই গ্রামের রাজকুমার বারিক প্রতিদিনকার মতো সোমবার রূপনারায়ণ নদীতে জাল পাতেন। মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন ওই বিশাল সাইজের সামুদ্রিক কচ্ছপটি জালে আটকে পড়েছে।অনুমান করা হয়েছে কচ্ছপের ওজন প্রায় ৫০ কেজি।সেটিকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমান।ফুল সিঁদুর দিয়ে তার পুজো করেন।পরে বনদপ্তর এসে সেটি উদ্ধার করে পুনরায় রূপনারায়ণের জলে মুক্ত করে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আজ সকাল থেকেই কলকাতায় আইপ্যাক এর সদর দপ্তরে হানা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। তৃণমূল সুপ্রিয় ভবন মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূলের সাথে নৈতিক যুদ্ধে পেরে না ওঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে একাধিক বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে বাংলার বিভিন্ন জায়গায় চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল , পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরেও হল পথ অবরোধ করে বিক্ষোভ1
- ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ শৃঙ্খলা ও সহযোগিতার মাধ্যমে ভক্তদের গঙ্গাসাগর তীর্থযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করাই তাদের লক্ষ্য।1
- Post by Mijanur2
- ধনডাঙরায় ১৬ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আজ প্রথম দিন সাফল্যের সঙ্গে সমাপ্তি হলো1
- কেন্দ্রের বিজেপি সরকার সম্বন্ধে কি বললেন গোঘাট থানার অন্তর্গত পশ্চিম পাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান1
- বৃহস্পতিবার শ্যামপুর ২নং ব্লকের বাছরী পঞ্চায়েতের উত্তর 75 নম্বর বুথে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিন পালন করা হল। উপস্থিত ছিলেন বাছরি পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া।2
- আই প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেইড চলাকালীন হঠাৎ ঢুকলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকলেন। বেরোলেন সবুজ ফাইল নিয়ে। বললেন, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নথিপত্র লুঠ করার চেষ্টা করছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।1
- ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।1